আপনার শখের ফেইসবুক আইডিটি যদি
হ্যাক হয়ে যায় তাহলে কি করবেন? যে
হ্যাক করেছে তাকে গালাগাল করবেন
নাকি বন্ধুদের অনুরোধ করবেন আপনার
আইডিটি রিপোর্ট করে ব্লক করে
দিতে? আগে হয়ত এই কাজই করতেন
কিন্তু এখন আর না। কারন “এখন কি আর
সেই দিন আছে, দিন বদলাইছে না”।
এখন হ্যাক হওয়া ফেসবুক আইডিও উদ্ধার
করা যায়।
কিভাবে? বলব, কিন্তু তার আগে জেনে
নিন কি কি উপায়ে আপনার আইডি
হ্যাক হতে পারেঃ
১) পাসওয়ার্ড পরিবর্তন করে ও
২) ইমেইল এড্রেস পরিবর্তন করে।
পাসওয়ার্ড পরিবর্তন করা হলে যাধরুন কেউ একজন আপনার অগোচরে
আপনার ফেসবুক আইডির পাসওয়ার্ড
জেনে গিয়েছে এবং আপনার একাউন্টে
লগইন করে আপনার পুরাতন পাসওয়ার্ড
পরিবর্তন করে নতুন পাসওয়ার্ড সেট
করে দিয়েছে। এখন আপনি আর পুরাতন
পাসওয়ার্ড দিয়ে ফেসবুকে লগইন করতে
পারবেন না। এই সমস্যার সমাধানের
জন্য নিচের লিংকে যান।
www.facebook.com/help/identify.php?show_form=hack_login_changed
এরপর পরবর্তী নির্দেশনা অনুযায়ী কাজ
করুন।
করবেনঃ
এবার মনে করুন আপনি আগের চেয়েও
উন্নত মানের একজন হ্যাকারের হাতে
পরেছেন যে শুধু আপনার পাসওয়ার্ড
পরিবর্তন করেই শান্ত হয়নি পরিবর্তন
করে ফেলেছে আপনার ইমেইল এড্রেসও।
যেতে হবে নিচের লিংকে
http://www.facebook.com/hacked/
আশা করি আপনি আপনার হ্যাক হওয়া
আইডি ফেরত পাবেন। আর আপনাদের
কারও যদি এই দুই পদ্ধতির চেয়েও ভাল
কোন পদ্ধতি জানা থাকে, তাহলে
জানাবেন প্লিজ।