আসসালামু আলাইকুম,
হ্যালো ভিউয়ারস কি অবস্থা সবার আশা করছি সবাই ভালই আছেন? আর ভালো না থাকলে বুঝতে পেরেছি গার্লফ্রেন্ডের প্যারায় আছেন ?

এই গার্লফ্রেন্ডের পেরাই লাইফটা শেষ হয়ে গেছে গা ,ঘুম থেকে উঠেই চোখে গোলাপ ফুল দেখি দেখি ? আপনারা কি ফুল দেখেন নিচে কমেন্ট কইরেন?

এনিওয়ে আজকে এমন একটা পোস্ট আপনাদের সাথে  শেয়ার করব, যেটার জন্য আপনারা কোটি কোটি বছর ধরে অপেক্ষা করছেন।? যদিও জানি আমি তোমরা কোটি কোটি বছর তো দূরের কথা একটা আধখানা দিনও ওয়েট করো না। ?

তো যাই হোক আমি প্যাচাল পারতে থাকলে আপনি সহ্য করতে পারবেন না আমি তা ভালো করেই জানি ? তাই শুরু করে ফেলি ? মানে পোস্ট শুরু করি আর কি ?

তো যেমনটা বলছিলাম-আপনার গার্লফ্রেন্ডের আইডি ভরে দিতে চান? আপনার বউয়ের আইডি ভরে দিতে চান? আপনার শত্রুর আইডি ভরে দিতে চান? ********* ভরে দিতে চান?? তাহলে নিচে সুন্দর করে চোখ বুলান।?

কারণ চোখ বুলালেই জানতে পারবেন, কিভাবে ফেসবুকে ২০১৬ থেকে ২০২২ সাল পর্যন্ত যত আইডি ক্রিয়েট হয়েছে না কেন। ওই আইডিগুলো সুন্দর করে মহা আকাশে পাঠিয়ে দেয়া যায়।?

ইংলিশে বলছিলাম এবার বাংলায় বলি নষ্ট করে দিতে পারবেন যে কারো ফেসবুক একাউন্ট। ? যদিও তার এনআইডি কার্ড থাকলে পাঁচ মিনিটেই সে আইডি আবার ব্যাক করে আনতে পারবে ? তবে আইডি কার্ড আছে কয়জনের??

তো যাই হোক যে ম্যাটেরিয়াল গুলো লাগবে-


১। একটা এন্ড্রয়েড ফোন, যেটা আমাদের সবার আছে। ?
২। টাচ ভিপিএন।
৩। ফেসবুক লাইট।
৪। টেম্প মেইল।

তো এইগুলা চটপট ডাউনলোড কইরা নিন, আমি ধইরা নিলাম আপনি এগুলা ডাউনলোড করে ফেলেছেন।?
কারণ আমি জানি আমার পোস্ট যারা পড়েন তারা অনেক লিজেন্ড ?

তো এবার যা করবেন- যার আইডিটা সাসপেন্ড করে দিতে চান তার আইডির লিংকটা কপি করে ফেলুন।?
বুঝেননি মনে হয় কথা??
আই মিন যেই হারামজাদার আইডিটা নষ্ট করে দিতে চান মানে মহাকাশে পাঠিয়ে দিতে চান, ওই ব্যক্তির আইডির লিংকটা আপনার ফোনের মধ্যে কপি করে রাখুন, অথবা যেখানে খুশি সেভ করে রাখুন।?

যারা এখনো ফেসবুকে আইডি লিংক কপি করতেও পারেন না, তারা গুগল ক্রোম দেখা ইউজার? সরি ভাইয়ু সত্যি কথা সঠিক জায়গায় বইলা ফেলছি।?
যাইহোক মজা করছি লিংক যেভাবে কপি করবেন নিসে স্ক্রিনশট দেয়া হলো।❤️


তো এবার যেটা করবেন টাচ ভিপিএন টা ওপেন করে *জাপান*সিলেক্ট করে কানেক্ট দিবেন। আমি জানি দেশ এখন আপডেট ভিপিএন সবাই কানেক্ট করতে পারে ?

তো ভিপিএন কানেক্ট করা হলে, আপনি সিমপ্লি আপনার ফেসবুক লাইটে চলে যাবেন। ফেসবুক লাইটে গিয়ে।
যদি কোন আইডি লগইন করা থাকে আপনার, সেটা লগ আউট করে ফেলবেন।

এরপর ক্রিয়েট এ নিউ একাউন্ট এ ক্লিক করবেন। এবার ভালো করে লক্ষ্য করুন আপনি যার আইডিটা নষ্ট করতে চান ওই সেম নামে একটা ক্লোন আইডি খোলা লাগবে।
তো ক্লোন আইডি মানে যারা বুঝতে পারতেছেন না আমি বলে রাখি।
আপনি যার আইডি নষ্ট করবেন-তার এ টু জেড ডিটেলস কপি করে সেম নামে আইডি খুলবেন।

ফর এক্সাম্পল-


১।ফাস্ট নেম
২।লাস্ট নেম
৩। ওয়ার্কস
৪। প্রোফাইল পিক আর কাভার পিক থাকলে কাভার পিক।

তো আপনি যার আইডি নষ্ট করে দিতে চান তার আইডি দেখে দেখে সেম ডিটেলস দিয়ে একটা আইডি খুলে ফেলুন।

আমি যেহেতু *মটু রম* নামে একটি আইডি নষ্ট করে আপনাদেরকে দেখাবো। তো ওই নামে আমি সেম একটা অ্যাকাউন্ট খুলে দেখাচ্ছি।
তো স্ক্রিনশট এর মাধ্যমে আমি আপনাদেরকে দেখাচ্ছি।


এবার আপনি টেম্প মেল টা ওপেন করে ওখানে যে কোন একটা ফেক ইমেইল কপি করুন।




এবার আপনি সিম্পলি টেম্প মেলে আবার প্রবেশ করুন। এবং ইনবক্স বাটনে ক্লিক করে দেখুন একটি মেইল গিয়েছে ওই কোডটি।
নিচে প্রবেশ করে নেক্সট এ ক্লিক করুন।


মোটামুটি আপনার ক্লোন রেডি, এবার যার আইডি নষ্ট করবেন ওই আইডির প্রোফাইল পিক ডাউনলোড করে রাখবেন প্লাস কাভার পিক থাকলে কাভার পিক।
তো ওই সেম প্রোফাইল পিক এবং কাভার পিক আপনার কপি করা আইডি তেও আপলোড করবেন।

তো মোটামুটি আপনার সব কাজ শেষ এখন ছোট্ট একটি কাজ আছে।
সেটি হচ্ছে আপনি যার আইডি নষ্ট করবেন ওই আইডির লিংক কপি করে রাখতে বলেছিলাম মনে আছে?
যদি মনে না থাকে তাহলে মনের মধ্যে একটা ঘুসি মেরে উপরে গিয়ে পড়ে আসুন ?

এখন যেই আইডিটি নষ্ট করতে চান ওই আইডির লিংকটি আপনার ক্লোন আইডিতে পোস্ট করুন।


এবার যা করবেন আপনার ওই পোষ্টের লিংকের উপর ক্লিক করুন।
তো ওই পোস্টের লিংক এর উপর ক্লিক করার সাথে সাথে যারা আইডি নষ্ট করবেন তার আইডিতে নিয়ে চলে যাবে।


এবারই তো মেন টুইস্ট। বলবো একটা বেনসন খেতে দিলে ?
থুক্কু কি বলি এসব।? এবার যা করবেন এড ফ্রেন্ডের পাশে দেখুন থ্রি ডট আছে ওখানে ক্লিক করুন।
এরপর find support or report এ ক্লিক করুন তারপর ফেক অ্যাকাউন্টে ক্লিক করবেন। তারপর সাবমিট এ ক্লিক করবেন খেল খতম ?




যাহ………… আইডিটা মহাকাশে চলে গেল ?




দিলেন তো মিয়া আপনার গার্লফ্রেন্ডের আইডিটা খাইয়া ? এবার আমাকে বেন্সন খাওয়ান থুক্কু মিষ্টি খাওয়ান ?

কিছু কথা- এই ট্রিক্সটা শুধুমাত্র আপনার আমার মত সাধারন আইডি নষ্ট করার ক্ষেত্রে কাজ করবে। কোন সেলিব্রেটি বা ব্লুটিক মার্ক কিংবা অনেক ওল্ড আইডি এই ট্রিক্সটা কাজ করবে না।

তাই আমার পোষ্ট ফলো করে কোন সেলিব্রেটির আইডি নষ্ট করতে গিয়ে নিজেকে বোকার পরিচয় দিবেন না ?

কোন কোন আইডি নষ্ট হবে তার একটা ধারণা- ২০১৯ হতে ২০২২ পর্যন্ত সাধারণ আইডি মোটামুটি সবগুলা একবারেই নষ্ট হয়ে যাওয়ার চান্স

৯৯ শতাংশ।

তো যাই হোক এই বিষয়ে যদি কারো সমস্যা হয় , বা কারো ফোনে কাজ না করে, তাহলে অবশ্যই আমার ফেসবুকে আমার সঙ্গে যোগাযোগ করবেন ❤️

Contract Facebook: facebook.com/imran.sameya

আজকের মত এখানে ই শেষ করছি আশা করছি খুব শিগগিরই নতুন কিছু নিয়ে হাজির হচ্ছি সেই পর্যন্ত সাথেই থাকুন ট্রিকবিডির ধন্যবাদ।❤️

145 thoughts on "[Best Post Of This Year ]? মাত্র ১০ মিনিটে যে কারো FACEBOOK ACCOUNT °উড়িয়ে° দিন! বা নষ্ট করে দিন।"

  1. meetwithrakib Rakibuzzaman Contributor says:
    eii trick ekhon r kaj hobe bole mone hoi na
    1. meetwithrakib Rakibuzzaman Contributor says:
      vai new id kholar sathe sathe disabled hoyea jasse
    2. আপনি এক ডিভাইস দিয়ে অনেকগুলো ফেসবুক অ্যাকাউন্ট খুলেছেন ইতিমধ্যেই যে জন্য আইপি প্রবলেমে ভুগছেন।

      এটার সমাধান হচ্ছে গিয়ে! গুগল প্লে স্টোরে গিয়ে আইপি চেঞ্জার নামে একটি অ্যাপ আছে ওইটা ডাউনলোড করে আইপিটা চেঞ্জ করে ট্রাই করুন ❤️

    3. meetwithrakib Rakibuzzaman Contributor says:
      আমি কম্পিউটারে IP Vanish প্রিমিয়াম দিয়ে জাপান কানেক্ট করেছি। তারপর টাইম চেন্জ করে Whoer.net থেকে ১০০% করেছি। নতুন ক্রম ব্যাউজার ক্রিয়েট করে সেখানে ট্রাই করছি।
  2. Avatar photo Ashiq Rahman Contributor says:
    অনেকদিন পর ট্রিকবিডিতে একটা কাজের পোস্ট পেলাম।
    অসাধারণ পোস্ট। Keep going bro
    1. Thank you so much brother ?
    2. Robinhasan Contributor says:
      Ato din kothai sila Tumi
  3. Avatar photo JS Jubayer Contributor says:
    try kore daki ???
  4. Avatar photo Hridoy Contributor says:
    Try korlam and gf er I’d all ready vore dici ? Nice post
    1. দারুন তো ?
  5. Aubdulla Al Muhit Contributor says:
    এটাতে অনেক সমস্যা আছে । প্রত্যেকটা আইডির একটা নম্বর থাকে তার নাম অনুযায়ী । ঐ নম্বরটা যদি আপনার খোলা একাউন্ট থেকে ছোট হয় তাহলে আজীবনেও ফেক একাউন্টে রিপোট মেরে আইডি বন্ধ করা যাবে না । ২বছর আগে খোলা এমন আইডিতে এই পদ্ধতিতে কাজ করবে না ।
    1. আইডি ক্লোন করে দুই বছর না ১০ বছর আগের আইডি ও উড়িয়ে দেওয়ার রেকর্ড আছে! আইডি যাবে না এরকম কোন কথা নেই।

      তবে কিছু কিছু আইডির ক্ষেত্রে ক্লোন আপডেট আনতে হবে! প্লাস তিনটা পর্যন্ত ক্লোন আইডি খোলা লাগতে পারে।
      তবে এই ক্লোন করে ভিকটিমের আইডি যাবে না এরকম কোন সন্দেহ নেই সেটা ১০ বছর হোক আর ২০ বছর এর পুরনো আইডি হোক।

      তবে যার আইডি সাসপেন্ড করে দেয়া হচ্ছে তার যদি nid থাকে তাহলে সে আইডি রিকভার করতে পারবে।

      এ বিষয়ে ৭ বছরের স্টাডি থেকে বলছি আশা করছি আপনি বুঝতে পেরেছেন ধন্যবাদ ভাই। ❤️

  6. Aubdulla Al Muhit Contributor says:
    বিপরীতে আপনার আইডিই বন্ধ হতে পারে ।
    1. আপনার কথায় যুক্তি আছে কিন্তু, স্টং ভিপিএন আর ক্লোন আপডেট থাকলে যে কোন আইডি নষ্ট করে দেওয়া সম্ভব কোন সন্দেহ নেই ❤️
  7. Avatar photo anamika Subscriber says:
    আমার আইডির কিছু হলে আপনার খবর আছে ?
    1. Avatar photo Roksana Ovi Author says:
      2din trickbd te ese khub to post mortem ta ekhon koi apnar post
  8. Aubdulla Al Muhit Contributor says:
    আরে ভাইয়া আইডি হাওয়া করে দেওয়া যাবে না এরকম কোন কথা নেই । এই পদ্ধতিতে ফেক একাউন্ট হিসেবে রিপোট মেরে আইডি বন্ধ করা অনেকটা কষ্টকর ।
    1. Avatar photo Md Sakib Chowdhury Contributor says:
      আসসালামু আলাইকুম ভাই।জানি না কতদূর শিখলাম বা বুঝলাম। তবে বুঝেছি কিছুটা।Tricks টা কাজ করবে কি না।তবে অনেকদিন পর TrickBD তে মজা করে ভালো একটা Post পরলাম।Tnx bro take❤️
  9. Aubdulla Al Muhit Contributor says:
    আপনার রিপোট কতার আইডিটা উল্টে ফেক একাউন্ট হিসেবে গণ্য হতে পারে ।
    1. না ভাই আইপি ক্লিয়ার থাকলে! তিনটা ক্লোন করলে যত পুরনো আইডিই হোক যাবেই ১০০ পার্সেন্ট।
  10. Robinhasan Contributor says:
    Vai ato dine ai post aita to aro 2016 sale korsi Bisoy Ta ki ar komu
    1. খুবই দুঃখজনক যে সে সময় আপনার পোষ্টটি অ্যাপ্রুভ করা হয়নি?
    2. Robinhasan Contributor says:
      @Îmŕâň bro ami To kono din post korine post sytem valo vabe jani na Tar jono aprop hoi ne vai…..  
  11. marufvai Author says:
    আমার ফেইসবুক আইডি ভেরিফাই করতে পারছিনা। Idendity confrimson এ যতবার nid card দেই বার বার রিজেক্ট হয়
    1. এ বিষয়ে আপনি আমার সাথে ফেসবুকে কন্টাক্ট করুন। ❤️
  12. Captain16 Contributor says:
    1ta diye try korlm kaj to hoilo na vai…akhn ki 3 ta clone kore try korbo?id 2020 r
    1. Hmm! আর খেয়াল রাখবেন ফোনের আইপি যেন ফ্রেশ থাকে ❤️
    2. Captain16 Contributor says:
      fresh bolte vai ki kkrte hbe jdi aktu bolten
  13. Avatar photo Busy Man Contributor says:
    nice post
  14. Avatar photo Jibon Roy Author says:
    নবীন ভাই নাকি স্প্যামিং এ?
    এইসব ট্রিক নিয়া ২২ এ আসছেন কি করতে?
    আর trickbd এর এডমিন দের কি বুদ্ধি লোপ পেয়েছে? এরকম পোস্ট অ্যাপ্রভ করে।
    একটা ক্লোন খুলে যদি ফেক রিপোর্ট এ আইডি নষ্ট হইতো তাহলে পোস্টদাতা ফেসবুক জীবনে চালাইতে পারতো না।আর ৫ মিনিট এ নাকি আইডি ব্যাক আসে? কে বলছে ভাই?
    যাই হোক নবীনদের বরণ করাই আমাদের কাজ।welcome
    1. আপনার কমেন্ট দেখে মনে হচ্ছে আপনি নিয়মিত গাঁজা সেবন করেন।
      যাই হোক তাতে আমার কি ?

      এনিওয়ে য়ে ভালো না লাগলে পোস্ট ইগনোর করুন। এরকম ধরনের অরুচি কর মন্তব্য করে নিজেকে মহাজ্ঞানী মনে কইরেন না। ?

      আমি পোষ্টের মধ্যে যথাযথ প্রমাণ দিয়েই পোস্ট পাবলিশ করেছি।☺️ এবং এই পোস্ট ফলো করে অনেকের কাজ হচ্ছে যা কমেন্টগুলো পড়লেই বুঝতে পারবেন ?

      ভুল হলে ক্ষমা করবেন! ছোট ভাই হিসাবে ❤️

    2. Avatar photo Ashiq Rahman Contributor says:
      @Jibon Roy ট্রিকবিডির এডমিনদের আসলেই বুদ্ধি লোপ পেয়েছে তাই আপনার মত আবালের অথর করে রেখেছে। যে কিনা নিজেই কোন কাজের না, একজন ভালো লেখক এর পোস্টের নিচেই আবলামি না করে নিজের চরকাই তেল দিন।
      যতসব আবাল ছাবালের কারখানা হয়ে গেছে
    3. Avatar photo Ashiq Rahman Contributor says:
      @Jibon Roy ট্রিকবিডির এডমিনদের আসলেই বুদ্ধি লোপ পেয়েছে তাই আপনার মত আবালের অথর করে রেখেছে। যে কিনা নিজেই কোন কাজের না, একজন ভালো লেখক এর পোস্টের নিচেই আবলামি না করে নিজের চরকাই তেল দিন।
    4. Avatar photo Ashiq Rahman Contributor says:
      @Jibon Roy ট্রিকবিডির এডমিনদের আসলেই বুদ্ধি লোপ পেয়েছে তাই আপনার মত আবালের অথর করে রেখেছে।
    5. Avatar photo Ashiq Rahman Contributor says:
      @Jibon Roy ট্রিকবিডির এডমিনদের আসলেই বুদ্ধি লোপ পেয়েছে তাই আপনার মত ২২ এর পাবনার পলাতক পাগল কে অথর করে রেখেছে। যে কিনা নিজেই কোন কাজের না, একজন ভালো লেখক এর পোস্টের নিচেই নবীন গিরি না করে নিজের চরকাই তেল দিন।
    6. Avatar photo AshiqRahman Contributor says:
      @Jibon Roy ট্রিকবিডির এডমিনদের আসলেই বুদ্ধি লোপ পেয়েছে তাই আপনার মত আবালের অথর করে রেখেছে। যে কিনা নিজেই কোন কাজের না, একজন ভালো লেখক এর পোস্টের নিচেই আবলামি না করে নিজের চরকাই তেল দিন।
      যত সব আবাল পাবনার পলাতক পাগল ছাগল ট্রিকবিডি তে আইছে।
    7. Avatar photo Jibon Roy Author says:
      AshiqRahman এজন্য আজও সেই কন্ট্রিবিউটর হয়ে ঘুরে বেড়াচ্ছেন ?
    8. Avatar photo Jibon Roy Author says:
      নবীন দের কথা দেখলেই বুজা যায় স্প্যামিং এ নবীন?
    9. Avatar photo AshiqRahman Contributor says:
      @Jibon Roy আপনি তো দেখছি আসলেই পাবনার পলাতক রোগি। ? আমি ট্রিকবিডির একজন পাঠক, লেখক নয় তাই যে আমার পদ টা অথর থাকবে।

      হয়তোবা আপনার এই মানসিক রোগী মার্কা কমেন্টগুলো দেখে ট্রিকবিডি টিম আপনাকে আর অথর রাখবেন না। অপেক্ষা করছি একটা আবাল তো কমবে।???

    10. Ridoy_vai Contributor says:
      হ ভাই, নবিন সেটা ভাবসাব দেখলেই বোঝা যায়, ২০১৯ সালে স্প্যামিং বাদ দিছি, বর্তমানে নিউ আইডি ভরা তাই কষ্টসাধ্য, আর ইনি বলছেন ১০ মিনিটে আইডি যাইবো ? হাস্যকর
  15. reaz101 Contributor says:
    যার জন্ম সাল অনলি মি করা থাকবে আর works অনলি মি করা থাকবে তাদের আইডিকি যাবেনি??
    1. এগুলো দেয়া না থাকলে তাহলে তো আরো পানির মত সহজ হয়ে গেল! ‌ আপনারও কষ্ট করে ওয়ার্ক জন্ম সাল দেয়া লাগলেনা।

      ধন্যবাদ ভাই কমেন্ট করার জন্য। ❤️

  16. Avatar photo Saimum Raihan Author says:
    পোস্ট কাজ করুক বা না করুক ভাই, পোস্ট পড়ে অনেক বেশি মজা পেয়েছি! ?
    1. ধরে নিন এটাই আমার সার্থকতা ধন্যবাদ ব্রাদার ❤️❤️❤️
  17. Avatar photo Najmul Nazu Author says:
    দারুন লেখনী, কিপ ইট আপ ম্যান ?
    1. শুকরিয়া ভাই ?
  18. Jaman+ Contributor says:
    কিভাবে ফেসবুক প্রোফাইল টাইপ পেইজ ক্রিয়েট করতে পারব
  19. Jaman+ Contributor says:
    ভাই কিভাবে ফেসবুক প্রোফাইল টাইপ পেইজ ক্রিয়েট করবো তা নিয়ে একটা টপিক লিখেন প্লিজ প্লিজ প্লিজ
    1. ধরে নিন আপনার পোস্ট লোডিং আছে ?
  20. Avatar photo Hasan Sarker Contributor says:
    ভাই আপনার পোস্ট পড়ে অনেক ভাল্লাগছে ?
    1. আপনাদের এমন মন্তব্য আমার সামনে আরো ভালো লেখার অনুপ্রেরণা ?
  21. Avatar photo Shakib Contributor says:
    ভাই রিপোর্ট করেছি। কতখন সময় লাগবে?
    পোস্ট যেভাবে লিখেছেন নোবেল পাওয়া যোগ্য ?
    1. নোবেলের ব্যবস্থা থাকলে তো ছিনিয়েই নিতাম।???
  22. Avatar photo Shakib Contributor says:
    কাজ হয় ২টা আইডি তে করলাম
    1. কাজ হওয়ার জন্যই তো পোস্ট করছি ব্রাদার ❤️❤️
    2. Avatar photo Shakib Contributor says:
      sorry vai kaj hoi nai.. 4tai korci.. 1 ta hoisa r o Details soho post kora oshit chilo… thanks
    1. Avatar photo Îmŕâň        Subscriber Post Creator says:
      নিশ্চয়ই ট্রাই করবেন। ?
  23. Avatar photo Mr 360° Contributor says:
    কাজ করে না ?
    1. Avatar photo Îmŕâň        Subscriber Post Creator says:
      ফোনের আইপি ক্লিয়ার করুন কাজ করবে ❤️
    1. Avatar photo Îmŕâň        Subscriber Post Creator says:
      Thank you ☺️
  24. Avatar photo MITHU HOSSSAN Contributor says:
    সত্যি
    1. Avatar photo Îmŕâň        Subscriber Post Creator says:
      100%
  25. shahalamctg50gmail.com Contributor says:
    apnar dekhano date of birth tai dite hbe?
    1. Avatar photo Îmŕâň        Subscriber Post Creator says:
      ভিকটিমের আইডির ডেট অফ বার্থ দেখা গেলে ওইটাই দিবেন! আর হাইড করা থাকলে। আমার পোস্টে যেটা দেয়া আছে ওইটা দিবেন।❤️
  26. Rakib Alinsky Contributor says:
    এটা অনেক আগে থেকেই জানতাম, কিন্ত যতবার চেষ্টা করেছি উল্টো আমার আইডি উড়ে গিয়েছিল। যাইহোক, আমার ফেবুর নাম চেঞ্জ টাইম লিমিট হয়ে গেছে, এখানে কোনভাবে সাহায্য করতে পারবেন?
    1. Avatar photo Îmŕâň        Subscriber Post Creator says:
      এটা সমাধান করার জন্যই তো ভিপিএন কানেক্ট করতে হবে ভাই।
      আর ফোন আইপি চেঞ্জার দিয়ে চেঞ্জ করে ট্রাই করবেন ইনশাল্লাহ কাজ করবে ❤️
  27. Avatar photo Limon Sarkar Contributor says:
    এখানে দেখছি অনেক হৃদয়বান মেটা এর ইন্জিনিয়ার আছেন!
    পারলে আমাকে একটু হেল্প করুন ২০০৯ এর আইডি একদম ফ্রেশ ছিল শুধু জন্ম তারিখ পরিবর্তন করেছি আমার ভোটার আইডি কার্ড অনুযায়ী কিন্তু নাম পরিবর্তন করা হয়নি। আইডি তে বিদেশি এক মেয়ের নাম অনুযায়ী খোলা ছিল।
    কিন্তু দুঃখের বিষয় হঠাৎ করেই একদিন সেলফি ভিডিও চায় ফেসবুক।
    কিন্তু আমি আরেকটা বিষয় খেয়াল করলাম ইউটিউব এ সার্চ করে সেলফি ভিডিও দেয়ার পরে আবার আইডি কার্ড ও সাবমিট দেয়া লাগে।
    এখন প্রশ্ন হলো যে আমার ভোটার আইডি কার্ড অনুযায়ী তো আইডির নাম মিল নাই কিন্তু জন্ম তারিখ এর মিল আছে এক্ষেত্রে উক্ত আইডি কিভাবে ব্যাক পেতে পারি?
    কেউ জানলে দয়াকরে একটু পরামর্শ দিয়ে সহযোগিতা করবেন?
    1. Avatar photo Tishat Ahmed Author says:
      ভাইয়া কাইন্ডলি আমাকে ফেসবুকে নক দেন রিকোভার করে দেওয়া যাবে ইনসাল্লাহ।❤️? ফেসবুক প্রফাইল লিংকঃ- https://www.facebook.com/tishat.ahmed.12
    1. Avatar photo Îmŕâň        Subscriber Post Creator says:
      Thank you ?
  28. Avatar photo MD FAYSAL Contributor says:
    আপনার বাসা কি গাজীপুরে??
    1. Avatar photo Îmŕâň        Subscriber Post Creator says:
      Ji na bro
  29. Avatar photo MD FAYSAL Contributor says:
    আপনার বাসা কি গাজীপুরে??
  30. Avatar photo Noyon king Contributor says:
    Vai. Apner fb id den. Apner shate kotha ase.
    1. Avatar photo Îmŕâň        Subscriber Post Creator says:
      পোস্টের নিচে দেওয়া আছে ভাই! http://Facebook.com/Imran.sameya
  31. Avatar photo Rimon Miah Contributor says:
    TrickBD ২০১৬ -২০১৮ সালেই এসব জানে পোলাপাইন,
    আর ভাই জীবনে প্রথম এমন গাঞ্জাখোর মার্কা পোস্ট দেখলাম,
    নবীন ভাই ওয়েলকাম
  32. shahalamctg50gmail.com Contributor says:
    id khular sathe sathei lock hye jacce num casse solution ki?
    1. Avatar photo Îmŕâň        Subscriber Post Creator says:
      ভাই আপনার ফোনে যদি অলরেডি অনেকগুলো ফেসবুক আইডি আপনি খুলে থাকেন সে ক্ষেত্রে এরকম প্রবলেম হয়।
  33. Abdur Rahman Abdur Rahman Contributor says:
    Not working bro. 2-3 ta id try korlam.. ektar jonno 3 ta clone banailam tobuo kaj korlo na.. post e kono kotha add korte hole korun, hocche na kno eta solve korun..
    1. Avatar photo Îmŕâň        Subscriber Post Creator says:
      Okk please wait
  34. Avatar photo Md Mahabub Khan Author says:
    Already try courtesy
  35. MITHU Contributor says:
    এই ট্রিক সত্যিই কাজের কিনা, তা এখনো পরীক্ষা করে দেখিনি…। তবে আপনি যে কষ্ট করে পোস্ট’টি লিখেচেন, তাতেই আমরা খুশী..। সবকিছুতে সার্থকতা খুঁজে কোনো লাভ নেই,, অন্তত আপনার জানা বিষয়টা অন্য সবাইকে জানার সুযোগ করে দিলেন..। এগিয়ে যান ভাই..?
    শুভ কামনা রইলো…?
    1. Avatar photo Rasel Khandokar Contributor says:
      এখানে জন্ম তারিখ যার আইডি নস্ট করবো সেই টাতে যে ডেট আছে ওইটাই তো দিতে হবে তাইনা??
    2. Avatar photo Îmŕâň        Subscriber Post Creator says:
      ভাইরে সবাই আপনার মত করে দেখে না দেখেন একটা ভাই অথর হয়ে কি ধরনের মন্তব্য করেছে। ?

      এনিওয়ে ধন্যবাদ ভাই। ?

  36. Imran Mridha Contributor says:
    vai kaj holo na
  37. Fragancia Contributor says:
    id খুলতেই তো আইডি লক হয়ে গেল। কেমনে কি করবো ভাই?
    1. Avatar photo Îmŕâň        Subscriber Post Creator says:
      ভাই আপনাদেরকে বারবার বলছি যারা ইতিমধ্যেই অনেকগুলো ফেসবুক আইডি ব্যবহার করছেন! বা খুলেছেন তাদের ফোন রিস্টার্ট অথবা আইপি চেঞ্জ করে ট্রাই করুন।
  38. Naimn6683 Contributor says:
    গুগল ক্রম থেকে কি এখন রানিং ভেরিফাই করা যায়না
    1. Avatar photo Îmŕâň        Subscriber Post Creator says:
      Hmm
  39. Avatar photo Abdus Sobhan Author says:
    Sohoj kothai id clone kore id nosto

    Old is gold tobe bes koyekbar cesta koreo sofol hote parlam na

    Apnar proti onurodh roilo post e ojotha kotha add na korte, otirikto kono kichui valo lage na.. (ata amr personal opinion valo na lagle kindly ignore)

  40. Avatar photo Md Mahabub Khan Author says:
    Apnar trick moto Try korlam but kaj holo nah
    1. Avatar photo Îmŕâň        Subscriber Post Creator says:
      ???
  41. Avatar photo Alinchakma Contributor says:
    অনেক কষ্টে আছি। আমার গফ এর আইডির জন্য। আইডি পাসওয়্যাড দেইনা আইডিটা 2থেকে3 মাস ধরে উড়িয়ে দেওয়ার চেষ্টা করছি অনেক ট্রিক দেখে দেখে বাট ব্যর্থ। আমার গফ এর আইডি 2022 সালের তেমন আইডিটে ডিটেল্স নেই নরমাল একাউন্ট তবুও চাঁন্দের দেশে পাঠাইতে পারিনা। র্জম্ম সাল ও জানি তবুও ব্যর্থ।কোনো হ্রদয়বান ব্যক্তি নিউ 100% work trick জানলে এই হতভাগা প্রেমিক কে সাহায্য করুন প্লিজ।
    1. Avatar photo Îmŕâň        Subscriber Post Creator says:
      Post updated loading….
    2. Avatar photo MD Ejahar Ahammad Nirob Contributor says:
      Change your gf
    1. Avatar photo Îmŕâň        Subscriber Post Creator says:
      Thank you ?
  42. jonaed ahmed Contributor says:
    BAL বাংলাদেশ আঃলীগ
  43. jonaed ahmed Contributor says:
    ভুয়া
  44. Md Imran Arif Contributor says:
    গাঞ্জাখোরের পোস্ট
    1. Avatar photo Îmŕâň        Subscriber Post Creator says:
      Thank you
  45. Avatar photo Wildheart Contributor says:
    I’d diye kivabe I’d verification korte hoi e niye ekta post korun
  46. Md. Omar Faruk Author says:
    এই সব পোস্ট ২০% কাজের, বাকি ৮০% শুধু আনন্দ আর কিছুই না।
  47. Avatar photo Robin Ahmed Author says:
    7/29/1999 ditey hobe naki oi id DOB jeta oita dibo??
  48. Emon One1 Contributor says:
    Kaz hoy na…reply chai…new post koren abar
  49. Avatar photo Shakib Contributor says:
    Fake Kaj Kore na..?
  50. juwe511 Contributor says:
    আবাল মার্কা পোস্ট
  51. Avatar photo Crackton71 Contributor says:
    এসব ট্রিক ২০১৭ থেকে ২০২০ পর্যন্ত কাজ করছে,
    এখন এই পদ্ধতিতে আইডি উড়াতে হলে আপনার বানানো ক্লোন কে এনআইডি কার্ড দিয়ে ভেরিফাই করতে হবে।
    আর অবশ্যই আপনার এনআইডি কার্ডের নাম এবং বার্থডে ভিকটিম এবং আপনার ক্লোনের সাথে সেম থাকতে হবে।
  52. Avatar photo AJ sabbir ✅ Author says:
    তাইলে তো জোকার বার্গের আইডিও নষ্ট করা যাবে ?? কি এগুলা বাচ্চা পোলাপাইন এর লজিকের মত পোস্ট। ২০১৪ সালের দিকে কিছু আইডিতে কাজ করত। ট্রিকবিডিতে এখন শুধু এগুলাই দেখার বাকি ছিল।
  53. Avatar photo Shahin Alom Contributor says:
    কোন দেশের সার্ভার ধরাতে হবে ভাই?
  54. Avatar photo Abdus Sobhan Author says:
    Sorry to say

    Akjono pelam na je bollo trick kaj koreche…?

    1. Avatar photo Md Abdus Sabur Legend Author says:
      আইডি উড়ানো এতো সহজ হলে কারো আইডি থাকতো না। দেখা গেলো আইডি আগে থেকে অনেক রিপোর্ট ছিল বা নরমাল আইডি বা নিউ আইডি এভাবে করলে নস্ট হবে বাট সব আইডি উড়ানো এতো সহজ হলে বাংলাদেশের কারো আইডি থাকতো না।
    2. Avatar photo Abdus Sobhan Author says:
      Ji vhai setai
  55. Avatar photo Rakib Author says:
    পোস্ট পড়ে মজা পেলাম,?
    এটা নতুন শিখছেন বোধহয় – আর ২/৩ টা আইডি খুলেন তখন দেখবেন আইডি খুলার আগেই লক?
    আর এইটা অনেক ওল্ড এক্কান ট্রিকস । মানে সময় নষ্ট এখন। ?
  56. Avatar photo Md Abdus Sabur Legend Author says:
    কস্ট করে পোস্ট করার জন্য ধন্যবাদ বাট এগুলো কাজের পোস্ট হলো না।
  57. Abdur Rahman abrahman_55 Contributor says:
    পোস্ট কি আপডেট হবে??
  58. Ridoy_vai Contributor says:
    আপনার এই হতবাক করা ট্রিকস দেখে মনে হচ্ছে আমার আইডির লিংকটা দিই, পারলে ভরে দেখান, পাক্কা ৩ দিন সময় ধরে গুতায়েন ??
  59. Nayem121t Contributor says:
    Ei author ekjon protarok… Nice utube support er scam kore
    1. Abdur Rahman abrahman_55 Contributor says:
      thik. abar ekta id noster jonno 500 taka kore chai.
  60. Sh3004Emon Contributor says:
    যাদের আইডি লক থাকে তাদের প্রফাইল পিক কাভার পিক কই পাবো?
  61. Avatar photo XR SABBIR KHAN Contributor says:
    কমেন্ট করতে করতে হাপিয়ে গেছি..ভাই ঠান্ডা খাওয়ান
  62. Avatar photo Shawon Ahmed Shan Contributor says:
    কাজ হোক আর না হোক।
    আপনার কথাগুলা জোসস ছিলো রে ভাই ☺️
  63. Mri.Riaz Contributor says:
    2টা ESP8266 দিয়ে কি
    wifi jammer এবং Evil Twin
    তৈরী করা যায়?

    যদি করা যায় কারো কাজে
    A to Z ভিডিও লিংক হবে??

  64. Vai apnk ami msg dichi messenger e aktu check koren.
  65. Avatar photo Deepraj Author says:
    Vai Phone Number Diye R Vpn Chara Account Khulle Hbe?
  66. Avatar photo Sharif Contributor says:
    Id to jaina
  67. Avatar photo শাহিদুল Contributor says:
    Vai kaj hoiche thanks???
  68. Avatar photo trickmyway Contributor says:
    Vaiya aktai ki report marte hobe??

Leave a Reply