Site icon Trickbd.com

ফেসবুক মোবাইল ভার্সনের প্রোফাইলে নতুন ডিজাইন?

Unnamed

আপনি যদি মোবাইলে ফেসবুক অ্যাপ
ব্যবহার করে থাকেন তাহলে এর
প্রোফাইল পেজে শীঘ্রই নতুন
ডিজাইন দেখতে পেতে পারেন।
বেশ কিছুদিন ধরেই কিছু কিছু
ব্যবহারকারীর প্রোফাইল পেজে
একাধিক নতুন ডিজাইন পরীক্ষা
করছে ফেসবুক।
এমনই একজন ব্যবহারকারী হঠাত তার
ফেসবুক প্রোফাইলের ভিন্ন
চেহারা দেখে সেখান থেকে
স্ক্রিনশট নিয়ে ছবিটি টুইটারে
প্রকাশ করেছেন।

সেই স্ক্রিনশটে দেখা যায়, নতুন
পরীক্ষামূলক ডিজাইনে
ব্যবহারকারীর প্রোফাইল পিকচার
পেইজের উপরের দিকে মাঝখানে
নিয়ে আসা হয়েছে, যা এর আগে
বামপাশে ছিল। আর প্রোফাইল
পিকচারের নিচে রয়েছে
ব্যবহারকারীর নাম। এর উপরে কভার
ইমেজ আগের মতই রয়েছে। নতুন
ডিজাইন অনেকটা গুগল প্লাসের মত
দেখা যাচ্ছে। পার্থক্য শুধু
প্রোফাইল পিকচারের আকৃতিতে।
গুগল প্লাসের প্রোফাইল পিকচার
গোলাকার, আর ফেসবুকের এই
ডিজাইনে ছবিটি চারকোণা।
ফেসবুক নিজেও এই নতুন ডিজাইনের
বিষয়টি নিশ্চিত করেছে। তবে
পরীক্ষামূলক এই লে-আউট কবে
রিলিজ পাবে সে ব্যাপারে কিছু
জানায়নি কোম্পানিটি।

Exit mobile version