আসসালামুু-অলাইকুম,আশা করি আল্লাহর রহমতে বেশ ভালোই আছেন। 

আমি আজকে আপনাদের জন্য একটি টিউটোরিয়াল নিয়ে আসলাম যার মাধ্যমে আপনারা ফেসবুকে নিজের তৈরি করা ফ্রেম আপলোড দিতে পারবেন।
তবে যারা আগে থেকে জানেন পোস্ট টি তাদের জন্য নয়,অনেকে আছে যারা হয়তো যানেনা তাদের জন্য এই পোস্ট টি।

 ফেসবুক প্রোফাইলে আমরা প্রায় সময় ই বিভিন্ন ধরনের ফ্রেম ব্যাবহার করি। কিন্তু সেই ফ্রেম গুলো অন্য কেউ তৈরি করে ফেসবুকে আপলোড করে দিয়ে থাকে।আপনারা হয়তো কখনো একবার হলেও ভেবেছেন যে এই ফ্রেম কিভাবে কাজ করে অথবা কিভাবে এই ফেসবুকে আপলোড করতে হয়।

 তো আজকে আমি আপনাদের সামনে এমন টিউটোরিয়াল নিয়ে হাজির যার মাধ্যমে আপনারা ফেসবুকে নিজের ফ্রেম আপলোড দিতে পারবেন।
তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক —

কিভাবে ফেসবুক প্রফাইল ফ্রেম বানাবেন?

সবার প্রথমে আমরা আমাদের ফোন থেকে যেকোনো ভালো ফটো এডিটর ওপেন করে নিবো।এক্ষেত্রে আমি Pixel lab & logo maker  ব্যাবহার করছি।
প্রথমে আমাদের 1024 width এবং 1024 height এর প্রজেক্ট খুলে নিতে হবে।

এর বেশি কম হলে প্রফাইল পিকচার এর সাথে ফ্রেম মিলবে(Match) না,ছোট-বড় হবে।


এবার আপনি আপনার ক্রিয়েটিভিটি দিয়ে ছবিটাকে মনের মত করে  এডিট করে সুন্দর একটি ফ্রেম বানিয়েফেলুন ।


আমি আমার মনমতো একটি ডিজাইন এখানে দেখালাম।

আমি সম্পূর্ণ কাজটি করেছি Logo maker দিয়ে যদিও এটা আমি ডিজাইন করেনি শুধু টেক্স এড করছি আর মেইন logo টা  Pngtree থেকে নেওয়া [ এখান থেকে টাকা দিয়ে লগো কিনতে পারবেন]  আবার প্রতিদিন ২-৩ টা ফ্রিতে ডাওনলোড দেওয়ার সুযোগ রয়েছে চাইলে সেটি কাজে লাগাতে পারবেন। 

ছবিটি এডিট হয়ে গেলে তা আপনার গ্যালারি তে সেভ করতে Download PNG(Transparent Background)  করে নিন।


কিভাবে ফেসবুকে প্রফাইল ফ্রেম সাবমিট করবেন?

প্রথমে  এখানে গিয়ে  Create a frame এ ক্লিক করুন।

“Create a fram” এ যাওয়ার পর নিচের মত আসবে


 এবার Get started এ ক্লিক করুন।

এখানে Upload art এ ক্লিক করুন….





এখন আপনাকে গ্যালারিতে নিয়ে আসা হবে। আমরা যে ফ্রেমটি তৈরি করেছিলাম সেটি সিলেক্ট করে আপলোড করে দিতে হবে।



গ্যালারি  থেকে 

ছবি সিলেক্ট করে “Done” দেওয়া পর নিচের মত আপলোড হবে।



ছবিটি আপলোড হয়ে গেলে Next বাটনে ক্লিক করুন।



এবার প্রথম বক্সে আপনার ফ্রেম এর নাম ( Love Hazrat Mohammad……..)  দিন। এবং পরবর্তী কিওয়ার্ড বক্সে আমাদের কিছু রিলেটেড ট্যাগলাইন দিতে হবে। যেমন আমি Islam,Hazrat Mohammad etc  ট্যাগলাইন হইসাবে দিলাম। 

এখানে এমন কিছু ট্যাগলাইন দিতে হবে যাতে লোকেরা সহজেই সার্চ করে আমার ফ্রেম টি পেতে পারে।

কিওয়ার্ড দেয়া হলে Next বাটনে ক্লিক করতে হবে।

এখন Publish লেখাতে ক্লিক দিলে আমাদের ফ্রেম টি সফলভাবে আপলোড হয়ে যাবে।


এখানে আবারো Ok বাটনে ক্লিক করুন।



এখানে আপনি আপনার ফ্রেম এর আপলোড অবস্হা দেখতে পারবেন।প্রথমদিকে অনেক সময় নিলেও সাধারণত এখন ফ্রেম আপলোড দেয়ার সাথে সাথেই তা এপ্রুভ করা হয়ে থাকে। 

তবে অন্য কারোর ফ্রেম নিজে কপি করলে বা কোনো কপিরাইট ছবি নিয়ে ফ্রেম তৈরি করলে তা ফেসবুক কর্তৃপক্ষ বন্ধ করে দিবে অথবা ফ্রেম Pending এ রেখে দিবে।


কিভাবে ফ্রেমটি আপনার প্রফাইলে যোগ করবেন.?

উপরে লাস্ট স্টেপ Done দেওয়ার পর নিচের মত আসবে।

এখানে আপনার ফ্রেমের নামের উপর ক্লিক করুন।


নিচের link টি কপি করুন..

এখন কপিকৃত link টি ব্রাওজারের এড্রেসবারে পেস্ট করে Go চাপুন।


উপরের link এ যাওয়ার পর নিচের মত দেখতে পারবেন। 



এখন “Use as profile picture ” এ ক্লিক করলে ফ্রেমটি আপনার প্রফাইলে এড হয়ে যাবে।

দেখুন Try it অপশন চলে এসেছে এখন যে কেও চাইলে এই ফ্রেমটি তার প্রফাইলে ব্যাবহার করতে পারবেন।



এভাবেই আপনারা আপনাদের নিজস্ব ফ্রেম তৈরি করে তা ফেসবুকে আপলোড দিতে পারবেন।

পূর্বে প্রকাশিত tunes71.com

সাইটে,ভালো লাগলে ঘুরে আসতে পারেন।


































11 thoughts on "কিভাবে ফেসবুক প্রফাইল ফ্রেম তৈরী করে Try it অপশন যোগ করবেন।"

    1. Riman Islam Author Post Creator says:
      Thanks
  1. 2Xa4A Author says:
    good post bhai?
    1. Riman Islam Author Post Creator says:
      ধন্যবাদ
  2. Rakibnil Contributor says:
    একটা কথা জানার ছিল ভাই ফেসবুকে দেখলাম একি গান অনেক অনেক পেইজে ছাড়ে সেগুলো কি কপিরাইট হয়না ? গান গুলো 2 Min বা আরো কম হয় ।
    1. Riman Islam Author Post Creator says:
      অবশ্যই কপিরাইট।
  3. Rakibnil Contributor says:
    আচ্ছা তাহলে এগুলো ওরা ছাড়ে কেমনে ওরা মনেটাইজেশন পাই কেমনে তাহলে । আর এই প্রশ্নের উওরে অন্য এক ভাই বলছে ফেসবুকের মনেটাজেশন এত কড়া হয়না
  4. Lipon Islam Author says:
    Create a frame link kaj kore na..

Leave a Reply