আপনি চাইলেই আপনার ফেসবুক পোস্টের লাইক রিয়েক্টস এর সংখ্যা গোপণ রাখতে পারেন।
চলুন দেখে নেই কিভাবে করবো।
প্রথমে আমরা ফেসবুক মেনু তে যাই
তারপর settings & privacy তে ক্লিক করি
আবার settings এ ক্লিক করি
এখন reactions preferences খুঁজে বের করে সেটাই ক্লিক করি।
প্রথম অপশনটি অন করলে অন্যের পোস্টের রিয়েক্ট এর পরিমাণ আপনার কাছে হাইড হয়ে যাবে।
আর দ্বিতীয় অপশন টি চালু করলে নিজের পোস্টের রিয়েক্টের পরিমান অন্যের কাছে হাইড হয়ে যাবে।
আমরা যেহেতু নিজের টা হাইড করবো তাই নিচের টা চালু করবো
এই দেখুন রিয়েক্ট শো করছে না।
আজ এই পর্যন্তই ভালো লাগলে লাইক কমেন্ট।
10 thoughts on "ফেসবুকের নতুন অপশন – আপনি চাইলেই আপনার ফেসবুক পোস্টের লাইক রিয়েক্টস এর সংখ্যা গোপণ রাখতে পারেন।"