Site icon Trickbd.com

২০১৭ সালের পহেলা জানুয়ারি ঠিক রাত ১২ টায় এক ফেসবুক পোস্টের মাধ্যমে আমি করোনা ভাইরাস নিয়ে ভবিষ্যতবাণী করেছিলাম।(দেখে নিন রহস্য!!!)

হ্যালো ভাই ব্রাদার্স!  আশা করছি সকলেই ভাল আছেন।টাইটেল দেখে চমকে গেছেন নিশ্চয়ই???  বিশ্বাস হচ্ছেনা তাইনা? তাহলে নিচের স্ক্রিনশটটি দেখুন!

এগুলা তো ভাই এডিটিং করা যায়!!!!

তাহলে ভাই আমি আমার ফেসবুক আইডির লিংক দিয়ে দিলাম একেবারে শেষের দিকে স্ক্রল করে নিজের চোখেই দেখে আসুন কাইন্ডলি।

লিংক

এবার বিশ্বাস হয়েছে নিশ্চয়ই?

এখন কথা হচ্ছে ২০১৭ সালেই আমি কীভাবে এই পোস্টটি করলাম?  আমি কি তাহলে কোনো অলৌকিক ক্ষমতার অধিকারী? যে কিনা ভবিষ্যৎ বলে দিতে পারে???

না ভাই, মোটেই আমি তেমন কেউ না! তাহলে এই কাজটা আমি কীভাবে করলাম?

(যারা জানেন তারা দয়া করে পোস্টটা স্কিপ করুন)।

এবার আসি আসল রহস্যে!!!  এই পোস্টটি আমি এই টিউটোরিয়ালটি লেখার ঠিক কয়েক মিনিট আগে করেছি এবং তারপর তারিখ এবং সময়টি চেঞ্জ করে দিয়েছি ? এটাই হচ্ছে আসল রহস্য!!!

তো আপনারা কীভাবে এই কাজটা করবেন চলুন শিখে নেওয়া যাক।।।

যেকোনো পোস্টের তারিখ এবং সময় চেঞ্জ করার জন্য আমাদেরকে প্রথমেই ফেসবুকের ডেস্কটপ ভার্সনে চলে যেতে হবে। আপনার যদি ল্যাপটপ কিংবা কম্পিউটার থাকে তাহলে সরাসরি facebook.com এ গেলেই হবে।আর না থাকলে ফোনেই ডেস্কটপ মোড অন করার সিস্টেম আছে এরকম কোনো একটি ব্রাউজার ওপেন করুন। আমি ক্রম ব্রাউজার দিয়ে করে দেখাচ্ছি।

ডেস্কটপ মোড চালু করার জন্যে ডান কর্ণারে থাকা থ্রি ডট মেনুতে ক্লিক করুন।

এবার ডেক্সটপ সাইটের পাশে থাকা ফাকা বক্সে টিক মার্ক করে দিবেন।

এবার ব্রাউজারের এড্রেসবারে লিখুন web.facebook.com

এখন যে পোস্টটির তারিখ এবং সময় পরিবর্তন করতে চান সেই পোস্টটি খুজে বের করুন এবং এর পর পোস্টের উপরে ডান কর্নারে থ্রি ডট মেনুতে ক্লিক করুন। (ব্রাউজারে আগে থেকেই ফেসবুকে লগিন করা না থাকলে প্রথমে লগিন করে নিবেন)।

এবার নিচের দিকে একটি অপশন পাবেন “Change date” নামে, সেখানে ক্লিক করুন।

তারিখ পরিবর্তন করতে এখানে ক্লিক করুন এবং ক্যালেন্ডার থেকে নির্ধারিত তারিখটি সিলেক্ট করুন কিংবা নিজেই লিখে দিন।

সময় পরিবর্তনের জন্যে এখানে ক্লিক করুন এবং নির্ধারিত সময়টি লিখুন।

সময় লিখার পর সেটা সিলেক্ট করার অপশন পাবেন,সেখান থেকে সিলেক্ট করুন।

এবার সিম্পলি “Save ” এ ক্লিক করুন।

সেভ করলেই কাজ শেষ।এবার নিজের টাইমলাইনে গিয়ে খুজে দেখুন আপনার পোস্টের তারিখ এবং সময় পরিবর্তন হয়ে গেছে!

বি.দ্র: ব্রাউজারে মোবাইল ভার্সনে অরিজিনাল সময় শো করতেছে। শুধুমাত্র ডেস্কটপ ভার্সন এবং ফেসবুক অফিসিয়াল App এ পরিবর্তিত সময় এবং তারিখ দেখাচ্ছে। এই সমস্যা টা হয়তো অদূর ভবিষ্যতে ফেসবুক কর্তৃপক্ষ ফিক্সড করবে।              

আশা করছি পোস্টটা আপনাদের ভাল লেগেছে।


কোনো সমস্যা হবেনা আশা করছি, তারপরও যদি সমস্যা ফেস করেন তাহলে কমেন্ট এ বিস্তারিত লিখুন অথবা ফেসবুক গ্রুপে স্ক্রিনশটসহ বিস্তারিত পোস্ট করুন।


বক্র বেকার

আপনি কি সমাজের তথাকথিত বেকার শ্রেনীর একজন ? তাহলে আপনার জন্যই এই উদীয়মান  ইউটিউব চ্যানেলটি। চাইলে ঘুরে আসতে পারেন ভাল লাগবে আশা করছি।


আজ এখানেই শেষ করছি।আবারও কথা হবে অন্য কোনো পোস্টে অন্য কোনো ট্রিকস নিয়ে ইনশাআল্লাহ। ভাল থাকুন,সুস্থ থাকুন,আল্লাহ হাফেজ। ?