Site icon Trickbd.com

আপনার ফেসবুকে Gmail এড করেছেন। কিন্তু এখন ফেসবুকের যাবতীয় নটিফিকেশন দিয়ে জিমেইল ভরপুর। দেখুন কিভাবে জিমেইলে ফেসবুকের নটিফিকেশন অসা বন্ধ করবেন।[Java+Androyed]

Unnamed

প্রিয় ট্রিকবিডি বাসী
আসসালামু আলাইকুম

আশা করি সকলে ভালো
আছেন।
আল্লহর রহমতে আমিও ভালো আছি।

ট্রিকবিডির আজকের এই
পোষ্টে সকলকে স্বাগতম।

তো বন্ধুরা শুরু করা যাক

প্রিয় বন্ধুরা আজকে কি নিয়ে আলোচনা করব তা বুঝতেই পারছেন…
আমরা প্রত্যেকেই ফেসবুকে আমাদের জিমেইল এড করে থাকি। কিন্তু কোনো এক সেটিং এর কারনে আমাদের জিমেইলে ফেসবুকের নটিফিকেশন দিয়ে ভরপুর হয়। আর আমাদের গুরুত্বপূর্ণ মেইল গুলো নিচে পরে যায়। এতে আমাদের অনেক অসুবিধা হয়।


তো বন্ধুরা আজকে আমি দেখাবো কিভাবে এই ফেসবুকের সব নটিফিকেশন জিমেইলে আসা বন্ধ করবেন….

নিচের স্ক্রিনশটগুলো দেখুন

প্রথমে আপনার ফেসবুক আইডিতে ঢুকে
Setting & Privacy অপশনে ঢুকুন

তারপর এখানে একটা অপশন
Notification Setting
এটাতে ঢুকুন

এখানে Email নামের অপশনটাতে ঢুকুন

এখন এখানে ৩টা অপশন আপনি দেখতে পাবেন…
> প্রথম অপশন টা সিলেক্ট করলে ফেসবুকের সব নটিফিকেশন আপনার জিমেইল এ যাবে।

>দ্বিতীয় অপশন টা সিলেক্ট করলে আপনি ফেসবুকে যখন একটিভ থাকবেন না তখন ঐ সময়ের যাবতীয় নটিফিকেশন আরনার জিমেইলে যাবে।

> তৃতীয় অপশন টা আপনি সিলেক্ট করবেন তাহলে আর অন্য নটিফিকেশন যাবে না। তখন আপনার জিমেইলে শুধু আপনার ফেসবুক আইডির প্রাইভেসি ও সিকিউরিটি সংক্রান্ত নটিফিকেশন যাবে।
তাহলে আর সব গুরুত্বপূর্ণ নটিফিকেশন খুজতে হবে না

সিলেক্ট করে Save অপশনে ক্লিক করুন ।কাজ শেষ

বন্ধুরা আশাকরি পোষ্ট টি ভালো লাগবে…
ভালো লাগলে লাইক করবেন
আর কমেন্টে করে আপনার মতামত জানাবেন

ভালো থাকবে সুস্থ থাকবেন

আর ততক্ষনে সবসময়

করে ট্রিকবিডির সাথে
থাকবেন
…ধন্যবাদ…
।।
।।
যে কোনো প্রয়োজনে আমার
Facebook ID