Site icon Trickbd.com

Facebook New Update: এখন থেকে Low-quality, Unoriginal এবং Sensitive Content আপনার নিউজ ফিড থেকে বন্ধ করতে পারবেন

রিডিউস নামে ফেসবুকে নতুন একটি ফিচার এসেছে। এই ফিচারের মাধ্যমে লো কোয়ালিটি ভিডিও, সেনসিটিভ ভিডিও এবং আনঅরিজিনাল এবং প্রবলেমেটিক্ ভিডিও চাইলেই আপনার নিউজ ফিড থেকে বন্ধ করতে পারবেন। মানে সেসব অযাচিত ভিডিও আপনার নিউজ ফিড দূষিত করতে পারবে না।

নিচের ছবিগুলো ফলো করে ধাপে ধাপে প্রক্রিয়াটি সম্পন্ন করতে পারেন। তবে প্রথমেই হয়তো এসব ক্যাটাগরির সব ভিডিও বন্ধ নাও হতে পারে।
এছাড়া এসব ক্যাটাগরির ভিডিওতে অতিমাত্রায় রিএ্যাক্ট করলে সেসব ভিডিও ফেসবুক এআই শনাক্ত করতে ব্যর্থ হতে পারে। তাই অবশ্যই এই টাইপের পোস্টগুলোকে Cross বাটনে ক্লিক করে ফেসবুকের Algorithm কে বুঝাতে হবে আপনি এগুলোতে interested নন।

 

যেভাবে Low-quality, Unoriginal এবং Sensitive Content আপনার নিউজ ফিড থেকে Reduce করবেন

  1. প্রথমে Setting (সেটিং) এ যেতে হবে।

2. সেটিং থেকে News Feed (নিউজ ফিড)

 

3. নিউজফিডে গেলে Reduce (রিডিউস) নামে নতুন একটি অপশন পাওয়া যাবে। এটাতে ক্লিক করলে কয়েকটি ক্যাটাগরি দেখাবে

 

4. প্রতিটি ক্যাটাগরি আলাদাভাবে ক্লিক করতে হবে।

 

5. Reduce More ক্লিক করতে হবে। এবং Ok ক্লিক করে বের হতে হবে।

এভাবেই Low-quality, Unoriginal and Sensitive Content আপনার নিউজ ফিড থেকে বন্ধ করতে পারবেন

Exit mobile version