Be a Trainer! Share your knowledge.
Home » Facebook tricks » জরুরী প্রয়োজনে ফেসবুকে মেসেজ দিলেই পাবেন ইমার্জেন্সি মোবাইল রিচার্জ সাপোর্ট !

জরুরী প্রয়োজনে ফেসবুকে মেসেজ দিলেই পাবেন ইমার্জেন্সি মোবাইল রিচার্জ সাপোর্ট !

আসসালামু আলাইকুম।


আশা করি সকলে ভালো আছেন?
আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমি ভালো আছি।
আজ আমি কথা বলবো কি ভাবে জরুরী প্রয়োজনে ফেসবুকে মেসেজ দিলেই পাবেন ইমার্জেন্সি মোবাইল রিচার্জ সাপোর্ট !
তো চলুন শুরু করা যাক —
জরুরী প্রয়োজনে ফেসবুকে মেসেজ দিলেই পাবেন ইমার্জেন্সি মোবাইল রিচার্জ সাপোর্ট !

আমরা প্রায়ই এমন কিছু পরিস্থিতির সম্মুখীন হয়ে যাই, যখন পকেট ভর্তি টাকা থাকলেও মোবাইল রিচার্জ সম্ভব হয় না অথবা বিভিন্ন ধরনের প্রতিবন্ধকতার কারনে মোবাইল রিচার্জ করতে পারি না। জরুরী মূহুর্তে মোবাইলে সামান্য ব্যালেন্স না থাকার কারনে, আমাদেরকে অনেক বড় ক্ষতির সম্মুখীন হতে হয়। সব কিছু হেরে যায়, মাত্র ২ মিনিটের ফোন কলের কাছে!

“মাত্র ২ মিনিট ফোন কলের কাছে” হেরে গিয়ে অনেক বড় ক্ষতির সম্মুখীন হতে হয়েছে, এমন হাজারো উদাহরণ আছে আমাদের জীবনে। এই প্রতিবন্ধকতা থেকে এই সমাজ রক্ষা করতে,

AR Rasel ব্যাক্তিগত উদ্যোগে “Hello Brother” নামক একটা সামাজিক সেবা শুরু করলাম। দিন বা রাত, যেকোন সময়, জরুরী প্রয়োজনে ইমার্জেন্সি সাপোর্ট হিসেবে ২০ থেকে ৩০ টাকা পর্যন্ত মোবাইল রিচার্জ সেবা দিবো।

আমি যেহেতু একজন ছাত্র তাই স্বল্প পরিসরে এই সেবা শুরু করলাম। আমি জানি এই সেবার অপব্যাবহার অনেকেই করবে। খুব সহজেই প্রতারণার শিকার হতে পারি। তাই বিশ্বাসের উপর নির্ভর করে নিজেকে বুঝ দিলাম,

“বিশ্বাসে মিলায় বস্তু, তর্কে বহুদূর”

প্রতারণা থেকে মুক্ত থেকে “Hello Brother” এর কার্যক্রম চালু রাখতে, কিছু নিয়ম রাখলাম।

“Hello Brother” এর পলিসি সমূহ:

➲ যে ফেসবুক আইডি থেকে রিচার্জ রিকুয়েষ্ট মেসেজ আসবে সেই ফেসবুক আইডি অবশ্যই রিয়েল হতে হবে এবং নিজের ছবি থাকতে হবে।

যেসকল আইডিতে সঙ্গত কারনে নিজের পিক দেয়না, সেক্ষেত্রে তার আইডি পর্যালোচনা করে দেখবো। ফেইক মনে হলে হেল্প করা হবে না।

➲ রিচার্জ রিকুয়েষ্ট করে প্রতিবন্ধকতা সম্পর্কে অবশ্যই অবগত করতে হবে।

➲ প্রতিবন্ধকতার সত্যতা যাচাইয়ে “Hello Brother” যেকোন ধরনের তথ্যানুসন্ধান করলে তা অবশ্যই জানাতে হবে।

➲ প্রতিমাসে ১টি ফেসবুক একাউন্ট থেকে সর্বোচ্চ দুইবার এই সেবা গ্রহণ করতে পারবে।

➲ ব্যাক্তির প্রয়োজন অনুসারে ১০ টাকা থেকে সর্বোচ্চ ৩০ টাকা পর্যন্ত ইমার্জেন্সি মোবাইল রিচার্জ সাপোর্ট দেওয়া হবে।

➲ “Hello Brother” সেবার বিশ্বাসকে ব্যাবহার করে প্রতারণা করলে ও প্রতারক প্রমাণ হলে তার বিরুদ্ধে যথাযথ ব্যাবস্থা নেওয়া হবে।
পেইজ লিংক

AR Rasel
আজ এই পর্যন্ত সকলে ভালো থাকুন সুস্থ থাকুন ।
আল্লাহ হাফেজ।

4 years ago (Aug 19, 2020)

About Author (2)

মোহাম্মদ শেখ শাহিনুর রহমান
contributor

লেখক ও সাংবাদিক মোহাম্মদ শেখ শাহিনুর রহমান ১৫ মে কিশোরগঞ্জ এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তার পিতা মোহাম্মদ মরহুম মন্তাজ উদ্দিন ফকির ও মাতা ফাতেমা বেগম। চার ভাইবোনের মধ্যে তিনি চতুর্থ। চৌগাংগা শহীদ স্মৃতি উচ্চ বিদ্যালয় হতে এসএসসি ও বাজিতপুর সরকারি কলেজ হতে এইচএসসি পাস করেন। তিনি জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধ্যয়নরত রয়েছেন । কর্মজীবনে তিনি ২০১৯ সালে আমাদের সমাজ পত্রিকার নির্বাহী সম্পাদক হিসেবে ও একই বছর মার্চ মাসে আইটি আমাদের সমাজ কোম্পানি তে সিনিয়র ওয়েবসাইট, সফটওয়্যার, অ্যাপস ডেভলপার হিসাবে যুক্ত হোন। তিনি ১লা জানুয়ারি ২০২২ সালে মাত্রা বাংলাদেশ কোম্পানির অন্তর্ভুক্ত কবিতা - poem ও বাচিক এ ভয়েজ আর্টিস্ট প্রধান হিসাবে কর্মরত রয়েছেন। তিনি একাধারে কবি, লেখক,সাংবাদিক, প্রোগ্রামার, বাগ হান্টার, সিনিয়র ওয়েবসাইট, সফটওয়্যার, মোবাইল অ্যাপস ডেভলপার, ডিজিটাল ফরেনসিক এক্সপার্ট, ও ইথিক্যাল হ্যাকার। লেখালেখিতে ও তিনি অনন্য ভূমিকা পালন করে এসেছেন। তার প্রথম লেখা কবিতা অপরিচিতা। তার কবিতার শৈলী সাধারণত আধুনিক ও প্রেমিক। তিনি নিজের মনের অনুভূতি, ভালােবাসা, বিরহ, স্বাধীনতা,প্রকৃতি ইত্যাদির উপর কবিতা লিখেন। তার কবিতায় রীতি ও রূপ-এর সাথে রস-ও মিশে থাকে। তার যৌথ লেখা কাব্যগ্রন্থ- আমি কবি, আমার ধুঁসর স্মৃতিপটে তুমি'ই কবিতা, প্রকৃতি,ডায়েরির শেষ পাতা। গল্পগ্রন্থ - অনুভূতির অনুরণন। এছাড়াও তিনি বহু কবিতা, কলাম, লিখে চলছেন ।

Trickbd Official Telegram

27 responses to “জরুরী প্রয়োজনে ফেসবুকে মেসেজ দিলেই পাবেন ইমার্জেন্সি মোবাইল রিচার্জ সাপোর্ট !”

  1. Raton Ahmed Contributor says:

    nice post vai

  2. Tazim Ahmed Contributor says:

    Valo uddeg. But taka Newark por Rin porishodh korbo kivabe?

  3. T4r3Q Contributor says:

    ভাই অনেক খুশি হইছি আপনার এই পোস্ট দেখে, আমি গ্রামের বাড়ি আছি, রিচার্জ এর জন্য অনেক দুরে যাওয়া লাগে। আপনার এই পোস্ট দেখে fb তে মেসেজ দিছি, একটু চেক করেন ভাই কস্ট করে,?
    ধন্যবাদ ❤

  4. H.+M.+Mozammal+Hoque Contributor says:

    Nc bro.
    Egiye jao.
    Asha kori.
    Tumr trust kew vangbena

  5. Akash Ahmed Contributor says:

    Vai apnar uddeg ta onk Valo laglo vai doa roilo agia jan ❤❤❤

  6. SOYEB Author says:

    ভালো উদ্দোগ

  7. S Contributor says:

    neour por ferot neour babosta nai? ar donet sorbo ninmo koto?

  8. Nishat Contributor says:

    Bah vai bah,, khub valo uddog?

  9. Bokul Contributor says:

    এতে আপনাদের লাভ কি?

  10. tanvirtheboss Subscriber says:

    akhon sob mobile a loan newa jai. loan thakte apnar kas theke nebe keno?

Leave a Reply

Switch To Desktop Version