Site icon Trickbd.com

ফেসবুক, হোয়াটসঅ্যাপ , ইনস্টাগ্রাম অ্যাকাউন্টগুলি নিরাপদ রাখার উপায়।

Unnamed

যোগাযোগ ভরসার মাধ্যমে এখন ফেসবুক ইনস্টাগ্রাম ও whatsapp সহ নানা সোশ্যাল মিডিয়া। সোশ্যাল মিডিয়ার এই মাধ্যমে কিন্তু হতে পারে আপনার জন্য সবচেয়ে বড় ক্ষতির কারণ যদি না তা থাকে সুরক্ষিত।

তাই আজকের আর্টিকেলে জানব কিভাবে সুরক্ষিত রাখবেন আপনার facebook, instagram ও whatsapp, একাউন্ট।

ফেসবুক, ইন্সটাগ্রাম, ও হোয়াটসঅ্যাপ এর মতো সোশ্যাল সাইটগুলো এখন দৈনন্দিন জীবনের এক বড় অংশ হয়ে উঠেছে। বন্ধু পরিবার কিংবা সহকর্মীদের সঙ্গে নিয়মিত যোগাযোগ ছাড়াও নানা গুরুত্বপূর্ণ তথ্যের আদান-প্রদান করা হয় এই মাধ্যম গুলো দিয়ে।

হ্যাকারদের হাতে পড়ে সেই সব তথ্যগুলোর যেন ভুল ব্যবহার না হয়, সেজন্য অত্যন্ত প্রয়োজন ছোট ছোট কিছু সাবধানতা, যা সুরক্ষিত রাখবে আপনার গোপনীয় তথ্য।


ফেসবুক অ্যাকাউন্ট সুরক্ষিত রাখার উপায়।


ফেসবুকের ক্ষেত্রে প্রাইভেসি সেটিং করতে হবে নিজের পছন্দ অনুযায়ী, কোন পোস্ট সবাই দেখতে পারবে তা মনিটরিং করতে হবে নিজের ই।

সার্চ ইঞ্জিন থেকে সরিয়ে রাখা যেতে পারে একাউন্ট, টু ফেক্টর চালু করতে হবে! এর ফলে কেউ আপনার একাউন্ট ব্যবহার করতে চাইলে নোটিফিকেশন আসবে।


ইনস্টাগ্রাম একাউন্ট নিরাপদ রাখার উপায়।


আপনার instagram একাউন্টটি সুরক্ষিত রাখার জন্য টু ফেক্টর অথেন্টিকেশন চালুর পাশাপাশি ফোন ও ইমেইল এড্রেস আপডেট করতে হবে।

সন্দেহজনক কোন লিংকে ক্লিক করা একদমই যাবে না।


হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট সুরক্ষিত রাখার উপায়।


আপনার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টটি সুরক্ষিত রাখতে রেজিস্ট্রেশন কোড বা টু স্টেপ ভেরিফিকেশন কোড শেয়ার করা যাবে না কারো সঙ্গে।
অপরিচিত কোন নাম্বার থেকে আসা বিজ্ঞাপনে একদমই ক্লিক করা যাবে না, এছাড়াও লটারি কিংবা চাকরি পেয়েছেন এসব লিংক আসলে ভুলেও তাতে ক্লিক করা যাবে না।

তো আজকে এই ছোট্ট ছোট্ট ব্যাপার গুলি হয়তো অনেকেরই এখনো অজানায় রয়ে গিয়েছে, তো যাদের অজানা রয়েছে তারা নতুন কিছু জানতে পারলে না আশা করছি।

তো আজকের মত এ পর্যন্তই ভালো থাকবেন নিজের খেয়াল রাখবেন দেখা হবে পরবর্তী কোনো আর্টিকেলে সবার সাথে ইনশাআল্লাহ।