ফেসবুকে দিন দিন আপডেট দিচ্ছে আর নতুন নতুন ফিচার যোগ করছে। আজকে এমনই দুইটি ফিচার নিয়ে কথা বলবো।( আমরা যারা জানি তাদের জন্য নয় পোস্ট টা)।
আমরা অনেকেই সময়ে অসময়ে ফেসবুকে স্ক্রল করতে থাকি। স্ক্রল করার সময় অনেক ধরণের পোস্টেই সামনে আসে।
কিছু থাকে দরকারি আবার কিছু থাকে আজে বাজে দরকার নাই এমন।
এতে আপনাদের ফেসবুক যতটুকু সময় থাকে স্ক্রলেই ব্যয় হয়ে যায় দরকারি কিছু পাবার আগেই ?
কেমন হয় যদি আপনার নিউজ ফিডে আপনার দরকারি ও প্রিয় পেইজ বা বন্ধুর পোস্ট গুলোই সবার উপরে আসে।
চলুন দেখি কিভাবে করবো এটা।
আমরা যদি কোন পেইজের পোস্ট আমাদের নিউজ ফিডে সবার উপরে দেখতে চাই তাহলে প্রথমে সেই পেইজে যাবো।
তারপর
আসুন দেখি কিভাবে বন্ধুকে ফ্যাভারিটে রাখবোঃ
আসুন দেখি আমাদের ফেভারিটে থাকা পেইজ ও বন্ধু কি করে দেখব ও ফেভারিট থেকে বন্ধ করবো।
আরেকটি ফিচারঃ
ফেসবুকে কোন লিংক যখন আমরা ওপেন করি তখন তা ফেসবুকের ডিফল্ট একটা ব্রাউজারে ওপেন হয়।
ফেসবুকের ব্রাউজারে ব্রাউজ করে আমরা অনেক অনেক ফিচার মিস করে থাকি। যেমন ডেস্কটপ ভিউ, ওপেন সোর্স ইত্যাদি। কেমন হয় যদি আমরা সেই লিংক কপি ছাড়া এক ক্লিকেই আমাদের ক্রোম ব্রাউজারে ওপেন করতে পারি?
চলুন দেখি কিভাবে করবো।
এইযে দেখুন এক ক্লিকেই ক্রোম ব্রাউজারে।
তো আজ এই পর্যন্তই।
Behave thik koren…?