আসসালামু আলাইকুম,, সকলেই ভালো আছেন আশা করছি, আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি নতুন একটি টেকনিক। ফেসবুকে লক করা প্রোফাইল পিকচার দেখুন কোনো প্রকার অ্যাপ ছাড়াই । আমি আপনাদের শিখিয়ে দেবো কিভাবে লক করা ফেসবুক প্রোফাইল পিকচার দেখবেন, কোন প্রকার অ্যাপ লাগবেনা।
তোহ চলুন কাজে নেমে পড়ি,প্রথমে ফেসবুক ওপেন করে একটা লক করা প্রোফাইলে যান।
এবার প্রোফাইলের থ্রি-ডট মেনুতে গিয়ে প্রোফাইলের লিংকটি কপি করে নিন।
এখন হবে মূল কাজ, যেকোনো একটা ইন্টারনেট ব্রাউজার নিন। সেখানে প্রোফাইল লিংকটি বসিয়ে https://www. এইটুকু লেখা কেটে দিন। এবার পুরো লিখাটির আগে mbasic. যুক্ত করে এন্টার দেন। ( Example: mbasic.facebook.com/profile.php?id=100005567614404&mibextid=ZbWKwL)
প্রোফাইলটি আসার পর প্রোফাইল পিকচারের ওপর ট্যাপ করে ধরে রাখুন। তারপর preview তে ক্লিক করে বড় ছোট করে দেখুন।
পোস্টটি সম্পূর্ণ পড়ার জন্য ধন্যবাদ সবাইকে।
কুয়োর ব্যাঙ ?
hotash, ami khub e hotash……… ??
সবাই যানে এটা?
এরকম ব্যাসিক ট্রিক বাঙালিরা অনেক আগে থেকেই জানে!
আশাকরি আপনার থেকে এর চেয়েও উন্নত কিছু!
তবুও ধন্যবাদ কষ্ট করে লেখার জন্যে।
তবে আমি Via Browser – থেকে দেখি! কোয়ালিটি অরিজিনাল একদম! জাস্ট লিংক কপি করে ব্রাউজারে পেস্ট করে দিলেই হলো!
তবে ট্রিকস পুরনো হলে ও ভালো কাজ করে…ধন্যবাদ ❤️নিজে যা জানেন তা অন্য জনের সাথে শেয়ার করার জন্য❤️