ফেসবুকে 2 step verification চালু করছে আপনার ফেসবুক নিরাপত্তার জন্য। এখন এক্সেস নিতে পারছেন না মানে এমন নিরাপত্তা দিয়ে পেলেছেন যে এখন নিজের একাউন্ট এ নিজে ঢুকতে পারছেন এবং আর verify কোড আসতেছে না.
যাদের
প্রথম পর্ব এবং দ্বিতীয় পর্ব এ কাজ হইনি তাড়া এই পর্বের কাজ গুলা সঠিক ভাবে করতে পারেন তা হলে ১০০০% কাজ হবে এবং একাউন্ট এ ঢুকতে পারবেন।
এই সমস্যা হওয়ার মূল কারণ হচ্ছে:
- ফেসবুক এর সমস্যা কারনে।
- আপনার কিছু অল্টাপাল্টা কাজের কারনে।
- verify code লিমিট অভার ইত্যাদি কারনে হয়ে থাকে।
এই সমস্যাই আমি নিজেই পড়েছিলাম এবং সমাধান পেয়েছি।
তো শুরু করা।
এখন আপনাকে 2 step verification সিস্টেমটি ভাঙ্গতে হবে
যে নাম্বারে 2 step verification এর কোড আসতেছে না সেই নাম্বারটা অন্য একটি ফেসবুকে একাউন্ট এ অ্যাড করেন বা ঔ নাম্বারে আর একটা নতুন একাউন্ট খুলেন।
তার পর এখানে ঢুকুন
তার পর এখানে আপনার ফেসবুক একাউন্ট এর নাম্বার দিয়ে Search দিন।
তার পর কোনটি আসোল একাউন্ট তা তে ক্লিক করেন।
তার পর আপনার ফোন নাম্বারে বা gmail এ একটি কোড যাবে তা বসে দিয়ে এখানে ক্লিক করেন।
তার পর নতুন একটি password দিয়ে এখানে ক্লিক করেন।
এখন 2 step verification সিস্টেমটি off হয়ে গিয়েছে।
আমাদের একটি রোমান্টিক বিষয়ক Facebook Group আছে যেখানে সবাই অ্যাড হওয়ার জন্য আমন্ত্রণ করা হলো। সবাই প্লিজ অ্যাড হবেন
আমরা সবাই মিলে করোনা ভাইরাস সংক্রমণ নিয়ন্ত্রণ করি ও সাধারণ সতর্কতা অবলম্বন করি। নিয়মিত হাত ধুই (২০ সেকেন্ড ধরে), হাঁচি-কাশি দেওয়ার সময় মুখ ও নাক ঢেকে রাখি, এবং নিজের ও পরিবারের সুস্থতা নিশ্চিত করতে জনসমাগম এড়িয়ে চলুন; ঘরে থাকুন, নিরাপদে থাকুন