Site icon Trickbd.com

আপনার ফেসবুক আইডি টি রিমেম্বার হওয়ার হাত থেকে বাঁচাতে যে সেটিং গুলো করবেন দেখে নিন

Unnamed

আশা করি সবাই ভালো আছেন।আজ অনেকদিন পর আপনাদের মাঝে একটা পোস্ট নিয়ে হাজির হলাম।
তো চলুন কথা না বাড়িয়ে কাজে চলে যাওয়া যাক।

আজকের পোস্ট এর বিষয় ফেসবুক রিমেম্বার নিয়ে।
আপনার জীবিত ফেসবুক আইডি টি হয়ে যেতে পারে মৃত।
পোস্টটি মনোযোগ দিয়ে পরবেন।
আগে দেখে নেই কেমন হবে আপনার সেই আইডি
see…

কয়েক দিন যাবত ফেসবুক এ আপনারা লক্ষ্য করলে দেখবেন অনেক মানুষের আইডি মেমোরালাইজ ( রিমেমবার ) হয়ে যাচ্ছে।

আসলে এটা তারা নিজে করতেছেনা কিছু অসাধু লক এটা করতেছে।

প্রশ্ন: মেমোরালাইজড ( রিমেমবার ) কি?
উত্তর:
যদি কোনো সেলিব্রেটি মারা যায় মৃত্যুর পর তার ফেসবুক আইডি টি স্মৃতি হিসেবে, ফেসবুক অফিস থেকে রিমেমবার করে দেয়।
যেটা সাধারণ ইউজার কে আপিল করে করতে হয়।

আশা করি বুঝে গেছেন।খুব সংক্ষেপে বুঝাই দিলাম।না বুঝলে ইউটিউব থেকে এ বিষয় এ জেনে নিবেন।

আপনার জীবিত ফেসবুক আইডি টি মৃত করার হাত থেকে বাঁচানোর জন্য নিচের স্টেপ গুলো ফলো করুন ।
– প্রথম এ setting থেকে Personal Information এ যাবেন।


এরপর Manage Account Legacy Contact and Deactivation Settings এ প্রবেশ করবেন।

এখন Legacy Contact এ ক্লিক করুন।
এবার একটু নিচে আসুন।

Choose Legacy Contact এ ক্লিক করুন।
এখান থেকে আপনার পরিচিত কাছের মানুষের একটা আইডি সিলেক্ট করুন অথবা নিজের ফেক আইডি ইউজ করুন।


প্রথম ধাপ এর কাজ শেষ।

এবার পরের ধাপ।
Setting থেকে timeline and tagging এ ক্লিক করুন।

এবার নিচের স্ক্রীনশট অনুযায়ী কাজ করুন

আশা করি বুঝতে পারছেন ।
তাই যত দ্রুত সম্ভব সেটিং গুলো পরিবর্তন করে নিন।

পোস্ট টা দিয়ে উপকার হলে অবশ্যই কমেন্ট এ ফিডব্যাক দিয়ে যাবেন।

ধন্যবাদ।

[N.B]পোস্ট যাতে কপি না হয় সেজন্য Watermark দেওয়া হয়েছে।

প্রথম প্রকাশিত হয়
BRSNewsZone

যে কোন প্রয়োজনে ফেসবুকে আমি,,

ফেসবুক নিয়ে যে কোনো সমস্যায় পেজ এ নক্ করুন