কিছুদিন আগে আমরা এই ধরনের কথা খুব বেশী বেশী সুনতে শুরু করেছিলাম যে, ফেসবুক তাদের নিউজ ফিডে “আনলাইক” বাটন অ্যাড করতে যাচ্ছে। তবে পরবর্তীতে ফেসবুক আর সেটি করেনি কারন নতুন এই ফিচারটি নিয়ে অনেক প্রশ্ন উঠেছিল। সবথেকে মারাত্মক যে কাজটি হতো, সেটা মানুষের মধ্যে দুরুত্ত তৈরি করতো। বন্ধুত্তের মধ্যে ফাটল সৃষ্টি করতো।
নিচে দেয়া ছবিতে যেমনটি দেখতে পাচ্ছেন, নতুন বাটন গুলো আপনার নিউজফিডে ঠিক এভাবেই প্রদর্শিত হবে।
আর আপনার ইচ্ছা অনুযায়ী কারোর পোষ্টে ইমো কমেন্ট করতে পারবেন। যেটা সত্যি অসাধারন অন্তত ডিজলাইক থেকে অনেক ভালো।
কর্তিপক্ষের কথা, এবার মানুষ তাদের ইচ্ছা মতো ফিলিং শেয়ার করতে পারবে আর বন্ধুত্বও তাহকবে অক্ষুন্ন।
কেমন লাগেছে আপনার নতুন “ফেসবুক ডিজলাইক ফিচার”?
খারাপ না, কারন এখন আপনার বন্ধু যদি আপনাকে নিয়ে ট্যাগ করে করে তখন আপনি চাইলেই তার পোষ্টে আপনার রাগ ঝারতে পারবেন একটা ইমো কমেন্টের মাধ্যমে!