যে বিষয়টা নিয়ে লিখছি
এব্যপারে
আগে কোন টিউন হয়েছে কিনা
জানা
নেই।থাকলে আমি আন্তরিকভাবে
দুঃখিত।
ফেসবুকের সবচেয়ে বড় সমস্যা
ছবিহীন
আইডি থাকলে যদি তাতে রিপোর্ট
পড়ে
তাহলে আইডি ব্লক।পরে সে আইডি
ফেরত
পেতে গেলে বহুৎ কারসাজি করতে
হয়।
প্রতি
২মিনিটে একটি করে ফেসবুক আইডি
খুলতে পারবেন।একই তথ্য দিয়ে
একাধিক
আইডি তৈরি করতে পারবেন।প্রথমে এই লিংকে ক্লিক করুন।Click here গেলেই আপনি ১০ মিনিটের
জন্য
একটি ইমেইল আইডি পাবেন।
এড্রেসটা
কপি করুন।ওটা ব্রাউজারের অন্য
ট্যাবে ওপেন রেখেই অন্য ট্যাবে ঐ
মেইল এড্রেস ব্যবহার করে নতুন ফেসবুক
আইডি খুলবেন।ইমেইল আইডি আর
পাসওয়ার্ড
লিখে রাখবেন।যাতে পরে আপনি
সেই মেইল আইডি ব্যবহার করে
ফেসবুকে ঢুকতে পারেন।মনে
রাখবেন ১০ মিনিট পর কিন্তু আপনি ঐ
পারবেন না।
আইডি যদি ব্লক পড়ে তবে
সেক্ষেত্রে
সেটি আর ফেরত আনার কোন উপায়
নাই।আশা করি সবাই বুঝতে পারছেন।না বুঝলে অবশ্যই কমেন্টে জানাবেন।