আসসালামু আলাইকুম
আমরা প্রায় সবাই
ফেসবুক ব্যাবহার করি।
এবং প্রতিদিন
এ-র ইউজার সংখ্যা বাড়ছে।
আমি আজকে দেখাবো
কিভাবে ফেসবুক থেকে
ভিডিও ডাউনলোড করবেন। কোন রকম সফটওয়্যার ছাড়া চলুন শুরু করি।
1. প্রথমে ফেসবুক অ্যাপ টা ওপেন করে। যে ভিডিও ডাউনলোড করবেন তার লিংক কপি করুন। কিভাবে কপি করবেন
*প্রথমে যে ভিডিওটা ডাউনলোড করবেন। তার উপরের থ্রি ডট এ ক্লিক করুন।


তারপর কপি লিংক এ ক্লিক করুন।

হয়ে গেছে কপি।
2. তারপর আপনার মোবাইলের যেকোনো একটি ব্রাউজার এ চলে যান।Chrome ব্রাউজার হলে ভালো হয়। সেখানে লিংকটি paste করেন।

তারপর লিংকটি একটু এডিট করেন। https://www কেটে দিয়ে লিখেন Mbasic

তারপর সাবমিট করেন তারপর এরকম আসবে।

তারপর প্লে বাটনে ক্লিক করুন। কিছু কিছু ব্রাউজারে প্লে বাটনে ক্লিক করার সাথে সাথে ডাউনলোড হবে। আর যদি Chorome ব্রাউজার হয়। তাহলে ভিডিওটি প্লে হবে। তারপর এরকম থ্রি ডট এ ক্লিক করুন।

তারপর ডাউনলোড লেখায় ক্লিক করুন।

হয়ে গেল ডাউনলোড।
আশা করি বুঝতে পারছেন
আজকের মত এখানেই বাই দেখা হবে অন্য কোন পোস্ট এ
? ? ?

12 thoughts on "দেখে নিন কিভাবে কোন সফটওয়্যার ছাড়া ফোন দিয়ে ফেসবুকের ভিডিও ডাউনলোড করবেন।"

  1. Avatar photo Shahadat Hossain Pranto Contributor says:
    এটা সবাই জানে
  2. Avatar photo Rs Abubokor Contributor says:
    এটা সবাই জানে
    1. Avatar photo Rajib Author Post Creator says:
      জানলে ভালো যারা জানে না তাদের জন্য লিখলাম।
    2. Avatar photo Prantik Sarder Contributor says:
      সবাই জানে না।যেমন অামি জানতাম না।
  3. Avatar photo mdmamunrahman Contributor says:
    ভাইয়া আপনাকে অসংখ্য ধন্যবাদ জানানোর জন্য আমি অনেক ভিডিও নামানোর চেষ্টা করতেছি কিন্তু পারতেছি না আচ্ছা দেখি কাজ হয় কিনা
  4. San993 Contributor says:
    Thank you vai.
    Nice idea.
    1. Avatar photo Rajib Author Post Creator says:
      Tnx

Leave a Reply