Site icon Trickbd.com

বন্ধ হয়ে যাচ্ছে ফেসবুক থেকে ইনকামের রাস্তা

যারা ফেসবুক থেকে ওয়েবসাইটের মাধ্যমে ইনকাম করতো বা ইনকাম করার কথা ভাবছিলো তাদের জন্য বড় দুঃসংবাদ এটি । আমিও এই খবরটিতে অনেকটা ভেংগে পরেছি ।

যাইহোক আমরা জানি ফেসবুক থেকে ওয়েবসাইট এর মাধ্যমে ইনকামের উপায় হচ্ছে ফেসবুক ইন্সট্যান্ট আর্টিকেল (Facebook Instant Article)

এটি মূলত ফেসবুকের নিজস্ব একটি এড নেটওয়ার্ক । এটির মাধ্যমে ভিসিটররা কোনো আর্টিকেল পড়তে চাইলে কোনো লোডিং ছাড়াই ওয়েবসাইটে না গিয়েই ডিরেক্ট ফেসবুক থেকে পড়তে পারে। আর যারা এখানে আর্টিকেল পাবলিশ করে তাদেরকে ভালো অংকের একটা ইনকাম দিতো ফেসবুক।

যে কেউ তার ওয়েবসাইটের সাথে ফেসবুক পেইজকে কানেক্ট করে এটি ব্যাবহার করতে পারতো।

এই এড নেটওয়ার্কটি অন্য সব এড নেটওয়ার্ক থেকে অনেক বেশী ইনকাম দিতো। আমি নিজেও গত ২ বছর ধরে এটি থেকে ভালো আরনিং করে আসছি।

 

কিন্তু হঠাতই ফেসবুক এটিকে বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে এবং অফিসিয়ালি ঘোষণা দিয়ে দিয়েছে।

২০২৩ সালের এপ্রিলে এটি বন্ধ করে দেওয়া হবে। এই ঘোষণার পর অনেকেই চিন্তায় পরে গেছে। কারণ এটি ছিলো অনেকের একমাত্র ইনকাম সোর্স।

ফেসবুক এই সিদ্ধান্ত নেওয়ার কারণ কেউ জানেনা। আর এটির বিকল্প হিসেবে নতুন কিছু আসবে কিনা সেটিও নিশ্চিত নয়।

তবে ফেসবুকে ভিডিও মনিটাইজেশন করে ইনকামের রাস্তা এখনো খুলা রয়েছে এবং এটি বন্ধ হওয়ার কোনো খবর পাওয়া যায়নি। সো ভিডিওতে সফল হওয়ার চেষ্টা করতে পারেন।

 

যাইহোক ফেসবুক তাদের নতুন কোনো সিস্টেম নিয়ে হাজির হোক সেটাই চাই।

সবাই ভালো থাকবেন। আমার আর্টিকেলটি ভালো লাগলে কমেন্ট করে উৎসাহ দেবেন, আল্লাহ হাফেজ ।

 

Visit for daily update news: https://mcnews24.com/

Exit mobile version