আসসালামুআলাইকুম প্রিয় মেম্বার গণ।

কেমন আছেন সবাই।

আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন সবাই।

আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি।

আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে

আপনার ফেসবুক এর লগ ইন কোড ছাড়াই

ফেসবুক আইডি লগ ইন

করবেন।

বর্তমানে আমরা অনেকেই

নিরাপত্তার স্বার্থে আমাদের ফেইসবুকে টু ফ্যাক্টর

সিস্টেম চালু করে রাখি।

এরফলে ফেসবুক আইডি হ্যাক হওয়ার

সম্ভাবনা কমে।

আইডি লগ ইন করতে হলে

ফোনে এসএমএস আসতে হয়, তারপর

সেটি দিয়ে লগ ইন করতে হয়।

কিন্তু দেখা যায় অনেক সময় যেই সিমে

আমাদের এসএমএস যাবে সেই সিম

আমরা হারিয়ে ফেলি বা আমাদের কাছে তখন থাকে না

তাই আমরা আমাদের আইডি লগ ইন

করতে পারিনা

হয়তো এই রকম

সমস্যা তে আমরা অনেকেই পড়েছি,

কি বলবো আপনাদের আমি নিজে এই সমস্যা এর জন্য

আমার ২ টা ফেসবুক আইডি হারিয়ে ফেলেছি।

যায় হোক কাজের কথায় আশা যাক।

আমি ফেসবুক লাইট ইউজ করি তাই

আমি ফেসবুক লাইট থেকে দেখাবো।

প্রথমে ফেসবুক লাইট অ্যাপ এ ঢুকে যাবেন

এই রকম ইন্টারফেস দেখতে পাবেন।

এই ____ ৩ ডটে ক্লিক করবেন।

এরপর নিচে এসে সেটিংস এ ক্লিক করবেন

তারপর আপনি পাসওয়ার্ড ও নিরাপত্তা লেখাতে

ক্লিক করবেন।

তারপর আপনি

২ ধাপ বিশিষ্ট যাচাইকরণ এ ক্লিক করুন।

এরপর আপনাদের পাসওয়ার্ড চাইতে পারে।

আমার পাসওয়ার্ড চাই নি

এরপর নিচে এসে দেখতে পারবেন লেখা আছে

রিকভারি কোড।

এটাই ক্লিক করুন

তারপর দেখতে পারবেন অনেক কোড

চলে এসেছে।

এই কোড থেকে যেকোনো একটা দিলে আপনি

পরবর্তী সময়ে লগ ইন কোড ছাড়াই

ঢুকতে পারবেন আইডি তে।

তাই স্ক্রিনশট নিয়ে ভালো করে রেখে দিবেন ।

যাতে অন্য ফোনে লগ ইন করার সময়

ঝামেলা না হয়।

এই ছিল বিস্তারিত।

ধন্যবাদ সবাইকে পোস্টটি পড়ার জন্য।

আল্লাহ্ হাফেজ সবাইকে।

10 thoughts on "লগ ইন কোড ছাড়াই যেভাবে ফেইসবুকে লগ ইন করবেন জেনে নিন!!"

  1. hyarohi Contributor says:
    Fb id te login korte parci na.email ta nai..
    Fb te gmail add ase.password o mone ase.but login hoy na.
    Veryphy email code ki by pass kora jai
    1. M M kiyum uddin Contributor says:
      password mone takle account back ana jai
  2. Shawon Ahmed Shan Contributor says:
    Jodio jana tobuo Great.
  3. al+imran Contributor says:
    Nice
    Post bro?
  4. Tech Lover Author says:
    Kotobar use kora zabe ei code gula?
    1. MD Musabbir Kabir Ovi Author Post Creator says:
      Unlimited,,,,

      Kintu majhe majhe apnake limited Kore dite pare

      Pore automatic ৩ din por fixed hoiye jai

  5. rana2hin Contributor says:
    কিসব আজাইরা পোস্ট করেন, কেউ যদি লগইন ই করতে না পারে, সে সেটিংস এ যাবে কিভাবে?

    আপনার বলা উচিত যে, Two factor চালু করার পরে এই কোড গুলো নিয়ে রাখতে হবে পরবর্তীতে ব্যাবহার করার জন্যে।

    1. MD Musabbir Kabir Ovi Author Post Creator says:
      আরে ভাই না বুঝে কমেন্ট কেনো করেন???

      আমি তো বলে দিয়েছি আগে স্ক্রিনশট নিয়ে রেখে

      দিবেন এর ফলে অন্য কোনো

      ডিভাইসে লগ ইন
      করতে কোড লাগবে না।

  6. ns7062847 Contributor says:
    Ata amio koresi.thanks vai

Leave a Reply