আপনার ফেসবুক আইডির রিপোর্ট অপশন হাইড করুন!

আজ আমি দেখাবো কিভাবে আপনার ফেসবুক আইডির রিপোর্ট অপশন হাইড করবেন।
রিপোর্ট অপশন হাইড করলে আপনার আইডিতে কেউ রিপোর্ট করতে পারবে না। যার ফলে আপনার আইডি ডিজেবল,লক,ব্লকের হাত থেকে বেঁচে যাবে। তো চলুন শুরু করি

১ম ধাপঃ প্রথমে আপনাকে যা করতে হবে তা হল আপনার ফোন থেকে যে কোনো ব্রাউজার ওপেন করবেন।

 

২য় ধাপঃ তারপর ফেসবুকে Setting অপশনে যাবেন।

 

৩য় ধাপঃ এরপর আপনারা দেখবেন Profile Privacy বলে একটা অপশন আছে।

Profile Privacy এ গিয়ে দেখবেন যে who can send you friend requests বলে একটা অপশন আছে। ওখানে আপনি friends of friends করে দেবেন।

৪র্থ ধাপঃ তারপর একবারে নিচে চলে যাবেন গিয়ে দেখবেন
Do you want search engines in outside of Facebook to link to your profile লিখা আছে। এখানে Yes থাকলে No করে দিবেন।

৫ম ধাপঃ এবার আপনার প্রোফাইলে যান তারপর নিচে দেখেন See more about লিখা আছে ঐখানে ক্লিক করুন।

৬ষ্ঠ ধাপঃ Basic Info Edit অপশোনে ক্লিক করে বার্থডে চেন্জ করে ফেলেন। মনে রাখবেন আপনার বার্থডে 2006/2007 দিতে হবে। নাইতো হবে না। তারপর নিচে গিয়ে সেভ করুন। আপনার কাজ শেষ।

এখন অন্য আইডিতে গিয়ে আপনার আইডিটা চেক করেন যে আপনার রিপোর্ট অপশন হাইড হয়েছে কিনা। এমন দেখাবে

নোটঃ আমি এখন বলে রাখি যে রিপোর্ট অপশন হাইড আপনার ফেসবুক লাইট থেকে দেখতে পারবেন। তাছাড়া অন্য কোনো ব্রাউজার যেমন ফেসবুক এ্যাপস বা গুগল ক্রোম থেকে দেখলে আপনাদের রিপোর্ট অপশন দেখা যাবে। তবে একটা ভালো কথা আছে এটা যে, আপনি গুগল ক্রোম বা ফেসবুক এ্যাপসে সবসময় রিপোর্ট অপশন দেখতে পারবেন না। অনেক সময় রিপোর্ট অপশন দেখা যায় অনেক সময় রিপোর্ট অপশন দেখা যায় না। মনে করেন আপনাকে কেউ দশটা আইডি থেকে রিপোর্ট মারার টার্গেট করছে। সে যদি দশটা আইডি থেকে আপনার আইডিতে রিপোর্ট করতে যায়। সে যেকোনো ব্রাউজার দিয়ে রিপোর্ট মারতে যাক না কেন তারপরেও ১০০% রিপোর্ট মারতে পারবে না। কারণ ফেসবুক লাইট ছাড়া অন্য যে কোনো ব্রাউজারেও সব সময় রিপোর্ট অপশন দেখা যায় না। আর ফেসবুক লাইটে তো একদমই দেখা যায় না।

বুঝতে সমস্যা হলে কমমেন্ট করতে পারেন। অথবা আমার ভিডিওটি দেখে আসতে পারেন।

https://youtu.be/SSjF-SSfDk8

ধন্যবাদ,

12 thoughts on "আপনার ফেসবুক আইডির রিপোর্ট অপশন হাইড করুন!"

  1. reaz101 Contributor says:
    10 কেন ১০০০ রিপোর্ট মারলে আইডি যাবে না
    1. Avatar photo ashik365 Author Post Creator says:
      হুম
  2. Avatar photo Lipon Islam Author says:
    আরে ভাই এইডা কি দেখাইলেন!!
    রিপোর্ট অপশন হাইড করার ট্রিক নাকি একাউন্ট নষ্ট করার ট্রিক..!!
    কেউ যদি তার বার্থডে ২০০৬/০৭ দেয় তাহলে তার আইডি আগে ১ টা রিপোর্টে নষ্ট হবে নাকি অন্যের একাউন্ট নষ্ট হবে?? – আপনি আগে আমায় এইটা বুঝান!!!
    1. Avatar photo ashik365 Author Post Creator says:
      বার্থডে চেন্জ করলে আইডি নষ্ট হয় এমনটা আমি আগে শুনি নাই। তবে যাদের ফেসবুক বার্থ এবং কার্ডের বার্থডে মিল আছে। তাদের বার্থডে চেন্জ করা উচিত না। কারণ বার্থডে চেন্জ করলে কার্ড আর কাজ করবে না। ধন্যবাদ মন্তব্য করার জন্য।
    2. Avatar photo Riman Islam Author says:
      Good….go ahead
  3. Avatar photo Sohel Rana Contributor says:
    boka cho***
  4. Avatar photo A M Contributor says:
    ছেলে থেকে মেয়েতে কন্ভার্ট কেন হতে হলো?
    নিজের টায় করতে পারলেন না কেন – আর ঐ আইডিতে যে আগে রিপোর্ট অপশন ছিলো তার প্রমাণ কি ?
    1. Avatar photo ashik365 Author Post Creator says:
      আপনি কি নিজে থেকে ট্রাই করেছেন? নিজে আমার কাজ গুলা ফলো করে করতে থাকেন। যদি না হয় তখন বলতে আসবেন ভাইয়া। ধন্যবাদ
  5. Shuvo Anindo Contributor says:
    Ata kaj kore. Age 18- hole report kora jay na, but id verification a porle card submit korle o back asbe na coz date of birth similar thakbe na. So ata kore kono lav nei, time west.
  6. Gaibandhar Chele Raton Raton Ahmed Contributor says:
    U r so stupted….search engien theke nijer id ta disable korbo…r birth date 2006 dile ek report ei sesh
  7. Abu Sayed Contributor says:
    boka cho***(2)
  8. Avatar photo Tabein Contributor says:
    Ki dekhailen ami purai ofak……???

Leave a Reply