Site icon Trickbd.com

(সতর্কবার্তা) যেভাবে ফেসবুক আমাকে মৃত ঘোষণা করলো!

আমি কয়েকমাস আগে ফেসবুকের লিগ্যাসি Option টা একজনকে অন্যের প্রফাইলের কি কি Access দেয় সেটা চেক করতে চাচ্ছিলাম, তাই আমার এক আইডিকে সেখানে Add করে রাখলাম।

কিন্তু কোন কিছু Access পেলাম না।
যা হোক, ওভাবেই রেখে দিলাম সবকিছু।

কিন্তু দুইদিন আগে অস্বাভাবিক কোনপ্রকার ঘটনা ঘটা ছাড়াই ফেসবুক আমার অন্য আইডি যেটাকে লিগ্যাসি তে Add করেছিলাম সেখানে একটা নোটিফিকেশন দেয়, যে আপনার বন্ধু মারা গেছে (উনারে ভইরা দিছি আমরা)
এবার তার একাউন্টকে ফেসবুকে স্মরণীয় করে রাখুন।

সকালে উঠে যদি ফেসবুক আপনাকে বলে যে আপনি মারা গেছেন তাহলে কেমনটা লাগবে নিজেই চিন্তা করেন!

এরপর লগিন করতে গেলাম, কিন্তু দেখালো যে একাউন্ট একটি বিশেষ অবস্হাতে আছে এবং অন্যের একাউন্টে প্রবেশ ফেসবুক সমর্থন করে না।

ব্যাস, এবার এতোদিনের আইডিকে ফেসবুক মৃত ঘোষণা করে দিলো।

আপনাদের জন্য সতর্কবার্তা হলো ভুলেও ফেসবুকের লিগ্যাসি Option টা চালু করবেন না। তাহলে যেকোনদিন ফেসবুক আপনাকে মৃত ঘোষণা করবে।

এখন এই একাউন্ট ফিরিয়ে আনার উপায় কি?

একটাই উপায়, যেটা হলো নিচের লিংকে গিয়ে আপনার Full Name, যে আইডি মারা গেছে সেটার ইমেইল এবং আপনার আইডিকার্ড নিজের হাতে নিয়ে একটা ছবি তুলে সাবমিট দিতে হবে।

https://www.facebook.com/help/contact/292558237463098

আমি ফেক আইডিকার্ড সাবমিট দিয়েছি কিন্তু কাজ হয়নি, কারণ ইদানিং ফেক আইডিকার্ডে কাজ হচ্ছে না।

Dead id link: https://mbasic.facebook.com/zorex.zisa

যারা যারা আমার সাথে যোগাযোগ করতে চান তারা এই লিংকে যোগাযোগ করুন:

https://m.facebook.com/zorex.zx

আর অবশ্যই, নতুন স্টাইলের একটি কোরনা ভাইরাস লাইভ আপডেট সেট করেছি,  এটির মাধ্যমে কোন জেলাতে কতজন আক্রান্ত তা দেখতে পারবেন:

http://zorexid.cu.ma/corona-live-update

Post by Zorex Zisa

Exit mobile version