Site icon Trickbd.com

নিজের ফেইসবুক আইডির কোনো ক্ষতি না করে নিয়ে নিন আনলিমিটেড অটো লাইক-রিয়েক্ট; আপনার সাইট লিংক ফেইসবুক থেকে আনব্লক এর আপডেট নিউজ।

আপনি ট্রিকবিডিতে নিয়মিত বা অনিয়মিত যাই হোন না কেন ফেইসবুক আটো লাইক এর ব্যপারে ১০০% পরিচিত আপনি তা হলফ করে বলা যায়।
যা আসলে খানিকটা বিপদজনক কারন এতে আপনার আইডির ক্ষতি হতে পারে কারন আপনাকে আপনার আইডি লগিন করে সেই আইডিতেই লাইক নিতে পারতেন। কিন্তু আজকে দেখবেন ১০০% নতুন উপায়ে অটো লাইক নেবার সিস্টেম। তাহলে দেরি না করে চলুন সুরু করা যাক।

প্রথমে অটো লাইকের অ্যাপ ডাউনলোড করে নিন।

Download App

এবার অ্যাপ ডাউনলোড করে ইন্সটল করার পর নিচের মতো পেইজ আসবে।

এই পেইজ আসলে আপনাকে Login with facebook এ ক্লিক করতে হবে।
এই বাটনে ক্লিক করলে নিচের পেইজের মতো লগিন পেইজ আসবে যেখানে আপনি যেকোনো ফেইক আইডি ব্যবহার করে জাস্ট লগিন করুন। এখানে আইডি ডিজেবল হবার কোনো চান্স থাকে না। কারন আপনাকে কোনো Token জেনারেট করতে হবে না। শুধু ফেইক আইডি দিয়ে লগিন করলেই হবে। ফেইক আইডি ব্যবহার করতে বলছি আপনার সিকিউরিটির জন্যই।

এবার চালিয়ে যান বাটনে ক্লিক করুন।

দেখুন successfully লগিন হয়ে গেছে।

লগিন হয়ে গেলে Custom Link/ID liker এ ক্লিক করবেন। এতে করে আপনি যেকোনো পোস্টে বা পেইজের পোস্টে লাইক নিতে পারবেন।
এবার আপনি যে পোস্টে লাইক নিতে চান সেই পোস্টের লিংক কপি করে নিন এবং নিচের মতো করে বক্সে পেস্ট করে দিন।

এবার ক্যাপচা সমাধান করে Submit করে দিন।
এবার দেখুন সাতগে সাথেই চলে গেছে আমার পোস্টে লাইক। এবং তার নোটিফিকেশন ও উপরে দেখাচ্ছে।

দেখুন আমি এই পোস্টে লাইক নিয়েছিলাম। সিকিউরিটির জন্য পেইজ কন্টেন্ট হাইড করে দিয়েছি।

এই সিস্টেমে আপনি প্রতি ১৫ মিনিট পর পর ১০০ করে লাইক নিতে পারবেন। যদিও বলে ১০০ লাইক দেওয়া হয় তবে ৮০-৯৫ এর মতো লাইক পাবেন প্রতিবার।

আপনার সাইটের URL যদি কোনো কারনে ফেইসবুক ব্লক করে দেয় তাহলে তা আনব্লক করার জন্য আপনি Ruhul Amin Durhoy ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারেন। উনি আমার সাইট ফেইসবুক থেকে আনব্লক করে দিয়েছে।

আমি ফেইসবুকে Rayhan Hosen Refat

Exit mobile version