আজকের টপিকঃ যেকোনো সেলিব্রেটির ফেসবুক পেজে আপনার ফেসবুক পোষ্ট শো করানো। সো আর দেড়ি না করে চলুন শুরু করা যাক…
স্টেপ – ১
প্রথমেই FACEBOOK এ ডুকে যেকোনো প্রোফাইল টাইপ পেজ খুজে বের করুন। যেকোনো সেলেব্রেটির প্রোফাইল টাইপ পেজে আপনি আপনার পোষ্ট শো করাতে পারবেন। তবে ক্লাসিক লেআউটের পেজে শো করবেনা।
স্টেপ – ২
তারপর আপনার পেজ অপেন করুন। আপনার পেজটি নতুন হোক বা পুরাতন হোক, লাইক থাকুক বা না থাকুক, পেজ ক্লাসিক হোক বা প্রোফাইল টাইপ কোনো প্রবলেম নাই। আপনার পেজে ডুকে যেকোনো একটি পিক এডড করে যে সেলেব্রেটির পেজে পোষ্টটি শো করাবেন তাকে জাস্ট ম্যানশন/ট্যাগ করে দিন। [ @username or @[pagecode:] or Pic থেকে ট্যাগ করে নিন ]
স্টেপ – ৩
পোষ্ট হয়ে গেলে যেকোনো একটি ব্রাউজার অপেন করে ডেক্সটপ মোড অন করে আপনার ফেসবুক পেজে যান। তারপর আপনার করা পোষ্টটির তারিখ বা সময় ইডিট করে দিন। যেমনঃ আপনি যদি পোষ্ট করে থাকেন ৩১ আগষ্ট, তাহলে ইডিট করে সেটা ৩০ আগষ্ট করে দিন অথবা যদি পোষ্ট করে থাকেন দুপুর ১টায় তাহলে ইডিট করে সেটা সকাল ১০টা করে দিন।
স্টেপ – ৪ {প্রুভ}
যেহেতু আমি Shah Rukh Khan কে ট্যাগ করেছি সেহেতু তার পেজে আমার পোষ্টটটি শো করছে। বিলিব না হলে নিজে চ্যাক করে নিতে পারেন বা ভিডিও প্রুভ তো আছেই✌
বি.দ্রঃ অনেকের এটা জানা আছে আবার অনেকের জানা নাই, সাইটেও এইটা নিয়ে পোষ্ট নাই সেহেতু পোষ্টটা করা হয়েছে। কারো ভালো না লাগলে ইগনোর করতে পারেন, আর এটা কতোদিন কাজ করবে তারও কোনো গ্যারান্টি ওয়ারেন্টি নাই?
তো এই ছিলো আজকের পোষ্ট। যদি কেউ বুঝতে না পারেন তাহলে নিচের ভিডিও টিউটোরিয়ালটি দেখতে পারেন।
ভিডিও টিউটোরিয়াল
যোগাযোগঃ