Site icon Trickbd.com

Profile Type Page এর Admin Remove করুন ১ মিনিটেই [ Removal Pending Solved ]

Unnamed

Profile Type Page বা New Page থেকে যেকোনো এডমিনকে রিমুভ করার ট্রিকস জেনে রাখুন।

সম্প্রতি ফেসবুকের আপডেটের কারণে আমরা নতুন ইন্টারফেইস এর নতুন স্টাইলের পেইজ পেয়েছি, কিন্তু পরিবর্তন এসেছে বিভিন্ন জায়গায়।
পরিবর্তন গুলোর মধ্যে অন্যতম একটা হচ্ছে এখন চাইলেই কোনো এডমিনকে রিমুভ করা যায় না।
Remove করার জন্য গেলে দেখা যায় admin removal is pending করা হয়েছে এরকম একটা তথ্য দেখায় এবং ঐ এডমিন থেকে যায়।
অর্থাৎ যতক্ষণ পর্যন্ত ঐ এডমিন Remove Request Accept করবে না ততক্ষণ আপনি তাকে রিমুভ করতে পারবেন না।
যেমন :

কিন্তু আজকের ট্রিকসটি জানার পর আপনি নিজে নিজে যেকোনো এডমিনকে ১ মিনিটে ছাটাই করতে পারবেন, কোন অপেক্ষা করা লাগবে না।

বিস্তারিত জেনে নেওয়া যাক

( পোস্ট দেখে কোন জায়গায় অস্পষ্ট মনে হলে Post এর শেষে ভিডিও দেখে নিবেন)

প্রথমে আপনি Chrome বা যেকোনো Browser এ গিয়ে আপনার আইডিতে Login করে নিন এবং আপনার সেই নির্ধারিত পেইজে Switch করুন।

এবার https://web.facebook.com/settings/?tab=profile_access এই লিংকে ক্লিক করুন অথবা সেটিংস থেকে এডমিন সেটিংস খুঁজে বের করুন।

দেখুন সকল এডমিন দেখা যাবে।

দেখুন আমি কাউকে রিমুভ করতে গেলে নিচের লিখাটা আসে।

কিন্তু এই লিখা না এনে রিমুভ করার জন্য প্রথমে যে এডমিনকে রিমুভ করবেন তার পাশে Three Dot এ ক্লিক করুন।
এবার Change Page Access level এ ক্লিক করুন
Insight অপশন টিক মার্ক দিন এবং Update এ ক্লিক করুন।




এবার Page Access এ দেখবেন সেই এডমিন দেখা যাচ্ছে, সেখানে আবারও Three Dot এ ক্লিক করুন

এবার Remove এ ক্লিক করুন এবং আপনার ফেসবুক পাসওয়ার্ড দিয়ে সেইভ করুন।

বেশ কাজ হয়ে গেছে।
দেখুন এখন সেই এডমিন সরাসরি Removed Successfully।

ত এভাবেই আপনি আপনার পেইজের যেকোনো এডমিনকে রিমুভ করতে পারবেন কোন ধরনের অপেক্ষা ছাড়াই।

YouTube Video Link :

https://youtu.be/lC1DJ3RZzlU

নতুন কিছু পেতে ভিজিট করুন :
tahercoxbd.com এবং educoxbd.com

আজকের টিউটোরিয়াল এখানেই শেষ করলাম আল্লাহ হাফেজ।