Site icon Trickbd.com

Facebook Messenger এ অন্যের পাঠানো মেসেজ ডিলিট করে দিলে আবার Back এনে মেসেজ দেখে নিন

Unnamed

আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন…..? আশা করি সবাই ভালো আছেন । আমি আল্লাহর রহমতে ভালোই আছি ।আসলে কেউ ভালো না থাকলে TrickBD তে ভিজিট করেনা ।তাই আপনাকে TrickBD তে আসার জন্য ধন্যবাদ ।ভালো কিছু জানতে সবাই TrickBD এর সাথেই থাকুন ।

ডিলিট করা মেসেজ দেখতে পারবেন

এমন কোন ব্যক্তি নেই যে সে Facebook, Messenger ব্যবহার করে না। আমরা কিন্তু প্রত্যেকে Facebook, Messenger ব্যবহার করে থাকি।তো আপনি যদি Facebook Messenger ব্যবহার করে থাকেন তাহলে আমি মনে করবো যে আজকের এই আর্টিকেলটি আপনার জন্য খুবি গুরুত্বপূর্ণ।

কারণ আজকের এই আর্টিকেলটি পড়ার পর কিন্তু আপনি Messenger এর একটি গোপন কাজ শিখতে পারবেন। যে কাজটি শেখার পর কিন্তু আপনি সবাইকে অবাক করতে পারবেন। এমনকি সবাই আপনাকে Messenger এর মাস্টার বলে ডাকবে।

তো আমরা যখন Messenger ব্যবহার করি চেটিং করে থাকি তখন দেখবেন যে অনেকেই কিন্তু আমাদের কে Sms সেন্ড করার পর আবার ডিলিট করে দেয়। যেটি হতে পারে কোন Sms, ফটো, ভিডিও সেন্ড করে ডিলিট করে দেয় সেটি কিন্তু আমরা আর দেখতে পরিনা। এবং সেখানে লেখা থাকে যে sms টি ডিলিট করা হয়েছে।

সে ক্ষেত্রে আমরা কিন্তু আমরা আর sms টি দেখতে পারি না। কিন্তু আজকের এই আর্টিকেলটি পড়ার পর কিন্তু আপনি এ সমস্ত ডিলিট করা Sms দেখতে পারবেন সে কি Sms পাঠিয়েছে তা কিন্তু খুব সহজে দেখতে পারবেন । এটি কিন্তু messenger এর সম্পন্ন নতুন সেটিংস এখনো পর্যন্ত অনেকেই জানেনা।

তো এখন আমি দেখিয়ে দেব কিভাবে আপনার Messenger এর ডিলিট করা Sms দেখবেন। এটি করার জন্য আপনাকে একটি অ্যাপ ডাউনলোড করতে হবে। অ্যাপটির ডাউনলোড লিংক দিয়ে দিচ্ছি Unseen Messenger তো ডাউনলোড হয়ে গেলে Open করুন।

এখানে টিক চিহ্ন দিয়ে Continue এ ক্লিক করবেন

এখানে Enable Permission এ ক্লিক করবেন।

এখানে Unseen Messenger এ ক্লিক করে on করে দিন।তারপর আপনি Back চলে আসবে।

এখানে Continue এ ক্লিক করবেন।

এখানে Enable Permission এ ক্লিক করবেন।

এখানে যতবার Allow চাইবে Allow করে দিবেন।

এখানে Continue এ ক্লিক করবেন।

এখানে কিছুক্ষণ অপেক্ষা করুন মোবাইলের সব Apps গুলো দেখাবে।

এখান Messenger এর উপর টিক চিহ্ন দিয়ে Continue এ ক্লিক করবেন।

এখন আপনার এই Appটি আপনার মোবাইলে Active হয়ে গেছে।

এখন আপনি আপনার মোবাইলের Messenger এ চলে আসবেন।

আমি আপনাদের দেখানো জন্য আরেকটি মোবাইল নিলাম। সেই মোবাইল দিয়ে আমি আমার মোবাইলে Sms দিব।

সেই মোবাইল দিয়ে আমি একটি Sms আমি আমার মোবাইলে Send করলাম।

দেখেন Send হয়ে গেছে।

এখন দেখেন আমার মোবাইলেও Sms টি চলে এসেছে।

আমি এখন সেই মোবাইল থেকে Sms টি ডিলিট করে দিলাম।

দেখেন আমার মোবাইলে Sms টি আর দেখাচ্ছে না।

এখন আমি Sms টি দেখার জন্য প্রথমে ডাউনলোড করা অ্যাপটিকে open করলাম।

open করার পর Message এ ক্লিক করবেন।

এখানে ক্লিক করবেন।

এখানে দেখেন সেই মোবাইল দিয়ে যা লিখে send করে ছিলাম তা এখানে দেখাচ্ছে।

আশা করি সবাই সবকিছু বুঝতে পেরেছেন। কোথাও সমস্যা হলে কমেন্ট করে জানাবেন অথবা ফেসবুকে জানাতে পারেন ফেসবুকে আমি

Exit mobile version