Site icon Trickbd.com

[HOT] খুব সহযেই HIDE করে ফেলুন আপনার ফেসবুক আইডির লিংক ? | আপনার আইডিতে ডুকলে আপনার পেজে রিডাইরেক্ট হবে?

Unnamed

আজ আমি দেখাবো কিভাবে আপনারা আপনার ফেসবুক আইডির URL HIDE করবেন । HIDE বলতে এমন না যে কেউ আপনার আইডির ইউজারনেম দেখতে পারবেনা ? HIDE বলতে বুঝিয়েছি কেউ আপনার আইডিতে ডুকতে পারবেনা । মানে আপনার আইডির লিংকে কেউ ডুকলে সে আপনার আইডির পরিবর্তে আপনার পেজে চলে যাবে ?

যারা ইতিমধ্যে এটা জানেন তারা পোষ্ট ইগনোর করুন ??

✌——————————————————————————-✌

জেনে রাখুন
এটা প্রথমবারেই কার্যকর হবেনা। অবশ্যই কয়েকবার ট্রাই করার পর কাজ করবে।
এইটা করলে আপনার আইডি ডিজেবল হলেও হতে পারে, যদিওবা আমার হয়নি। বাট আপনার আইডি ডিজেবল হলে আমি দায়ি থাকবোনা ?
এই ট্রিক কতোদিন কাজ করবে তারও কোনো গ্যারান্টি নাই, আজ করবে, কাল নাও করতে পারে, সো কারো যদি পরবর্তীতে কাজ না করে তাহলে চুপচাপ চলে যাবেন ?

কাজটি করতে হলে আমাদের 3 টি অ্যাপের প্রয়োজন। 


## সবার প্রথমেই FLOATING অ্যাপ অপেন করুন এবং নিচের স্কিন শর্ট ফলো করুন। { APPS => APPLICATION => BROWSER }



## অবশ্যই ব্রাউজারে লগিন করতে হবে। আপনি চাইলে BROWSER না দিয়ে LITE বা অন্য গুলাও দিতে পারেন। বাট ফোনের স্পেস বেশি খেয়ে নিবে ?

## এখন ইউজারনেম চেন্জের কোনো অপশন আসবেনা। সো মেসেন্জার অপেন করুন & ইউজারনেম ইডিটে গিয়ে ইউজারনেমের শেষে যাস্ট একটা ডট লাগাই দিয়ে সেবে ক্লিক করেন ১/২বার। তারপর ব্রাউজার রিফ্রেশ করুন তাহলে ইডিট অপশন পেয়ে যাবেন।




## তারপর,

## তারপর যেকোনো একটা ইউজারনেম দিয়ে চ্যাক Availability তে ক্লিক করুন। Available যদি শো করে তারপর Facebook App & Floating App Browser দু জাগাইতেই সেম টাইমে একসাথে OK/SAVE ইউজারনেমে ক্লিক করে সেব করে দিবেন।


## ব্যাস, এহন দেহেন মোর পেজ & প্রোফাইলের ইউজার নেম সেম হয়া গেছে ? 






# নোট : ইউজারনেম সেম হবার কারনে, কেউ যদি আপনার আইডির লিংক কপি করে কাউকে সেন্ড করে সেক্ষেত্রে সে যখন এই লিংকে ক্লিক করবে তখন সে আপনার আইডির পরিবর্তে আপনার পেজে চলে যাবে ? তবে প্রথমবারেই যে এটা হয়ে যাবে এমন না।হয়তোবা প্রথমবার সেব হবার পর আপনার পেজে রিডাইরেক্ট হবেনা বাট সেম ইউজারনেম থাকবে, যদি এমন হয় তাহলে আবার কয়েকঘন্ঠা পর ট্রাই করবেন হয়ে যাবে। ?

তো এই ছিলো আজকের পোষ্ট। আশা করি সবাই বুঝতে পেরেছেন। সো ভালো থাকুন, সুস্থ থাকুন এবং ট্রিকবিডির সাথেই থাকুন ?


VIDEO TUTORIAL

কিছু সমস্যার কারনে ভিডিওটি ইউটিউবে আপলোড করা হয়নি। যদি কারো ভিডিও টিউটোরিয়াল দরকার হয় তাহলে এই লিংকে গিয়ে ভিডিওটি দেখে নিতে পারেন ✌ ভিডিওটি ফেসবুক পেজে আপলোড করেছি। সো ইম্ভেড করতে পারিনি তাই লিংক দিয়ে দিসি ভিডিওর ? [ ভিডিও টিউটোরিয়াল ]


যেকোনো সহযোগিতা পেতে