সবাই আশা করি ভালই আছেন।
আমাদের অনেকেরই তো ফেসবুক পেজ আছে। কিন্তু ফেসবুক ফ্রেন্ড বেশি থাকলে সবাইকে এক এক করে পেজে Invite করাও তো একটা ঝামেলা। নিতান্তই বিরক্তিকর ব্যাপার। ভাবতেন, কেমন হয় যদি সবাইকে একসাথে পেজে Invite করা যায়? তাই আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি একটা জটিল ট্রিকস যার মাধ্যমে আপনি ফেসবুকে এক ক্লিকেই সবাইকে আপনার পেজে Invite করতে পারবেন। এটি Google Chorme ও Mozilla Firebox দুটোর ক্ষেত্রেই প্রযোজ্য। তাহলে চলুন দেখে নিই কিভাবে এটা করতে হয়।
- Google Chrome এর জন্যঃ
প্রথমে Google Chrome থেকে এই Extensionটি Add করে নিন।
- Mozilla Firebox এর জন্যঃ
প্রথমে Mozilla Firebox থেকে এই Add-onsটি Add করে নিন।
Mozilla Firebox হোক আর Google Chrome হোক দুইটার সিস্টেম একই। আমি Mozilla Firebox এ করে দেখালামঃ
- প্রথমে ফেসবুকে Login করে আপনার কাঙ্ক্ষিত পেজে যান।
- সবাইকে একসাথে Invite করার জন্য See All এ ক্লিক করুন।
- কাজ তো শেষ প্রায়। এইবার যে বক্সটি Open হবে সেখানে দেখবেন নতুন করে ‘Select All’ Option এসেছে। Select All-এ ক্লিক করুন।
- বাহ! কি চমৎকার, দেখলেন তো সবাইকেই আপনি একসাথে Select করে ফেলেছেন। দেখুন আমার ক্ষেত্রেঃ
- এইবার শুধু Submit এ ক্লিক করে দিয়ে এক ক্লিকে সবাইকে আপনার পেজে Invite করে দিন।
এছাড়া আরও একটি Google Chorme এর আরেকটি Extesion আছে যার মাধ্যমে আপনি একই কাজ করতে পারবেন, কিন্তু এটাই সহজ। তাই আর অন্য কিছুর দরকার নেই। কারো ইচ্ছা হলে এই Extension টা দিয়েও একসাথে পেজে সবাইকে Invite করতে পারবেন। Extension টা নিয়ে নিনএখান থেকে।
পোস্টটি পড়ার জন্য ধন্যবাদ সবাইকে। সবাই ভাল থাকুন।