“আসসালামু আলাইকুম ”
কেমন আছেন সবাই, আশা করি সবাই ভালো আছেন। আজ আর বেশি বক বক করো না সোজা কাজের কথায় আশি।
তাহলে চলুন কাজের কথায় আসি।
ফেসবুক এর কেয়ার রিয়েক্ট কি
মূলত ফেসবুক এর একটি নতুন রিয়েক্টশন ফিচার। যা করোনার ভাইরাস এর জন্য ফেসবুক এ নতুন ভাবে সংযোজন করা হইছে ।
এটা এখনো সকলের জন্য এখনো উন্মুক্ত নয়। তবে আপনি কিছু কাজ এর মাধ্যমে এটাকে খুব দ্রুত নিজের account এ নিয়ে আসতে পারেন। অনেকের এমন শোনা যাচ্ছে যে এই ফিচারটি নাকি তাদের এমনি এমনি চলে আসছে। হ্যা অনেক প্রবাসী ভাইদের এটা এমনি চলে আসছে+ বাংলাদেশ এর কিছু মানুষ যারা ফেসবুক এর বেটা প্রোগ্রাম এর সাথে যুক্ত তারা এই ফিচারটি টেস্টিং মোড এ পেয়েছে । অনেকে আবার সরাসরি এমনি পেয়েছেন। এখন প্রশ্ন আপনি কিভাবে এটা পেতে পারেন? তাই এখন আমি বলবো।
যেভাবে কেয়ার রিয়েক্ট On করবেন
আপনার Account এ টা available করার জন্য নিচের কাজ গুলো দেখুন-
➡ প্রথমে প্লেস্টোরে প্রবেশ করুন।
➡ তারপর Facebook লিখে সার্চ করুন। অবশ্যই এটাকে Update করে নিবেন
➡ আমি Facebook lite দিয়ে দেখাচ্ছি তাই নিচের স্কিনশর্ট টা ভালোভাবে লক্ষ করুন –
প্রথমে আপনি lite এর বেটা ভার্সন এ জয়েব দিয়ে apps টা update বা install করে নিলেই। কাজ শেষ
বেটা ভার্সন এ জয়েন করার জন্য You are a Beta Tester এখান থেকে জয়েন করে নিবেন। এখানে জয়েক করার জন্য You are a beta tester নিচে দেখবেন লিখা আছে join সেখানে ক্লিক করলেই জয়েন হয়ে যাবে অথবা এই লিংক থেকেও করতে পারবেন beta tester উপরের স্কিনশর্ট এর মতো।
কয়েক মিনিট বা ঘন্টার ভিতর কেয়ার রিয়েক্ট আপনার ফেসবুক এ ইনেবল হয়ে যাবে। হয়তো এর কিছুটা সময় বেশি লাগতে পারে।
Beta কি?
যেমন এর পূর্বে Profile Grad, profile lock এই সব কিছু জরুরি ফিচার গুলা সর্বপ্রথম এই beta তে আগে পাওয়া গিয়েছিলো
ইনেবল হওয়ার পর ঠিক নিচের মত একটা নোটিফিকেশন পাবেন আপনার টাইমলাইন -এ
এ ছাড়া মেসেঞ্জার ও কেয়ার নিয়ে কিছু স্টিকারযুক্ত হয়েছে,, যা আগেও ছিলো তবে কিছু নতুনত্ত করে আবার সেই গুলা update করেছে। মেসেজ এর রিয়েক্টশন হিসেবে হার্ট এর ইমুজি দেওয়া যাবে। যা এর আগেও ছিলো। তবে এই বারটা হাইলাইট করা হইছে।
তারপর ও যাদের এই ফিচার ইনেবল হচ্ছে না তারা যা করবেন
তারপর যাদের হচ্ছেনা তারা কোন উপাই না পেয়ে ফেসবুক টিম এর কাছে আপিল করবেন । কেয়ার রিয়েক্ট ছাড়াও আপনি ফোন এ ফেসবুক কি কি সমস্য মুখোমুখি হচ্ছেন সেই বিষয়ে ও আপিল করতে পারবেন এই লিংক এর মাধ্যমে। লিংক টা হলো –
Link
উপরের লিংক এ প্রবেশ করার পর নিচের মতো কিছু একটা পাবেন-
এখানে কি লিখতে হবে তা এখনি বলে দিচ্ছি।
এখনে লিখবেন –
I love to use facebook a lot, i can’t care reaction to my friends post on my Facebook account, Please permission on My Facebook profile care reaction.
তার আগে
How would you rate your experience using Facebook for Every Phone on your mobile device?
এভাবে আপিল করার ১-৩ দিন এর ভিতরে কেয়ার রিয়েক্ট আপনার account এ যোগ হয়ে যাবে।
না বুঝলে নিচের ভিডিও টি দেখতে পারেন। কারণ ভিডিও-টিতে আমি লাইভ প্রমাণ দেখিয়েছি
⬇⬇⬇⬇
আমার চ্যানেল টি সাবক্রাইব করে রাখুন >> ZhomkaLu
তারপর ও না পালে আমাকে ফেসবুক এ মেসেজ করুন – Facebook
আজ এই পর্যন্ত পরবর্তী সবাই ভালো থাকবেন। বাড়িতেই থাকবেন।
ধন্যবাদ