আশা করি সকলে ভালো আছেন। ★আজ আপনাদের messenger এর একটা অটোম্যাটিক বট এর সাথে পরিচয় করিয়ে দিব।
ছোট টিউন বাট অনেক উপকারী।
আমরা ফেসবুকে অনেক সময় অপচয় করে থাকি। সেই সময় আপনারা কাজে লাগাতে পারেন মেসেঞ্জারে এই ইসলামী বট ব্যবহারের মাধ্যমে।
এর নাম Islamic Chat Bot
রোবটটি ব্যাবহার করতে messenger এ গিয়ে Islamic chat bot লিখে সার্চ করুন।
এবার দেখে নিই এতে কি কি ফিচার রয়েছেঃ-
১. নবীজির (সাঃ) জীবনী
এই মেন্যুতে ৫৬ টি পর্বে নবীজি (সাঃ) এর জীবনী পড়তে পারবেন।
২. কথোপকথন
ওহী পেজ থেকে নেওয়া ১৪ টি অসাধারণ গল্প পাবেন এখানে। বিশেষ করে সমসাময়িক বিষয়গুলো কথপকথন এর মাধ্যমে বোঝানো হয়েছে।
৩. প্রবন্ধ
নুমান আলী খানের ১৮ টি লেকচারের নোট আকারে বাংলা অনুবাদ পাবেন এখানে প্রবন্ধ আকারে।
৪. ইসলামিক গল্প
কুরআন ও হাদিস থেকে নেওয়া ১০ টি অসাধরন ইসলামিক গল্প পাবেন এই মেন্যুতে।
৫. গুণাবলী
নবীজির সুন্নাহ ও গুণাবলী সম্পর্কে আমরা কতটুকু জানি। এখান থেকে ৩৩ টি পর্বে ব্লগ আকারে পড়ে নিন নবীজির (সাঃ) গুণাবলী মেসেঞ্জার থেকেই।
৬. ইসলামিক ফটো
আয়াত, হাদিস, উক্তি, দুয়া ও যিকির ক্যাটাগরিতে অসংখ্য ফটো এই মেন্যুতে পাওয়া যাবে। সাথে কিছু দিনের মধ্যেই যুক্ত হতে যাচ্ছে ইসলামিক পেজ আকারে ফটো পাওয়ার ফিচার। এর মানে আপনি বড় বড় ইসলামিক পেজের পোস্ট ফটোগুলো এখন মেসেঞ্জার থেকেই দেখতে ও ডাউনলোড করতে পারবেন।
৭. হাদিস লিখা
এই মেন্যুতে আপনি বিভিন্ন ক্যাটাগরিতে অসংখ্য হাদিস পড়তে পারবেন।
৮. ইসলামিক বই
এখানে আপনি প্রয়োজনীয় কিছু কপিরাইট ফ্রী বই পড়তে ও ডাউনলোড করতে পারবেন। ইচ্ছে করলে ঘুরে আসতে পারবেন তাদের ওয়েবসাইট থেকে।
৯. চ্যাট ফিচার
আপনি রোবটের সাথে কথা বলতে পারবেন অনায়াসে। যেমন ধরেন আপনি হাদিস পড়তে চাচ্ছেন এর জন্য শুধু “হাদিস” লিখে ম্যাসেজ দিন বা আয়াত ফটো দেখতে চাচ্ছেন এর জন্য আয়াত ফটো লিখে ম্যাসেজ দিন তাহলেই ১ সেকেন্ডের মধ্যে আপনার কথার রিপ্লায় দিয়ে দিবে আমাদের আপনার কথার রিপ্লায় দিয়ে দিবে রোবট।
অাশা করছি সবার ভালো লাগবে।
সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর নিয়মিত নামাজ অাদায় করবেন|
অাল্লাহ হাফেজ