Site icon Trickbd.com

নিজেই তৈরি করুন নিজের ফেসবুক ফীচার্ড ফটো খুব সহজেই (Create your Own Facebook Featured Photo)

Unnamed

আস্সালামুআলাইকুম। 🙂

আশা করি সবাই ভালো আছেন। যদিও সময়টা ভালো যাচ্ছে না, তবুও আল্লাহ তায়ালার কাছে এটাই চাওয়া সবাই যেন সুস্থ এবং নিরাপদে থাকে এই মহামারী থেকে।

তো মূল পোস্টে আসা যাক। আমি যে পোস্ট করতে চলেছি এটা বেশিরভাগ মানুষই হয়তো যানে। তবে অনেকেই নিজেই নিজের ফেসবুক ফীচার্ড ফটো তৈরি করতে পারে না, তার মূল কারন মাপমতো ফটো CROP করার একটা ঝামেলা থাকে। ?

তাই বেশির ভাগ মানুষ ইন্টারনেট থেকে সংগ্রহ করে Facebook Featured Photo প্রোফাইলে যোগ করে। ?

তবে আমি দেখাবো কিভাবে সব থেকে সহজে নিজের ফটো মাপমতো ক্রপ করে আপলোড দিবেন ফীচার্ড ফটোতে।?

সর্বপ্রথম ফটো পছন্দ করুন । তবে হ্যা অবশ্যই দেখবেন ফটো যেনো Square (বর্গাকার) হয় অর্থাৎ Ratio 1:1 হয় । ?

যেমন আমি এটা নিলাম ::

এরপর Google Play Store তে যান এবং এই সফটওয়্যার টি ইন্সটল দিন। ? ( https://play.google.com/store/apps/details?id=mws.photography.ninecutsquaregrid.forinstagram )

এরপর ওপেন করে Grid Select করুন :

তারপর (৩ x ৩) বা (3 x 3) সিলেক্ট করে CROP করুন এবং সেভ করুন।

এরপর আপনার ফেসবুক প্রোফাইলে চলে যান এবং এই অপশনে যান। ?

এবার Featured Photo Select করতে হবে তবে তার আগে Chrome এর Desktop Mode অন করুন। ?️

অতঃপর আপনার ৯ টি ফটো সিলেক্ট করুন। Note : ((যদি ফটো শো না করে তবে Only Me Privacy করে ৯ টি ফটো আগেই আপলোড দিয়ে নিবেন।))

ব্যাস হয়ে গেলো। 🙂

আশা করি অনেকের উপকারে আসবে। ?

তো আজ আর নয়, দেখা হবে অন্য কোনোদিন, অন্যকোনো পোস্টে।?

Facebook/Twitter/Instagram/Linkedin/(Iamsagorsrk)

Messenger : Text Me On Facebook Messenger

Telegram : Text Me On Telegram Messenger

পোস্ট সম্পর্কে মতামত কমেন্টে জানালে খুব খুশি হবো

🙂