Site icon Trickbd.com

Fb Lite Mod || Lite Ultra || কাস্টম ব্যাকগ্রাউন্ড, কাস্টম এনিমেশন সহ ফুল মডিফাইড লাইট অ্যাপ || না দেখলে মিস

আশা করি সবাই ভালো আছেন। আর আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি।

আজকের টপিক Fb Lite Mod..

তো দেরি না করে এখনি download করে পেলুন,
১২ এম্বি Google Drive Download

প্রথমে ওপেন করলে এমন একটি ইন্টারফেস দেখতে পাবেন।

 

এখানে ডেভলপার এর কিছু ডিটেইলস আছে, দেখতে চান তো নেক্সট ক্লিক করুন বা স্কিপ করতে পারেন।

 

তারপর এখানে লগ ইন পেজ দেখতে পাবেন।।

 

এবার (স্ক্রিন এর মাজ খান থেকে) বাম পাস থেকে ডানে স্লাইড করুন, এখানে ডেভলপার এর সমন্দে কিছু ডিটেইলস দেউয়া আছে।।

 

আবার মেইন পেজ থেকে স্কিন এর ডান পাসে স্লাইড করুন, এখানে ফেসবুক ওএব পাবেন।।

 

এবার স্ক্রিন এর বাম পাসের এজ (Edge) থেকে হাল্কা স্লাইড করুন, এখানে মোড মেনু পাবেন।। (একদম স্ক্রিনের সাইড থেকে)

 

এবার দেখুন এখানে অনেক গুলো অপশন দেউয়া আছে,, আপনারা এগুলো সব ট্রায় করে দেখতে পারেন।। কয়েক্টা অপশন আমি তুলে দরছি।।

প্রথমত এটাই লোডিং এ লাইটনিং এফেক্ট দেউয়া হয়েছে।

 

এবার এখানে দেখুন 8 Falling animation একটি অপশন দেখা যাচ্ছে,, এটা এনিমিশন মেনু। এখানে ৮ রকমের এনিমেশন আছে, আপনার পছন্দের এনিমেশন ইউজ করতে পারেন।।
(এনিমেশন শো না হলে এনিমেশন গুলো অফ করে আবার অন করুন)

 

এবার দেখুন এখানে Background Pic Changer নামে একটা অপশন আছে। এটাই এই মোডের বিশেষ পিচার। এটাতে আপনি কোনো রকম Apk Editor ইউজ ছারাই Background Image সেট করতে পারবেন।।
তো এটাতে ক্লিক করুন।

 

এবার এখানে Load image এ ক্লিক করে আপনার পছন্দের ইমেজ সিলেক্ট করে নিন। এবং এখানে অপাচিটি কমিয়ে নিন, (পারচেন্ট দেউয়া টা) অপাচিটি কম রাকলে লেখা ভালো দেখা যাবে, তারপর আপ্লেতে ক্লিক করুন। এবার লাইট অ্যাপ টি রিস্টার্ট নিবে। এবং দেখবেন আপনার background ইমেজ চেঞ্জ হয়ে গেছে।।

 

 

এখানে কিছু 2D গেম আছে, কিন্তু এগুলো আমার মোবাইলে কাজ করেনাই, আদোও এগুলো চলে কিনা আমার জানা নাই।।

 

এখানে আরো কিছু অপশন আছে, দেখুন এখানে ক্লেন্ডার আছে, এবং আপানার মোবাইলের CPU এর ডিটেইলস জানারও একটা অপশন আছে, এটাই আপনার মোবাইলের CPU এর সকল তথ্য পাবেন।।

 

 

 

এবার চলুন আরো কিছু কাস্টমাইজেশন করি ??
এর জন্য দেখানো জাইগাই ক্লিক করুন,, এখানে অনেক গুলা ইফেক্ট আন্ড এনিমেশন পাবেন।। প্রথম বার সব ওন থাকবে কিন্তু এতে কাজ করবে না, তাই সব অফ করে আবার অন করুন কাজ করবে।। নিছে কিছু নমুনা দেউয়া হল।।।

 

 

 

এখানে নাইট মোড ও আছে, এটি আপনার স্ক্রিনের আলো কমিয়ে দিবে।।।

এটা আমার দেখা বেস্ট মোড।
আশা করি আপনাদেরও ভালো লাগবে।

[বিঃদ্রঃ এটা আমার নিজের মোড নয়, বন্দুর জন্ন্য খুজতে গিয়ে এটা পেয়েছি, ভালো লাগছে তাই শেয়ার করছি। মোডার সমন্দে সব কিছু অ্যাপে দেওয়া আছে।]

আমি গুছিয়ে লিখতে পারিনা। তার জন্ন্যে দুঃখিত।।??

ধন্যবাদ