Site icon Trickbd.com

Facebook গ্রুপে লেনদেন করতে গিয়ে প্রতারিতো হচ্ছেন? দেখে নিন সমাধান

আমরা অনেকেই ফেসবুকে বিভিন্ন সময় নানা রকম কেনাবেচা করতে গিয়ে প্রতারিতো হই। আজ সকালেও ট্রিকবিডিতে এমনই একটি পোস্ট দেখেছি।

অনলাইনে যারা ডলার লেনদেন করেন ও যাদের Buy&Sell গ্রুপ আছে তারা এখনি সাবধান হোন। কিছু গুরুত্বপূর্ণ পদক্ষেপ বাচাতে পারে প্রতারকের ফাঁদ থেকে।

তাই কিভাবে এরকম প্রতারণার হাত থেকে বাচবেন সেটারই একটা সমাধান আমি আপনাদের দেবো।

আমাদের Zorex Zone নামের একটা গ্রুপ আছে ফেসবুকে, সে গ্রুপে বলতে পারেন আগে প্রতারকে ভরা ছিলো। গ্রুপটা মাত্র এগিয়ে যাচ্ছিলো এমন সময় দেখি মানুষ গ্রুপে বিভিন্ন জিনিস বেচা কেনা করছে, এবং প্রতারণার স্বীকার হচ্ছে। অতপর নিজেরা মারামারি কাটাকাটি করে গ্রুপ এবং গ্রুপের Admin এর উপর রাগ ঝাড়ে। সমস্যাটা বেশ গুরুতর হয়ে উঠেছিলো, তখন অবশেষে একটা সমাধান বের করলাম।

সহজ সমাধান:
সমাধানটা অনেক সিম্পল, সেটা হলো গ্রুপের বিশ্বস্হ কোন এডমিন মোডারেটরকে দিয়ে ডিল করানো। মানে আপনি যে গ্রুপে বেচাকেনা করবেন,  সে গ্রুপের এডমিন বা মোডারেটর এখানে তৃতীয় ব্যক্তি হিসেবে কাজ করবে। এখানে যার সাহায্যে ডিল করবেন তাকে সামন্য কিছু পারিশ্রমিক দিতে হয়। এই সমাধানটির নাম এডমিন ডিল।  আমার পরামর্শ থাকবে আপনাদের গ্রুপগুলোতে বেচাকেনার ক্ষেত্রে এই সিস্টেমটা ব্যবহার করার। এতে প্রতারণার সুযোগ থাকেনা বললেই চলে

আমার এটা বলার উদ্দেশ্য হলো যাতে আপনার নিজেদের গ্রুপে এই নিয়মটির প্রয়োগ করে প্রতারণা কমাতে পারেন।

পদ্ধতি:
প্রথমে ক্রেতা এবং বিক্রেতা এডমিন/মোডারেটরকে নিয়ে একটা চ্যাট গ্রুপ করা হবে।
1. প্রথমে যে কিনবেন, সে খরচসহ এডমিনের বিকাশে টাকা পাঠাবেন,
2. তারপর এডমিন টাকা কনফার্ম করলে, Seller প্রোডাক্টটা বুঝিয়ে দেবেন Buyer বা ক্রেতা কে।

3. তখন ক্রেতা যখন তার্ প্রডাক্টটি ঠিকমতো বুঝে পাবেন, তখন এডমিন টাকাটা পাঠিয়ে দেবেন Seller কে।

এডমিন ডিলে খরচ কি?

খরচ হলো বিকাশে টাকা পাঠাতে যে পরিমাণ খরচ হয় সেটা এবং যার সাহায্যে আপনারা ডিলটা করবেন তাকে পেমেন্ট হিসেবে কিছু টাকা দেয়া। কারণ উনি এখানে তার সময় ব্যায় করে আপনাদের ডিল করে দিচ্ছেন। কত খরচ নির্ধারণ করবেন তা গ্রুপের এডমিন মেম্বারদের সাথে মিলে ডিসাইড করবেন। কারণ ফেসবুকের একেক Buy Sell গ্রুপ একেকরকম

টাকা কেন নেয়া হয়?
নিজের অভিজ্ঞতা থেকে বলি,  আমাদের গ্রুপে প্রথমদিকে এডমিন ডিল ফ্রি ছিলো,
আমি একজন Web Developer এবং প্রোগ্রামার, তাই গ্রুপে ঠিকমতো সময় দিতে পারি না।

গ্রুপের এক মোডারেটর এর হাতে দায়িত্ব বুঝিয়ে দিয়ে আমি বেশ কিছুদিন ফেসবুকের বাইরে কাজে ব্যস্ত ছিলাম, এসে শুনি উনি এডমিন ডিলে টাকা নেয়া শুরু করেছেন, প্রথমে বিষয়টা পাত্বা দেইনি কারণ যেহেতু এ কাজে সময় ও শ্রম দিতে হচ্ছে তার, তাই অল্প টাকা নিলে সমস্যা নেই।

পরবর্তিতে গ্রুপে বলে দিই যার খুশি হয়ে যত দেয়ার ইচ্ছা সে তত দিতে পারে এডমিন ডিলের খরচ।
কিছুদিন পরে শুনি উনি ১০০০ এ ১০০ টাকা করে থরচ নেয়া শুরু করেছেন।
তো এটা নিয়ে পরবর্তিতে অনেক ঝামেলা হলো, তাই আমি গ্রুপের সকলের পরামর্শ নিয়ে এডমিন ডিলের খরচটা Fix করে দিই। যাতে ক্রেতা বা মোডারেটর কাউকেই ঝামেলা পোহাতে না হয়।

আপনাদের যাদের নিজস্ব Buy Sell এর গ্রুপ আছে তারা আগেই নিজেদের গ্রুপের এ খরচটি Fix করে নেবেন, এতে আমার মতো ঝামেলাতে পড়তে হবে না।

Admin Deal এর কারণে প্রতারক লোকেদের অবস্হা:
নিচের ছবিতে দেখেন, একজন প্রতারককে যখন admin deal করতে বলা হয় তখন সে কি বলে (স্ক্রিনশটটি আমার গ্রুপের থেকে নেয়া, একজন মেম্বার পোস্ট করেছিলেন)

এরকম আরো অনেক ঘটনা আছে। যদি দেখেন কাউকে এডমিন ডিলের কথা বললে করতে চাচ্ছে না, তাহলে বুঝবেন লোকটার মতলব ভালো না।

যা হোক, অবশ্যই যাচাই করে বিশ্বস্হ Admin Moderator দের সাথে ডিল করবেন, কারণ অনেক সময় বাটপাররাও তাদের নিজেদের গ্রুপ খুলে বসে থাকতে পারে।

প্রতারণার মূল কারণ হলো আজকালকার Young Generation এর মধ্যে নৈতিকতার অভাব, ছোট থেকে অনেককেই তার পরিবার কিছু শেখায় না কিংবা বাজে বন্ধুদের সাথে মিশে টাকা আনার চেষ্টা করে।
জ্ঞান কম থাকাতে তারা কখনো চিন্তা করে না একবার পুলিশে ধরলে তার এবং তার পরিবারের কি হবে।

আরেকটা গুরুত্বপূর্ণ বিষয়:
আমাদের গ্রুপে বর্তমানে সকল প্রকার ফেসবুক আইডি বেচাকেনা শক্তভাবে নিষেধ করে দিয়েছি। কারণ কি জানেন?
বেশিরভা্গ old আইডিই হলো হ্যাক করা, তারউপর অনেকে Follower বেশি আইডিও হ্যাক করে বিক্রি করে।

এখন যে অন্যের একাউন্ট চুরি করে বেচতে পারে, তার কাছ থেকে নৈতিকতা কিভাবে আশা করেন আপনি?

আর যদি কোনভাবে একজন হ্যাকারকে পুলিশ ধরতে পারে, তবে আপনাকেউ গ্রুপের এডমিন হিসেবে ঝামেলা পোহাতে হবে, যেহেতু আইডি বেচাকেনা আপনার গ্রুপে হয়েছে। তাছাড়া এটা সম্পূর্ণ অবৈধ কাজ।
তাই সময় থাকতে সাবধান হউন।

আশা করবো আপনাদের যাদের নিজস্ব গ্রুপ আছে তারাও এই ব্যবস্হাটি অবলম্বন করবেন। বিপদ বলে আসে না।

আমার অন্য কয়েকটা পোস্ট দেখে আসতে পারেন।

{ZorexEye} হ্যাকারদের জন্য নতুন এক সার্চ ইন্জিন, যেখানে মাত্র একবার সার্চ করেই পেয়ে যাবেন কাঙ্খিতো ফলাফল

{ZorexEye -1} ছবি আপলোডের মাধ্যমে সার্চ করুন, Hacker দের মতো বের করুন ছবির গোপন তথ্য!