Site icon Trickbd.com

আপনার ফেসবুক আইডিতে যেকোনো ছবি ফেসবুকে‌ 3D Photo Post করুন খুব সহজেই।

Unnamed

আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন…..? আশা করি সবাই ভালো আছেন । আমি আল্লাহর রহমতে ভালোই আছি ।আসলে কেউ ভালো না থাকলে TrickBD তে ভিজিট করেনা ।তাই আপনাকে TrickBD তে আসার জন্য ধন্যবাদ ।ভালো কিছু জানতে সবাই TrickBD এর সাথেই থাকুন ।

ফেসবুকে‌ 3D Photo Post করুন

আমরা কিন্তু প্রায় প্রত্যেকেই ফেসবুক ব্যবহার করে থাকি। ফেসবুকের মধ্যে কিন্তু একটি জিনিস ভাইরাল চলছে। আমরা যখন ফেসবুক Open করি তখন দেখবেন যে ফেসবুকের মধ্যে অনেক ছবি আমাদের সামনে আসে এবং সেই ছবিগুলো কিন্তু 3D আকারে দেখার এবং আমরা কিন্তু দেখে অবাক হয়ে যাই।

আমরা কিন্তু ভাবি যে কিভাবে এই ছবি গুলো 3D আকারে সেট করা হয়েছে। আমরা অনেক চেষ্টা করার কিন্তু কখনো 3D আকারে ছবি সেট করতে পারিনা। তো বন্ধুরা আজকের এই আর্টিকেলে সহজেই দেখিয়ে দেব যে কিভাবে আপনারা আপনার ছবি বা যেকোনো ছবিকে কিভাবে 3D আকারে পোস্ট করবেন।

এর জন্য আপনাকে কেন অ্যাপস ডাউনলোড করতে হবে না। মূলত এটি ফেসবুকে নতুন সেটিংস। যায় মাধ্যমে আপনি খুব সহজে 3D আকারে ফেসবুকে সেট করতে পারবেন এবং আপনার বন্ধুরা দেখে কিন্তু অবাক হয়ে যাবে।

তারা মনে করবে যে কিভাবে আপনার ছবি 3D আকারে সেট করেছেন। আপনার কাছে বারবার জিজ্ঞেসা করবে তারা তাদের ছবি গুলোকে এভাবে করার জন্য। কিভাবে আপনার ছবিকে 3D আকারে ফেসবুকে পোস্ট করবেন জানতে হলে আর্টিকেলটি সম্পন্ন পড়ুন।

এখন আমি দেখিয়ে দেব যে কিভাবে আপনারা ফেসবুকের মধ্যে আপনার বা যেকোনো ছবিকে 3D আকারে পোস্ট করতে পারবেন এর জন্য আপনাকে প্রথমতো যে কাজটি করতে হবে সেটা হলো আপনি আপনার মোবাইল Facebook App টাকে update করে নিবেন।Update করার লিংক Facebook

Update করার পর এখন আপনি ফেসবুকটি open করবেন।

এখানে আপনি Photo তে ক্লিক করবেন।

এখন থেকে আপনার ইচ্ছে মতো ছবি Select করবেন। এবং Next এ ক্লিক করবেন।

তারপর এখানে দেখবেন Make 3D এখানে ক্লিক করবেন।

এখন মোবাইলটা একটু নাড়াচাড়া করবেন দেখবেন যে ছবিটি নাড়াচাড়া করছে তার মানে 3D ছবি তৈরি হয়ে গেছে।

তারপর পোস্ট করার জন্য পোস্টে ক্লিক করবেন।

তারপর দেখেন ফেসবুক পোস্ট হয়ে গেছে।

আপনার যদি আর্টিকেলে বুঝতে সমস্যা হয় তাহলে আপনি ভিডিও দেখতে পারেন

আশা করি সবাই সবকিছু বুঝতে পেরেছেন। কোথাও সমস্যা হলে কমেন্ট করে জানাবেন অথবা ফেসবুকে জানাতে পারেন ফেসবুকে আমি

Exit mobile version