আসসালামুআলাইকুম
সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভাল আছেন। Trickbd এর সাথে সবাই নিয়মিত থাকবেন,যাতে সকল প্রকার আপডেট পেতে পারেন।
বর্তমানে এই ডিজিটাল যুগে প্রায় কম-বেশি সবাই ফেসবুক ব্যাবহার করে থাকেন,অনেকে আবার শখের বসে ফেসবুক পেজ খুলে থাকেন। কিন্ত অনেকসময় দেখা যায় ফেসবুকে অনেকের পেজ অনেক ভাইরাল। আপনি ইচ্ছা করলে আপনার পেজটিকে ও তাদের মত ভাইরাল করাতে পারেন।
এজন্য প্রচুর পরিশ্রম করতে হবে। সেই সাথে কিছু টেকনিক মাথায় রাখতে হবে। আজকে আপনাদের মাঝে এমন কয়েকটি গুরুত্বপূর্ণ সিক্রেট টিপস দেব, যে টিপসগুলো ফলো করলে আপনার পেজ অনেক র্যাঙ্ক করবে।
অনেকে শখের বসে পেজ খুলে সেখানে বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকেন। আজকে সিক্রেট গুলো ফলো করলে আপনার ভিডিও ভাইরাল হতে সাহায্য করবে। কথা না বাড়িয়ে শুরু করা যাকঃ-
১) এইচডি কোয়ালিটি ইন্টারটেইনমেন্ট ভিডিও বানাতে হবেঃ-
আপনি যখন আপনার ফেসবুক পেজে ভিডিও আপলোড করেন, তখন এইচডি কোয়ালিটি ভিডিও সবাই বেশি খন দেখেন। ভিডিওর মান যদি ভালো না হয় সে ভিডিও সবাই বেশিক্ষণ দেখেনা। এজন্য ভিডিওর কোয়ালিটির দিকে বেশি মনোযোগী হতে হবে। ভিডিও ভাইরাল হওয়ার মূলে হল দর্শক সে ভিডিও কত সময় দেখল।ধরুন ৫ মিনিটের একটা ভিডিও,১০০জন দর্শকের সে কাছে পৌঁছাল, সে ভিডিও ৬০জন না টেনে ৪ মিনিট কিংবা ৫ মিনিটের মতো দেখলো,তাহলে সে ভিডিও ভাইরাল হওয়ার চান্স ১০০ গুন বেড়ে যায়।ইন্টারটেইনমেন্ট ভিডিও লোকজন বেশি দেখে। তাই চেষ্টা করুন কোয়ালিটি সম্পন্ন ভিডিও তৈরি করার। সেইসাথে ভিডিওর মান ভিডিওর কোয়ালিটি সব যেন অনেক ভাল থাকেন,লোকজন যাতে সে ভিডিওর প্রতি আকৃষ্ট হয়।
2)ভিডিও টাইটেল যেন চমকপ্রদ হয়ঃ-
একটা ভিডিওর মূল হল সে ভিডিওর টাইটেল। কারন অনেকে টাইটেল দেখে সেই ভিডিওর উপর ক্লিক করেন। তাই চেষ্টা করতে হবে টাইটেল যেন মানসম্মত হয় যাতে লোকজন আকৃষ্ট হয়েছে ভিডিওর উপর ক্লিক করে। তাই অন্যান্য বিষয়ের উপর নজর রাখার পরে টাইটেলের দিকে বেশি নজর রাখা উচিৎ । ভিডিওর কোয়ালিটি যদি মানসম্মত হয় এবং টাইটেল যদি ভাল হয় তাহলে অবশ্যই সে ভিডিও ভাইরাল হবে।তাই ভিডিও টাইটেল এর দিকে বেশি নজর রাখা উচিৎ।
৩) মানসম্মত থাম্বমেল ব্যবহার করাঃ–
ফেসবুকের ভিডিও ভাইরাল হতে থাম্বলেন অনেক বেশি সাহায্য করে। কারন থাম্বমেল সবাই সেই ভিডিওর উপরে ক্লিক করে এবং ভিডিওটি দেখে।তাই থাম্বমেল এর দিকে বেশি নজর রাখা উচিৎ।
৫) ভিডিও বুষ্টঃ-
নতুন অবস্থায় পেজ খোলার পর সে পেজের ভিডিও বুষ্ট করা উচিৎ ।কারণ ভিডিও বুষ্ট করলে সে ভিডিওর ইংগেজমেন্ট বেড়ে যায়। এবং ভিডিও ভাইরাল হতে সাহায্য করে। টাকা থাকলে বুষ্ট করলে পেজের জন্য অনেক ভাল।
আপনি যদি নতুন পেজকে উপরের দেয়া নিয়মগুলো মেনে কাজ করেন,তাহলে সফলতা অর্জন করতে পারবেন খুব অল্প সময়। তবে প্রচুর পরিশ্রম করতে হবে। পরিশ্রম ছাড়া কোনো কাজেই সফলতা অর্জন করা যায় না। চেস্টা করুন,লেগে থাকুন একদিন সফলতা আসবে।
আজকে এপযন্ত, আবারো দেখা হবে নতুন কোনো আপডেট নিয়ে।
ভুল হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন।
যেকোন প্রয়োজনে,
ফেসবুকে আমিঃ-
ধন্যবাদ।