Site icon Trickbd.com

Locked থাকা যেকোন ফেসবুক প্রোফাইলের কাভার ফটো যেভাবে হাই কোয়ালিটিতে ডাউনলোড করবেন।

আসসালামু আলাইকুম।

সবাই কেমন আছেন? আশা করি ভাল আছেন। আমরা সবাই জানি যে লক দিয়ে রাখা প্রোফাইল গুলোর কাভার ফটো এবং প্রোফাইল ফটো তাদের ফ্রেন্ডস’রা ব্যতীত অন্য কেউ দেখতে এবং ডাউনলোড করতে পারে না। কিন্তু, আমরা চাইলে খুব সহজে Locked থাকা যেকোন প্রোফাইলের কাভার ফটো হাই কোয়ালিটিতে দেখতে এবং ডাউনলোড করতে পারি।

[এই কাজটি করার জন্য একটি পিসির প্রয়োজন হবে।]

শুরুতেই আপনার পছন্দের ব্রাউজারে লক দিয়ে রাখা সেই প্রোফাইলটিতে যান যেটি থেকে আপনি কাভার ফটো ডাউনলোড করতে চান।

এবার মাউসের রাইট বাটনে ক্লিক করে Inspect অপশনটি সিলেক্ট করুন। (এই কাজটি কি-বোর্ডের Ctrl + Shift + i এবং F12 শর্টকাট বাটনের মাধ্যমেও করতে পারবেন।)

এবার কি-বোর্ডের Ctrl + F কি প্রেস করলে নিচের চিত্রের মতো ইলিমেন্ট ফাইন্ড করার জন্য একটি টেক্সটবক্স দেখতে পাবেন। সেখানে profileCoverPhoto লিখে এন্টার প্রেস করলে একটি ইমেজের লিংক দেখতে পাবেন।

এবার ইমেজের লিংকটিতে মাউসের কার্সরটি রাখলে ইমেজটির ডাউনলোড করার লিংক সহ সকল তথ্য দেখতে পাবেন এবং হাই কোয়ালিটিতে ডাউনলোড করতে পারবেন।


 

Also Check: Fake NID Card Maker BD

 
আশাকরি আজকের টপিকটি আপনাদের কাছে ভাল লেগেছে। কোন অংশ না বুজে থাকলে অবশ্যই কমেন্ট করবনে।অথবা আমার সাথে যোগাযোগ করবেন। আর, ভাল কিছু পেতে পোস্টে কমেন্ট করে টিউনারদের উৎসাহিত করুন। Signing Out…

আল্লাহ্‌ হাফেজ।

-: Al Sayeed :-
Exit mobile version