ফেসবুক বর্তমানে আজকে এখন বিশ্বের #৪ নাং রেংকে থাকা সাইট,
মার্ক জাকারবার্গ হার্ভাড বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নকালীন তার কক্ষনিবাসী ও কম্পিউটার বিজ্ঞান বিষয়ের ছাত্র এডুয়ার্ডো স্যাভেরিন, ডাস্টিন মস্কোভিত্স এবং ক্রিস হিউজেসের যৌথ প্রচেষ্টায় ফেসবুক নির্মাণ করেন।
ওয়েবসাইটটির সদস্য প্রাথমিকভাবে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের মধ্যেই সীমাবদ্ধ ছিল, কিন্তু পরে সেটা বোস্টন শহরের অন্যান্য কলেজ, আইভি লীগ এবং স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয় পর্যন্ত সম্প্রসারিত হয়।
আরো পরে এটা সমস্ত বিশ্ববিদ্যালয়, কলেজ, হাই স্কুল এবং ১৩ বছর বা ততোধিক বয়স্কদের জন্য উন্মুক্ত করা হয়। সারা বিশ্বে বর্তমানে এই ওয়েবসাইটটি ব্যবহার করছেন ৩০০ মিলিয়ন কার্যকরী সদস্য।
ফেসবুক তার চলার পথে বেশ কিছু বাধার সম্মুখীন হয়েছে।বাংলাদেশ, সিরিয়া, চায়না এবং ইরান সহ বেশ কয়েকটি দেশে এটা আংশিকভাবে কার্যকর আছে। এটার ব্যবহার সময় অপচয় ব্যাখ্যা দিয়ে কর্মচারীদের নিরুৎসাহিত করে তা নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।
ফেসবুক ওয়েবসাইট কে আইন জটিলতায় পড়তে হয়েছে বেশ কয়েকবার জুকেরবার্গের সহপাঠী কর্তৃক, তারা অভিযোগ এনেছেন যে ফেসবুক তাদের সোর্স কোড এবং অন্যান্য বুদ্ধিবৃত্তিক সম্পত্তি আত্মসাৎ করেছে।
ফেব্রুয়ারি ২০১৫ সালের হিসাব অনুযায়ী ফেসবুকের মূলধন ২১২ বিলিয়ন ডলারে গিয়ে উঠেছে।
ফেসবুক বর্তমান মানুষের কাছে শুধু একটি ওয়েবসাইট নয়, এটি তাদের সঙ্গী, তাই এই সঙ্গী-কে ব্যবহার করে টাকা আয়েরও মাধ্যম চালু করলো জাকারবার্গ মামু
হুম এটা সত্যি ফেসবুকি এখন ফ্রীলান্সিং এর সুন্দর একটি মাধ্যম,
প্রথমে আমার কথা বিশ্বার না ও করতে পারেন, তবে পোস্টা দেখার পর অবশ্যয় আমার কথা বিশ্বাস হবে,
আর হ্যা ফেসবুকের এই কাজের বিষয়টি আমার মনে হয় সকলের চোক্ষেই পড়েছে তবে?
কেউ হয়তো এটা বুঝতে পারে নি, আবার কোউ হয়তো বুঝেও খেয়াল করে নি,
এখন এসবের সময় শেষ আসুন জেনে নেই কিভাবে ফেসবুক থেকে ফ্রীলান্সিং করে টাকা আয় করব?
আর যারা ফ্রীলান্সিং কি জানেন না তারা নিচের লিংক থেকে আমার আগের ফ্রীলান্সিং নিয়ে তৈরী করা বিষয়টি দেখে নিনঃ
->ফ্রিলান্স্যািং কি? কিভাবে কাজ করে? জেনে নিন
আশা করি ফ্রীলান্সিং কি? সেইটা যদি কেউ না জেনে থাকেন তাহলে এখন জেনে গেছেন?
এবার আসি মেইন বিষয়ে আজকের বিষয় হলো, কিভাবে ফেসবুক থেকে আয় করা যাবে? তাই আজ আমি জানাবো,
মজাঃ
ফেসবকে অনেক ভাবে আয় করা যায়,
যেমন, ফেক আইডি তৈরী করে তাতে সুন্দরী একটি মেয়ের ফটো বয়বহার করে কিছু বোকা লোকদের ঠকিয়েও ভালো পরিমাণ টাকা আয় করা যায়
তাই না?????
আসলে বর্তমানে একটু খেয়াল করলেই দেখা যায় যে, ফেসবুকে বেশিরভাগ মেয়েদের আইডি গুলোই ফেক, এর কারণ কিছু ছেলোরা অথবা মেয়েরাই ফেক একাউন্ট তৈরী করে ফেসবুকে মানুষ ঠকায়,
যার ফলে ফেসবুকের আস্তে আস্তে বিলুপ্ত হওয়ার চান্চ ১০০% থাকে
এগুলো বাদ দেন,
ফেসবুকে মানুষকে প্রতারণা করা আইণত এবং ধর্মীয় দিক থেকে অণ্যায়,
ফেসবুক থেকে আয়
যারা ফ্রীলান্সিং সম্পর্কে জানেন অথবা কাজ করেছেন তারা বুঝতে পারবেন ফেসবুকে কাজটি কেমন? ফ্রীলান্সার ওয়েবসাইট ও ফেসবুক এই দুটির কাজ এক হলেও এদের মধ্যো অনেক তফাৎ,
কারণ,
freelancer.com, upwork.com, ইত্যাদি এসব ওয়েবসাইটে কাজ করতে হলে আপনাকে অনেক প্রকার কাজ জানতে হবে,
আর সেসব কাজের মধ্যো সবচেয়ে বেশি পড়ে,
ওয়েবডেভোলোপমেন্ট
এপস ডেভোলোপমেন্ট
ইত্যাদি অনলাইন বিষয়ক কাজ,
আমি এটা বলছি না যে, ফেসবুকের কাজ গুলো খুব সহজ বা এরকম কাজ নেই, আছে
অবশ্যয় আছে, তবে ফেসবুকে মজা এটাই যে, এখানে সকল প্রকার কাজ পাওয়া যাবে, আর পেমেন্ট ও নিজের ইচ্ছা মতো নিতে পারবেন,
মূল কথা,
ফেসবুকে এখন ফ্রীলান্সিং করা যায়, মনে করুন, আপনার একটি প্রতিষ্ঠান আছে আপনি সেখানে নানান ধরণের পণ্য বিক্রি করেন,
আপনি মানুষ খুজছেন আপনার পণ্য গুলো বিক্রি করে দেওয়ার জন্য,
তাই আপনি আপনার প্রতিষ্ঠানের ফেসবুক পেজে এই কাজটি পোস্ট করলেন,
আমি এই কাজটি দেখব দেখার পর যদি করতে চায় তাহলে ফ্রীলান্সিং এর মতোই আপনাকে জানাবো, আপনি আমার বিও ডাটা দেখবেন যদি কাজে নেন তাহলে নিবেন,
এটাই হলো মূলত ফেসবুক ইমকাম,
এবার আসুন সরাসরি স্ক্রীনে দেখে নেই কিভাবে ফেসবুকে কাজ করব?
কিভাবে কোনো কাজের পোস্ট করব?
সবার প্রথম দেখি কিভাবে কাজ করব,
কিছু কথা
ফেসবুকে কাজ করে কখনো কোনো প্রতিষ্ঠান যদি আপনার কাজের টাকা আপনাকে পেমেন্ট না করে তাহলে সেই পেজটির নামে অভিযোগ করুন,
ফেসবুকের সাপোর্ট টিম আপনাকে সাহায্যে করব, আর এই পোস্টার বিষয় আর কিছু জানার থাকলে কমেন্টে জানিয়ে দিন,
যথাযথ ভাবে সাহায্য করব,
এডসঃ
TwiceBD.Com সাইটটি বিক্রি করা হবে,
#৯জিবি হোস্ট
#ডট কম ডুমেইন
#এডসেন্স সহকারে, এডসেন্স এ ৫০$ আছে,
#৭০০+ ইউসার,
#২৫০+ পোস্ট,
#প্রতিদিন ৫০+ ভিজিটরস,
##সাইট মূল্যঃ ১০,০০০৳
###সাইটটি যে কিনবে তাকে একটি এপস তেরী করে প্লে স্টোরে পাবলিশ করে দেওয়া হবে,
কিনতে যোগাযোগ করুন,
https://facebook.com/0.baijit.bustami
অথবা কল, 01795379880