Site icon Trickbd.com

বিশ্বজুড়ে ফেসবুক, হোয়াটসঅ্যাপ ও ইন্সটাগ্রাম সার্ভার ডাউন। [UPDATED?]

আজ ৪ ই অক্টোবর বাংলাদেশ সময় রাত ৯টা ৪০ মিনিটে বিশ্বজুড়ে ফেসবুক, ফেসবুক মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ ও ইন্সটাগ্রাম সার্ভার ডাউন হয়ে যায় এবং এখন পর্যন্ত(রাত ১১টা) ডাউন ই রয়ে যায়। কোন ব্যবহারকারীই  উক্ত সাইটগুলোতে প্রবেশ করতে পারছেন না। কখন ফেসবুক তাদের সেবা সমূহ পুনরায় চালু করতে পারবে তা বলা যাচ্ছে না।

বাংলাদেশ সময় রাত ১০টা ২২ মিনিটে ফেসবুক তাদের অফিসিয়াল টুইটার একাউন্ট থেকে এই বিষয়ে একটি টুইট করেন। টুইট বার্তায় ফেসবুক তাদের সমস্যার সমাধানের চেষ্টা করছে বলে জানায় এবং সমস্যাটির জন্য ক্ষমা চায়।

প্রথম দিকে সাইটগুলোতে একটি এরর ম্যাসেজ দেখালেও কিছুক্ষন পর থেকে সাইটগুলো আর খুলছিল না।

শুরুরদিকে ফেসবুকঃ

কিছুক্ষন পর ফেসবুকঃ

ইনস্টাগ্রামঃ

প্রাথমিকভাবে সার্ভারের সমস্যা বলে ধারনা করা হচ্ছে। কিন্তু ফেসবুক, হোয়াটসঅ্যাপ ও ইন্সটাগ্রাম সার্ভার ডাউন হওয়ার পেছনে প্রকৃত কারন এখন পর্যন্ত জানা যায়নি।  সর্বশেষ আপডেট জানতে TrickBD.com এর সাথেই থাকোন।

তাছাড়া ডাউনডিটেকটর সাইটে চোখ রাখতে পারেন।