Site icon Trickbd.com

ফেসবুকে আপনার আপলোড করা সকল পিক ডিলেট করে দিন মাত্র এক ক্লিকে | Facebook Secret Tips 2020

Unnamed

আজকে আমি দেখাবো কিভাবে আপনারা আপনার Android ফোনের সাহায্যে আপনার ফেসবুক আইডিতে থাকা সকল পিক এক ক্লিকে ডিলেট বা রিমুব করবেন

যাদের জানা আছে তারা ইগনোর করেন যারা জানেন না তারা চাইলে কন্টিনিউ করেন

অনেক সময় অনেক পিক আমাদের ফেসবুক আইডি থেকে রিমুব বা ডিলেট করতে হয়। ২/১টা পিক আমরা ডিলেট করাটা খুব বেশি ঝামেলা না হলেও যখন ১০/২০টা পিক একসাথে ডিলেট করতে হয় তখন সেটা একটু ঝামেলাপূর্ন হয়ে উঠে। কারন একটা একচা করে পিক ডিলেট/রিমুব করাটা অনেক সময় সাপেক্ষ বা বিরক্তিকর। আর এই সমস্যা থেকে মুক্তি পাবার জন্য মূলত আমার আজকের এই পোষ্টটি।

প্রথমেই প্লে স্টোর থেকে Yandex Browser অ্যাপটি ডাউনলোড করে নিন। তারপর অপেন করে আপনার ফেসবুক আইডিতে লগিন করে রাখুন

তারপর Chrome Web Store লিখে সার্চ করুন। তারপর সবার প্রথমে থাকা সাইটটি অপেন করুন। অবশ্যই ডেক্সটপ ভার্সন অন করে অপেন করবেন।

তারপর Image Cleaner লিখে সার্চ করুন। সবার প্রথমে যেটা পাবেন সেটা ইনস্টল করে নিন। Add To chrome লেখা থাকবে। আমি অলরেডি ইনস্টল করে ফেলছি। তাই Rate IT লেখা আছে।

তারপর আপনি নতুন একটি ট্যাব অপেন করুন এবং আপনার প্রোফাইলে চলে যান। অবশ্যই ডেক্সটপ মোড অন করে ডুকবেন অথবা https://fb.com/home.php এই লিংকে ডুকবেন। মাস্ট বি ডেক্সটপ মোড অন থাকা লাগবে। নয়তো হবেনা

তারপর আপনার আইডির ফটো গ্যালারিতে চলে যান।তারপর কর্নারে ক্লিক করুন

তারপর Extension এ ক্লিক করবেন, তারপর Image Cleaner সিলেক্ট করবেন


**

তারপর দুটো অপশন পাবেন। একটা সব রিমুব & অন্যটা আপনার পছন্দ মতো সিলেক্ট করে রিমুব। যেটা ইচ্ছা সেটাতে ক্লিক করুন

তারপর সিলেক্ট করার অপশনে ক্লিক করলে আপনার সবগুলো পিকের উপরে এরকম মার্ক বক্স চলে আসবে। যেটা যেটা ডিলেট করবেন সেটা সিলেক্ট করবেন


**

তারপর পেজের সবারর উপরে সার্চ বারের পাশে Delete Photos লেখা থাকবে। যদিও পুরো লেথাটা দেখা যাবেনা বিকজ ফোন দিয়ে করতেছেন। তারপর সেই Delete Photos লেখার উপরে ক্লিক করে দিবেন। তারপর ওকে দিয়ে দিবেন


**

ডিলেট হয়ে গেলে এরকম লেখা আসবে। ওকে দিয়ে দিবেন।তারপর দেখুন আমি যে দুটো পিক সিলেক্ট করছিলাম সেই দুটো পিক রিমুব হয়ে গেছে


**


তো এই ছিলো আজকের পোষ্টের সকল নিয়ম কানুন। হয়তো অনেকেরই এটা জানা ছিলো বা আছে। কিন্তু পাশাপাশি অনেকেরই এটা অজানা ছিলো। ঠিক সেজন্য তাদের উদ্দেশ্য করেই আমার এই পোষ্টটি ছিলো।

আশা করি আপনারা বুঝতে পারছেন সবকিছু। কোথাও যদি বুঝতে অসুবিধা হয় সেক্ষেত্রে কমেন্ট করে জানাবেন।

তো এই ছিলো আজকের পোষ্টের সকল নিয়ম কানুন। আশা করি আপনারা বুঝতে পারছেন সবকিছু। কোথাও যদি বুঝতে অসুবিধা হয় সেক্ষেত্রে কমেন্ট করে জানাবেন।



টেকিওয়াল্ড সাইটে প্রতি পোস্টে 10 থেকে 15 টাকা করে দিয়া হচ্ছে। মাত্র ২০৳ হলেই রিচার্জ এবং ৫০৳ বা তার বেশি হলে টাকা বিকাশে নিতে পারবেন।


যেকোনো প্রয়োজনে,