Site icon Trickbd.com

হ্যাক হবে না আপনার ফেসবুক অ্যাকাউন্ট – স্ক্রীনশটসহ বিস্তারিত

আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? নিশ্চই ভাল। আমিও ভাল আছি।

কাজের কথায় আসি। বর্তমান যুগে ফেসবুক ব্যাবহার করে না এমন মানুষ খুজে পাওয়া কঠিন। আমাদের সবারই একটি করে ফেসবুক অ্যাকাউন্ট আছে। কিন্তু আমাদের গুরুত্বপূর্ণ অ্যাকাউন্ট টি যদি কেউ হ্যাক করে ফেলে তাহলে আমাদের অনেক সমস্যাই পড়তে হয়।

তাই আমি আজ দেখাব কিভাবে আপনার ফেসবুক অ্যাকাউন্ট টি সুরক্ষিত রাখবেন।

নিচের ধাপগুলো ফলো করুনঃ

১ঃ প্রথমে আপনার ফেসবুক অ্যাকাউন্ট টিতে লগইন করুন। তারপর নিচের মত “Setting & privacy” তে যান।

২ঃ তারপর “Security” তে ক্লিক করুন।

৩ঃ এখন  Login approvals এর ডানে “Enable” এ ক্লিক করুন।

৪ঃ এখন “Start Setup” এ ক্লিক করুন।

 ৫ঃ এখন এই ধাপে আপনার যদি আগে থেকেই ফোন নাম্বার দেয়া থাকে তাহলে নিচের মত পাবেন। আর যদি না দেয়া থাকে তাহলে ফোন নাম্বার দিয়ে তারপর “Continue” এ ক্লিক করুন। আর যদি ফোন নাম্বার পরিবর্তন করতে চান তাহলে “Change phone number” এ ক্লিক করে নতুন নাম্বার দিন। এই ফোন নাম্বারেই কিন্তু “Security” কোড যাবে।

৬ঃ এখন আপনার ফোন চেক করে দেখুন সেখানে একটা কোড চলে গেছে। এই কোড টি নিচের বক্সে দিন এবং “Continue” এ ক্লিক করুন।

 ৭ঃ এবার নিচের ছবির মত বক্সে টিক দিয়ে “Close” করুন।

৮ঃ এখন যদি কেউ অন্য কোন ব্রাউজার দিয়ে আপনার অ্যাকাউন্ট এ লগইন করার চেষ্টা করে তাহলে নিচের বক্সের মত কোড যা। যে কোড তা আপনার দেয়া নাম্বার এ আসবে। তাই আপনি ছাড়া কেউ লগইন করতে পারবেনা । এভাবে আপনি আপনার অ্যাকাউন্ট টি সুরক্ষিত রাখতে পারেন। প্রথম প্রকাশিত

পোস্ট টি প্রথম প্রকাশিত হয় এখানে, চাইলে ঘুরে আসতে পারেন।