Site icon Trickbd.com

ফেসবুক পেজকে প্রফাইলের মত বানান ২ মিনিটে | ফেসবুক পেজ নতুন ভার্সনে কনভার্ট করুন

Unnamed

আসসালামু আলাইকুম আসা করি সবাই ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় ভালই আছি। আজ আপনাদের সাথে সেয়ার করব ফেসবুক পেজ কিভাবে নতুন পেজে কনভার্ট বা আপডেট করবেন সেই ব্যাপারে। চলেন সরাসরি কাছে লেগে পড়ি।

ফেসবুক পেজ নতুন ভার্সনের সুবিধাঃ


ভাইজান শুবিধা বলতে প্রথম আমার কাছে যা ভাল্লাগছে তা হল লুক। দেখতে ফেসবুক প্রফাইলেত মত এবং খুবই সিম্পল। এছারাও আপনি নতুন ভার্সনে গেলে আপনার পেজেত রিচ অনেজ বারবে। আর একজন ক্রিয়েটরের কাছে এটি সব থেকে বেশি গুরুত্বপূর্ণ। তবে দুঃখের বিষয় হল আমার পেজটি এখনো নতুন ভার্শনে নিতে পারিনি। কেন সেটি আপনাদেরকেও বলব।

যে সব পেজ নতুন ভার্শন করা যাবে নাঃ

১. অতিরিক্ত কপি পোস্ট মানে অন্যের ভিডিও নিজের পেজে আপলোড দেয়া।

২. আপনার আইডিতে কোন পেমেন্ট আইডি এড থাকলে এবং তা ডিজেবল থাকলে।

যদি এই সমস্যা গুলো থাকে সমাধান জরার চেস্টা করবেন।

কিভাবে পুরানো পেজ নতুন পেজে কনভার্ট করবেন?

১. প্রথমে আপনি যদি মোবাইল ইউজার হয়ে থাকেন নিচের লিংকটি কপি করুন এবং Your page id এর যায়গাতে আপনার পেজের আইডি বা ইউজারনেম দিন?

www.facebook.com/ YourPageId/?modal=page_transition_flow&notif_id&notif_t=aymt_entry_to_profile_plus_onboarding_tip_notif&ref=notif

২. এবার যে কোন একটি ব্রাউজারে গিয়ে রিকুয়েষ্ট ডেস্কটপ সাইট করে নিন। তারপর আপনার ফেসবুক আইডি লগিন করুন

৩. এবার কপি করা লিংকটা আপনার ব্রাউজারের এড্রেস বারে পেস্ট করুন।

দেখবেন এমন আসবে স্ক্রিনশট এর মত করুন এবার –

ব্যাস কাজ শেষ এবং কম্পিউটার ইউজাররা সরাসরি লিংকটি কপি করে ব্রাউজারে পেস্ট করে Your page id এর যায়গাতে আপনার পেজের আইডি বা ইউজার নেম দিয়ে ভিজিট করুন

পেজ আইডি কিভাবে পাবেন?

১. আপনার পেজের প্রফাইলে গিয়ে এড্রেস বারে facebook.com/ এর পরে আপনার পেজ আইডি।

২. আপনার পেজে গিয়ে এবাউটে চলে যান তারপরনিচে দেখুন পেজ আইডি লেখা আছে।

আমার ওয়েবসাইট –

www.mohinbd24.com

www.cuteboynames.xyz

ভালো লাগবে অবশ্যই আমার ওয়েবসাইট দুটিতে ঘুরে আসবেন।