Site icon Trickbd.com

ফেসবুকে কোন ক্ষতি ছাড়াই অটো ফলোয়ার বাড়ান [১০০% কাজ করে]

Unnamed

আসসালামু আলাইকুম। সবাই আমার সালাম নিবেন। আশা করি আপনারা সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। আমি ও ভালো আছি। তো বন্ধুরা আমি আপনাদের কাছে নিয়ে এসেছি এমন একটি এপ যার মাধ্যম আপনারা আপনার আইডিতে যত চান ফলোয়ার বাড়াতে পারবেন। তো শুরু করা যাক….
ফেসবুক হচ্ছে বিশ্বের সর্ব বৃহৎ সামাজিক যোগাযোগ মাধ্যম ওয়েবসাইট। ইন্টারনেট ব্যবহার করে অথচ তার ফেসবুক একাউন্ট নেই এমন মানুষ খুঁজে পাওয়া দুষ্কর।
আমরা কম বেশি সবাই ফেসবুক ব্যবহার করে থাকি। আর সবাই চেষ্টা করি আমাদের ভার্চুয়াল লাইফটাকে সবার থেকে ভিন্ন ভাবে উপস্থাপন করতে। আর তার জন্য কতো কিছুই না করি!

কিভাবে ফ্যান, ফলোয়ার বাড়ানো যায় কিংবা নিজের ফেসবুক প্রফাইলটাকেও চেষ্টা করি একটু ভিন্ন রূপে সাজাতে। আপনি অবশ্যই ফেসবুক অটো ফলোয়ারের কথা শুনেছেন!

আর এই সামান্য কিছু ফেসবুক অটো লাইক, ফেসবুক অটো ফ্রেন্ড রিকুয়েস্ট, ফেসবুকে অটো কমেন্ট, ফেসবুক পেজে অটো লাইক কিংবা অটো ফলোয়ার নিতে অনেকেই আবার নিজের স্বাধের ফেসবুক আইডিটি তুলে দেয় থার্ড পার্টি কোনো ওয়েবসাইটের হাতে।
তবে আজকে আমি আপনাদের কে শিখাবো কিভাবে আপনার ফেসবুকে প্রফাইলে আনলিমিটেড ফলোয়ার নিবেন। তবে এটা কোনো অনিরাপদ উপায়ে নয়!

তো আপনার আইডিতে ফলোয়ার নিতে চাইলে আপনাদের অবশ্যই একটি ফেইসবুক ফেক আইডি আর একটি এপ লাগবে। এপের নাম Raje Liker. এপ লিংকঃঃ⬇️
ডাউনলোড লিংক

তো এপ ডাউনলোড করা হয়ে গেলে অব্যশই ফেইসবুক ফেক আইডি দিয়ে লগ ইন করাতে হবে।

প্রথমে এপটি ওপেন করলে এ রকম আসবেঃঃ

আমরা সিম্পলি ফেইসবুকে ক্লিক করব।তারপর এরকম আসবে

আমরা আমাদের ফেক আইডি এখানে লগইন করাব। তারপর…

রেফার কোড চাইলে আমার টা দিতে পারেন। আমার রেফার কোড 719. আর না চাইলে স্কিপ করতে পারেন।
তারপর…

আপনার ফেইসবুকে যাবেন গিয়ে তিনটা ডডে ক্লিক করবেন।

এখান থেকে লিংক কপি করে নিবেন। তারপর আপনার এই এপে আসবেন।

কপি করা লিংক এখানে পেস্ট করে দিবেন।তারপর Check Link এ ক্লিক করবেন।

যতটুকু ফলোয়ার নিতে চান ক্লিক করেন। তারপর Send এ ক্লিক করেন।
আর একটা কথা এই এপ আপনাকে প্রথমে ১০ ক্রেডিট দিবে। এই ১০ ক্রেডিট দিয়ে ১০ টা ফলোয়ার নিতে পারবেন।আর ক্রেডিট বাড়াতে চাইলে আপনাকে রেফার করতে হবে। আপনি যত বেশি রেফার করবেন তত বেশি ফলোয়ার নিতে পারবেন।আইডিতে কোন ক্ষতি করবেনা।
আজকে এতটুকু। আশা করি আপনারা বুঝতে পেরেছেন।কোন ভুল হলে জানাবেন। আর কেমন হলো কমেন্টে জানাবেন।