হ্যালো ব্রো, স্বাগতম, সবাইকে, আমার আজকের আরেকটা নতুন টিউটোরিয়ালে । আশা করি সবাই খুবই ভালো আছেন। ভালো তো থাকারই কথা, কারন trickbd র সাথে থাকলে সবাই খুব ভালো থাকে । আর ভালো থাকার জন্যই মানুষ ট্রিকবিডিতে আসে। অনেকদিন পর আজকে পোস্ট লিখতে বসলাম। চলুন শুরু করা যাক।
তো, আজকে আমি এই পোষ্টে আপনাদেরকে দেখাবো কিভাবে আপনি আপনার ফোনের মেসেন্জারের সব মেসেজ HTML ফাইলে ডাওনলোড করতে পারবেন। অনেকেই পদ্ধতিটা জানেন, যারা জানেন না তাদের জন্য আজকের পোষ্টটা।
আচ্ছা যাই হোক, চলুন কথা না বাড়িয়ে আমরা main পোষ্টে চলে যাই।
আপনি প্রথমে আপনার মোবাইলের ফেসবুকের সেটিং এ যান।
সেটিং থেকে access your information সিলেক্ট করুন।
তারপর download your information অপশনে ক্লিক করুন।
তারপর ম্যাসেজেস বাদে সব অপশান থেকে টিক মার্ক তুলে দিন।
ব্যাস, আপনার কাজ শেষ। এবার কিছুক্ষন পরে আপনি ফেসবুক থেকে এরকম একটা নোটিফিকেশন পাবেন। এখানে ক্লিক করবেন।
তারপর এইখান থেকে ডাওনলোড করে নিবেন।
এভাবে আপনি আপনার ফোনের মেসেন্জারের সব মেসেজ HTML ফাইলে ডাওনলোড করতে পারবেন।
তো তাহলে আমার আজকের পোষ্ট এই পর্যন্তই।
মানুষ মাত্রেই ভুল হয় , তাই পোষ্টে কোন ভুল থাকলে দয়া করে মাপ করে দিয়েন, আর প্লিজ কমেন্টে লিখে ভুলগুলা শোধরানোর সুযোগ করে দিয়েন।
তাহলে সবাইকে ট্রিকবিডির সাথে থাকার জন্য আমন্ত্রন জানিয়ে আজকে আমি আমার আজকের পোস্ট এখানেই শেষ করছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ ।