Site icon Trickbd.com

কি কি যোগ্যতা প্রয়োজন ফেসবুক ব্লু টিক মার্ক পেতে? লাইক এবং ফলোয়ার ছাড়াই কিভাবে ব্লু ব্যাজ পাওয়া যায়?

Unnamed

আমাদের কারই বা ইচ্ছা করে না নিজের প্রফাইল বা পেইজে ব্লু টিক মার্ক পেতে? এমন প্রশ্ন করা হলে সবার উত্তরই হ্যা হবে। কিন্তু এটার যেমন চাহিদা তেমনই প্রয়োজন কঠিন সর্ত মানা। যেখানে আপনাকে সমাজে সুপরিচিত কোনো ব্যাক্তি হতে হবে৷ যাকে একটা কমিউনিটি চিনে বা তার সম্পর্কিত অনেক তথ্য জানার জন্য সার্চ করে বা তাকে অনুসরণ করতে চায়৷ (কিন্তু ফেসবুক সেলিব্রিটি নয়! বাস্তব জীবনের সেলিব্রিটি হতে হবে) এছাড়াও নিচের কয়েকটি সর্ত তুলে ধরা হল।

১. পরিচিত কোনো ইউনিক রিয়েল ব্র্যান্ড
২. সরকারি প্রতিষ্ঠান কর্তৃক অনুমোদিত বা রেজিস্টার্ড কোম্পানি
৩. সরকারি ট্যাক্স দাতা হতে হবে প্রতিষ্ঠানটিকে
ব্যাক্তির ক্ষেত্রে তার প্রোফাইল বা পেইজে তার সম্পর্কে সম্পূর্ণ তথ্য থাকতে হবে।

কিন্তু সবার একটা প্রশ্ন হচ্ছে ভাই ইদানীং দেখা যাচ্ছে অনেকের পেজ বা প্রফাইলে ব্লু টিক মার্ক । যেখানে পেজে লাইক মাত্র ৫০০-৬০০ বা প্রফাইলে ফলোয়ার সংখ্যাও কম তারাও কিভাবে ব্লু ব্যাজ পেল?

শুনুন ভাই ব্লু ব্যাজের জন্য লাইক বা ফলোয়ার গুরুত্বপূর্ণ নয়। বরং আপনার নিজের পেশাকেই বেশি গুরুত্ব দেয়া হয়।

এখন আপনি ভাবতে পারেন যারা এত কম লাইক নিয়ে ব্লু ব্যাজ পেয়েছে তারা এমন কি? আমি এবেপারে দেখলাম যে তারা অনেকেই স্পটিফাইয়ের ভেরিফাইড আর্টিস্ট যে কারনে তারা ফেসবুকে সহজেই একজন আর্টিস্ট হিসেবে ব্লু ব্যাজ পাচ্ছে। এবং এই ব্লু ব্যাজের জন্য এপ্লাই করার আগে তাদের পুরো তথ্য উইকিপিডিয়া সহ বিভিন্ন নিউজ পোর্টালে সেয়ার করা হয়েছে। এবং এসব দিক দেখেই তাদের ব্লু ব্যাজ দেয়া হয়েছে ফেসবুক থেকে।

এখন আপনার যদি মনে হয় আপনি ব্লু ব্যাজ পাওয়ার যোগ্য তাহলে নিচের লিংকে গিয়ে ফেসবুক ব্লু ব্যাজের জন্য আবেদন করতে পারেন।

ফেসবুক ব্লু ব্যাজের জন্য আবেদন লিংক

আমার ওয়েবসাইট – bloodforlife.net

আমার ফেসবুক গ্রুপ – fb group

পরবর্তী পোস্টে দেখাবো কিভাবে সম্পুর্ন সঠিক ভাবে ফেসবুক ব্লু ব্যাজের জিন্য আবেদন করবেন। ধধন্যবাদ সবাইকে।