আসসালামু আলাইকুম,
সকলে কেমন আছেন…??
আশাকরি সবাই ভালো আছেন।আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি।আর যারা নিয়মিত ট্রিকবিডির সাথে থাকেন তাদের ভালো থাকারই কথা। কেননা,এখান থেকে আমরা প্রতিনিয়ত অনেক অজানা বিষয়গুলো জানতে ও শিখতে পারি।
আমি মোঃ শাকিল হাসান আজকের পোষ্টে স্বাগতম জানাচ্ছি।
পোষ্টটি সম্পূর্ণ পড়ার অনুরোধ রইলো।
আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে আপনারা ফেসবুক প্রোফাইলে যতখুশি ততো ফলোয়ার বাড়িয়ে নিবেন সামান্য কাজ করে।
যাদের আইডিতে ফলোয়ার কম তারা চাইলে একটু কাজ করে অনেক ফলোয়ার বাড়াতে পারবেন। আর অবশ্যই এখান থেকে যে ফলোয়ারটা পাবেন সেটা ১০০% রিয়েল ফলোয়ার হবে।
মূলত এই ওয়েবসাইটের কাজ হলো আপনাকে এই ওয়েবসাইটে একাউন্ট করে পয়েন্ট আর্ন করতে হবে।এর আগের পোষ্টে এই ওয়েবসাইট থেকে কিভাবে পেজে লাইক নিবেন সেটা দেখিয়েছিলাম।এখানে এই পয়েন্টের ওপর ভিত্তি করে আপনারা আপনাদের ফেসবুক আইডিতে ফলোয়ার বাড়িয়ে নিতে পারবেন।
আর এই পয়েন্টটা ইনকাম হবে অন্যের ফেসবুক পেজে লাইক,টুইটারে ফলো,ইনস্টাগ্রামে ফলো,ইউটিউব সাবসক্রাইব,লাইক,ডিসলাইক ইত্যাদি দেওয়ার মাধ্যমে।
আর আপনার অর্জিত পয়েন্ট কেটে নিবে যখন কেউ আপনাকে যখন ফলো করবে তখন।
আর অবশ্যই প্রথমে ফেক ফেসবুক, টুইটার একাউন্ট খুলে ব্রাউজারে লগইন করে রাখবেন যেটা দিয়ে আমরা অন্যের পেজে লাইক, ফলো করবো এবং পয়েন্ট আর্ন করবো।
তো যাইহোক কিভাবে ওয়েবসাইটে একাউন্ট করবেন এবং আপনার ফেসবুক আইডি এড করবেন তাছাড়া ফলোয়ার বাড়াবেন বিস্তারিত দেখুন।
সাইটিতে যেতে এখানে ক্লিক করুন
এবার স্কিনশর্ট ফলো করুন।
প্রথমে Join এ ক্লিক করুন।
Username এর জায়গায় নাম ও সংখ্যা দিন এরপর আপনার জিমেইল এবং দুই জায়গায় একই পাসওয়ার্ড,Refferal এর জায়গায় shakil155 এটা দিন,ক্যাপচা পূরণ করে Join এ ক্লিক করুন।
আপনার জিমেইলে আসুন এবং দেওয়া জিমেইলটি সিলেক্ট করে All mail অথবা Spam Box চেক করুন।
লিংকে ক্লিক করে ভেরিফাই করুন।
এবার Username অথবা Gmail, পাসওয়ার্ড এবং ক্যাপচা পূরণ করে Login করুন।
এবার লগইন হয়েগেলে প্রথমবার ৫০ পয়েন্ট পেয়ে যাবেন।এই পয়েন্ট দিয়ে পেজ এ লাইক নিতে পারবেন।
নিচের ওইসকল অফশনগুলো থেকে পয়েন্ট আর্ন করতে পারবেন।
পয়েন্ট আর্ন করতে যেকোনো একটাই ক্লিক করুন।
এখানে অন্যের পোষ্ট শো করবে তাদের পোষ্ট শেয়ার করলে আপনি প্রতিটার থেকে ৪৯ পয়েন্ট পাবেন।শেয়ার করে ৪৯ পয়েন্ট পেতে শেয়ার এ ক্লিক করুন।
এরপর আপনার একটা ফেসবুক ফেক একাউন্ট লগইন করে পোষ্টটা শেয়ার করুন।
দেখুন ৪৯ পয়েন্ট এড হয়ে গেছে।
এভাবে যতখুশি শেয়ার করুন আর পয়েন্ট আর্ন করুন।
তাছাড়া ছবিতে লাইক,পেজে লাইক,টুইটার, ইনস্টাগ্রাম এ ফলো করেও একই প্রসেসে কাজটা করুন।
আর অবশ্যই ফেসবুক একাউন্টের মতো টুইটার ও ইনস্টাগ্রাম না থাকলে একাউন্ট করে ব্রাউজারে লগইন করে রাখুন।
এবার,আপনার ইনকামের পয়েন্ট দিয়ে আইডিতে ফলোয়ার নেওয়ার কাজ।
তো প্রথমে এই সাইটে আপনার ফেসবুক আইডিকে এড করতে হবে,আইডিকে এড করার জন্য
Title এ আপনার ইচ্ছামতো দিন যেমনঃ Follow me,তারপর আপনার ফেসবুক প্রোফাইলে যান এবং more অফশনে ক্লিক করে আইডি লিংক কপি করুন এবং সেখান থেকে প্রোফাইল কোডটা কপি করে এখানে দিয়েদিন।নিচে ফলো করুন বুঝতে পারবেন।এরপর ১ টা ফলোতে কত পয়েন্ট দিবেন সেটা সিলেক্ট করুন। ক্যাপচা পূরণ করুন এবং যে দেশের ফলোয়ার নিবেন সেটা সিলেক্ট করবেন। Add Profile এ ক্লিক করুন।
তাহলেই আপনার আইডি এড হয়ে যাবে।
সবচেয়ে যে বিষয়টি সেটা হলো আপনি যত পয়েন্ট বেশি দিবেন ততো ফলোয়ারটা তাড়াতাড়ি এবং বেশি পাবেন সেক্ষেত্রে আপনাকে পয়েন্ট ইনকাম ও বেশি বেশি করতে হবে তবে বেশি ফলোয়ার পাবেন।
আর অবশ্যই প্রতি ফলোয়ারে পয়েন্টটা একটু বেশি দেওয়ার চেষ্টা করবেন এতে করে আপনার আইডিটাও সবার ওপরে শো করবে ফলে বেশি ফলোয়ার পাবেন।
তো এভাবে কাজ করতে থাকুন এতে করে আপনাদের আইডিতে ফলোয়ার অটোমেটিক যেতে থাকবে।
আশাকরি আপনারা বুঝতে পেরেছেন। না বুঝলে কমেন্ট করুন।
“
আমার আগের পোষ্টঃ
★★My gp অ্যাপ থেকে ৫০০ রিওয়ার্ড পয়েন্ট ফ্রিতে নিয়েনিন,যারা আগে নিয়েছেন এবং এখনো নেননি তাদের সবার জন্য, সাথে আনলিমিটেড রেফার ট্রিকস
★★আপনার ফেসবুক পেজে যতখুশি ততো লাইক বাড়িয়ে নিন
“আপনাদের কাছ থেকে আমরা ভালো ভালো কমেন্ট আশাকরি।আপনাদের একটা খারাপ কমেন্টের কারণে পোষ্টদাতা পোষ্ট করার আগ্রহ হারিয়ে ফেলে, তাই খারাপ কমেন্ট করা থেকে বিরত থাকুন।
আর অবশ্যই নতুন নতুন আপডেট পেতে চাইলে আমার ইউটিউব চ্যানেল BD TRICK SH সাবসক্রাইব করবেন, চ্যানেলটিতে যেতে অথবা সাবসক্রাইব করতে”
আর যেকোনো প্রয়োজনে ফেসবুকে আমিMdshakilhasan
সকলে ভালো থাকুন,সুস্থ থাকুন {{খোদাহাফেজ}}