Site icon Trickbd.com

আপনি কি জানেন, Facebook আপনার ফোনের সকল কার্যক্রম দেখছে?? তাই যদি Facebook এর এই feature অফ করতে চান তাহলে এই পোস্ট টি দেখুন?

Unnamed

হ্যালো ব্রো, স্বাগতম, সবাইকে, আমার আজকের আরেকটা নতুন টিউটোরিয়ালে । আশা করি সবাই খুবই ভালো আছেন। ভালো তো থাকারই কথা, কারন trickbd র সাথে থাকলে সবাই খুব ভালো থাকে । আর ভালো থাকার জন্যই মানুষ ট্রিকবিডিতে আসে। অনেকদিন পর আজকে পোস্ট লিখতে বসলাম। চলুন শুরু করা যাক।

তো, আজকে আমি এই পোষ্টে আপনাদেরকে দেখাবো কিভাবে আপনি আপনার ফোনের ফেসবুকের সকল future activity অফ করে রাখতে পারবেন। আপনারা অনেকেই হয়তো জানেন না যে ফেসবুক আপনার ফোনের সব কার্যক্রম দেখছে আর রেকর্ড করছে। আপনি কোন এপস এ কতক্ষন কাটাচ্ছেন, কি করছেন সবকিছুই ফেসবুক দেখছে। তাই আজি আমি আপনাদের দেখাবো কিভাবে আপনি এই activity গুলো অফ করবেন।

আচ্ছা যাই হোক, চলুন কথা না বাড়িয়ে আমরা main পোষ্টে চলে যাই।

আপনি প্রথমে আপনার মোবাইলের ফেসবুক এপস এ যান। সেখান থেকে সেটিং এ যান।

তারপর off future activity তে যান।

তারপর more options এ ক্লিক করুন।

এরপর manage future activity তে যান।

এইবার নিচের মতো আরেকবার manage future activity তে যান।

এবার future off activity তে গিয়ে বাটনটি অফ করে ‍দের্ন।

আপনার কাজ শেষ। এবার আর ফেসবুক আপনার উপর নজর রাখতে পারবেনা।

তো তাহলে আমার আজকের পোষ্ট এই পর্যন্তই।কোন কিছু না বুঝলে বা কোন কিছু জানার থাকলে, আমাকে কমেন্টে জানান।

আর মানুষ মাত্রেই ভুল হয় , তাই পোষ্টে কোন ভুল থাকলে দয়া করে মাপ করে ‍দিয়েন, আর প্লিজ কমেন্টে লিখে ভুলগুলা শোধরানোর সুযোগ করে ‍দিয়েন।

আর এরকম আরো নিত্য নতুন ‍বিষয়ে আপডেট পেতে ও সাম্প্রতিক বিশ্ব সম্পর্কে জানতে এবং আপনার বিসিএস প্রস্তুতিকে আরো শক্ত করে তুলতে আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করুণ।


আর যেকোন প্রবলেমে ফেসবুকে আমি

তাহলে সবাইকে ট্রিকবিডির সাথে থাকার জন্য আমন্ত্রন জানিয়ে আজকে আমি আমার আজকের পোস্ট এখানেই শেষ করছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ ।