আসসালামুয়ালাইকুম ! TrickBD তে সবাইকে স্বাগতম। কোনো ভুল হলে দয়া করে ক্ষমা করবেন। বেশি কথা না বলে শুরু করছি।
আমি জানি ট্রিকবিডিতে এই ধরনের পোস্ট আগে থেকেই আছে।
কিন্তু আমি আপনাদের দেখাবো কিভাবে কোনো JavaScript Code, Boat Browser, Token, Termux, Chrome Extension ছাড়াই আপনি কিভাবে আনঅ্যাক্টিভ, ডিঅ্যাক্টিভেটেড এবং সব ফেসবুক ফ্রেন্ড কে মার্ক করে আনফ্রেন্ড এবং চাইলে আনফলো করতে পারবেন।
এবং সুবিধা হলো এক ক্লিকে সব ফেসবুক ফ্রেন্ড আনফ্রেন্ড করার পরও আপনার ফেসবুক আইডি ১ ঘন্টা বা ২ ঘন্টার জন্য বন্ধ হবে না।আমি এই পোষ্ট করার আগে নিজে আমার ২ টা ফেসবুক আইডি তে ব্যবহার করেছি, এবং এটা আসলেই কাজ করে।
১ ক্লিকে ফেসবুক ফ্রেন্ড আনফ্রেন্ড করার জন্য আপনাদের একটা অ্যাপস ইন্সটল করতে হবে যেটা আপনি প্লে স্টোরে খুব সহজেই পেয়ে যাবেন।
বিস্তারিত জেনে নিনঃ
অ্যাপের নাম : MonokaiToolkit
অ্যাপের আকার : ১৬+ এমবি
এই অ্যাপ আপনার কোনো তথ্য সংরক্ষণ করে রাখে না। এবং প্রতি ২ সেকেন্ডের মধ্যে ১টা করে ফেসবুক আইডি আনফ্রেন্ড করতে সক্ষম
এবার দেখুন কিভাবে অ্যাপের ব্যবহার করবেন। ✔️
প্রথমে আপনি Play Store থেকে MonokaiToolkit অ্যাপ্লিকেশন ইন্সটল করে ওপেন করুন।এবার আপনি আনফ্রেন্ড করার জন্য ৩ টা অপশন পাবেন। যারা আপনার পোস্ট এ কোনো Reaction ও Comment করে না তাদের Unfriend করতে No interaction এ ক্লিক করুন। আপনার ফ্রেন্ডলিস্টের যাদের ফেসবুক আইডি Deactive আছে তাদের Unfriend করতে Deactivated account এ ক্লিক করুন। সবশেষে যদি আপনি আপনার ফ্রেন্ড লিস্টের সবগুলো ফ্রেন্ডকে একসাথে মার্ক করে আনফ্রেন্ড করতে চান তাহলে Remove all friends এ ক্লিক করুন।
যেহেতু আমি আগেই বলেছি যে এই অ্যাপ আপনার কোনো তথ্য সংরক্ষণ করে না। কিন্তু তবুও যদি আপনাদের ইচ্ছা করে তাহলে আনফ্রেন্ড করার পর আপনাদের ফেসবুক আইডি লগ আউট করতে পারেন অথবা এই অ্যাপের App Data ক্লিয়ার করে দিতে পারেন।
এবার MonokaiToolkit অ্যাপটি ডাউনলোড করুন।
আপনাদের পড়ার সুবিধার্থে লেখায় কালারিং খুব কম করেছি।এখানেই শেষ করছি আমার পোস্টের সংক্ষিপ্ত বর্ণনা। আশা করছি একটা লাইক ও একটা কমেন্ট পাবো(আপনাদের ইচ্ছা ?)।
কোনো দরকার হলে আমার ফেসবুক আইডি: Facebook ID