হ্যালো বন্ধুরা আমি আপনাদের দেখাবো কিভাবে আপনার যেকোন ফেসবুক গ্রুপের এক ক্লিকে সকল এডমিন ডিটেইলস আপনারা বের করবেন।

ওই গ্রুপের অ্যাডমিন ও মডারেটর কে এবং এডমিন মডারেটর এর প্রোফাইল লিংক আপনারা কিভাবে এক ক্লিকে বের করবেন সেটি আমি দেখাবো

আমি এই কাজটা পিসির মাধ্যমে করব আপনারা যাদের পিসি নাই মোবাইল আছে তারা Kiki browser দিয়ে সেমভাবে করতে পারবেন

এখন যে গ্রুপের বের করবেন ওই গ্রুপে চলে যাবেন।
ধরুন এটা একটা ফেসবুক গ্রুপ এই গ্রুপের এডমিন ডিটেইলস এখন বের করব এর জন্য
?থ্রি ডট এ ক্লিক করবেন
? মোর টুলসে ক্লিক করে এক্সটেনশনে চলে যাবে


এখানে আমার দেওয়া এক্সটেনশন আপলোড করতে হবে।

এক্সটেনশন আপলোড হয়ে গেলে পিন করে নিবেন ।
তারপর এক্সটেনশন টার উপর ক্লিক করবেন

সর্বপ্রথমে ভাষাটা ইংলিশ দিয়ে দিবেন

তারপর Check admin beta তে ক্লিক করলে সবকিছু চলে আসবে text আকারে

এখানে দেখুন গ্রুপের এডমিন তাদের সকল ডিটেলস এখানে চলে এসেছে । তাদের আইডি কোড সহ দেওয়া আছে

এখন আপনারা কিভাবে প্রোফাইল লিংক বের করবেন ।
Facebook.com/ID Code যে এডমিন বা মডারেটরে প্রোফাইল লিংক বের করবেন ওর আইডি করতে কপি করে www.facebook.com/আইডি কোড দিয়ে দিবেন দিয়ে চলে আসবে।

আপনাদের কারো বুঝতে সমস্যা হলে নিচের ভিডিওটি দেখতে পারেন

আমার ফেসবুক লিংক

7 thoughts on "FB Group Hidden Admin Check Tools"

  1. Asif Contributor says:
    ভালো ট্রিক
  2. MD Hasan Xhmed Contributor says:
    কিছুই বুঝলাম না পোষ্ট টি।
  3. Arfat Edward Contributor says:
    facebook toolkit takle share korun
  4. MD Musabbir Kabir Ovi Author says:
    সত্যি কার্যকর ট্রিক
  5. Md.Abid Perves Author says:
    Entension ta ki nirapod?
  6. Sobuj0005 Contributor says:
    অনেককেই দেখি টেলিগ্রামের লিংক দিতে, এটা কি যোক্তিক? যেখানে সবার টেলিগ্রাম থাকেও না। অনুগ্রহ করে টেলিগ্রাম লিংক দেবার সময় লিখে জানাবেন, আর অল্টারনেটিভ আরও একটা লিংক দিবেন।

Leave a Reply