আসসালামু আলাইকুম
সবাই কেমন আছেন?
আশা করি আল্লাহর রহমতে ভালোই আছেন।অনেকেই হয়তো ভালো নেই কারন করোনা ভাইরাস/Covid 19 এর সংক্রমন দিন দিন বেড়েই চলেছে,তাই আমরা বেশি বেশি ইবাদত করে আল্লাহর কাছে চাইবো ,আল্লাহ যেনো আমাদের সকলকে করোনা ভাইরাস থেকে রক্ষা করে।
আমাদের দেশে দিন দিন ফেইসবুক ব্যাবহার বেড়েই চলেছে ,সাথে বেড়ে চলেছে ফেইসবুকে হ্যারাসমেন্ট।ফেইসবুক আইডিতে নিরাপত্তা কম থাকায় আমাদের স্বাধের আইডি হয়ে যাচ্ছে হ্যাক।অনেকে আবার শত্রুতা করে আমাদের স্বাধের আইডি করে দিচ্ছে ডিসাবল্ড। 2 step verificatioon code না পাওয়া ইত্যাদি।
আজকে আমি এই সমস্যা গুলো সমাধা নিয়ে সবকিছু সেয়ার করবো…
প্রথমে হচ্ছে ফেইসবুক নিরাপত্তাঃ
ফেসবুক আইডি নিরাপত্তায়
Bangladesh Civilian Force এর CEO আদিল হাসান স্যার নিচের বিষয় গুলোর প্রতি গুরুত্ব আরোপ করেনঃ
# পাসওয়ার্ডঃ
___ এলোমেলো ওয়ার্ড দিয়ে নিজের ফেসবুক আইডির পাসওয়ার্ড দেয়া এবং তা গোপন রাখা
_জন্ম তারিখ , নাম , ABCD, 123456 ( এরকম পাসওয়ার্ড ) দেয়া পরিহার করা।
# লগইনঃ
___ ফেসবুক ওয়েবসাইট ছাড়া অন্য কোন সাইটে লগ ইন না করা।
#সিকিউরিটিঃ
__আপনার আইডিতে অবশ্যই ৫ টি ট্রাস্টেড কন্টাক্ট যুক্ত করে রাখবেন
__বার্থডে অবশ্যই কাউকে বলবেন না,অবশ্যই অনলি মি করে রাখবেন
# বন্ধু নির্বাচনঃ
# এ্যাপসঃ
___ পরিশুদ্ধ এ্যাপস ব্যবহার করা।
# সঠিক ক্লিনিং এ্যাপসঃ
___ ক্লিনিং এ্যাপস হিসাবে Eset ও Trendmicro ব্যবহার করা।
# অযায়চিত লিংকঃ
___ অযায়চিত লিংক পরিহার করতে হবে যতই লোভ দেখাক না কেন ওইসব লিংক এ ক্লিক না করা।
# মেইল ব্যবহারঃ
___ মেইল দিয়ে একাউন্ট ওপেন করতে হবে ( ফোন নাম্বার ও এড রাখার চেষ্টা করবেন )
আমরা কিন্তু Advance জিনিসগুলো জানি না, এই সুযোগে অনেকে ফেইসবুক আইডি রিকোভার ,হ্যারাসমেন্ট সমস্যা সমাধান এর জন্য অনেক হাতিয়ে নিচ্ছে টাকা।আজকে আমি আপনাদের এমন একটি টিম এর সাথে পরিচয় করিয়ে দিবো যারা কিনা এইসব Advance কাজ করে দেওয়ার বিনিয়ে কোন প্রকার টাকা নেয় না ,শুধু দুইটা শর্ত মানলেই হবে…
এই টিমের নাম হচ্ছেলঃ
Bangladesh Civilian Force
(FB Page and Group avaibale)
বাংলাদেশ সিভিলিয়ান ফোর্স
সেবা সমুহঃ-
# ভার্চুয়াল নিরাপত্তা
#হ্যারাসমেন্ট কেস সমাধান
#ডিসাবল্ড আইডি রিকোভার
#হ্যাক হওয়া আইডি,গ্রুপ,পেইজ রিকোভার
# ১৮+ কন্টেন্ট অপসরণ
# নাস্তিকতা বিস্তার রোধ
#2 step verificatioon code না পাওয়া
# বহিঃ শত্রু নিধন
# গুজব নিরসন
# সামাজিক দায়িত্ব
# অসহায়দের সাহায্য
# বিনামুল্যে সেবা প্রদান।
তাদের থেকে যদি আপনি সেবা নিতে চান তাহলে শর্তসমুহঃ-
# কমপক্ষে দুইজন গরীব অসহায় মানুষ কে একবেলার আহার।
# কমপক্ষে দুইটি গাছ লাগানো।
আল্লাহ হাফেজ