বর্তমানে সবার হাতেই বিভিন্ন সাইজ,বিভিন্ন নামি দামী ব্রান্ডের স্মার্টফোন শোভা পেলেও একটা সময় এসব কিছুই ছিলোনা।
তখন প্রায় পুরো গ্রামে একটা করে মোবাইল থাকতো,এছাড়া কিস্তিতে সিম কিনতে হতো! 🙂 সেসময় খুব কম পরিবারেই মোবাইল ব্যবহার করতে দেখা যেত।
.
আর আমরা সেসময়ে মোবাইল হাতে পেলেই যে গেইম গুলো খেলতাম সেসব গেইম এখন আর কেউ খেলেনা,পাওয়াই তো যায়না! কিন্তু এখন আপনি ইচ্ছা করলেই সেই সকল গেইম খেলতে পারেন আর হারিয়ে খুঁজতে পারেন ছেলেবেলার স্মৃতিগুলো।গেইম গুলো খেলতে খেলতে অতীতের কথা মনে পরে গিয়ে মাঝেমাঝে ঠোটের কিনারে উকি দিবে মৃদু হাসি!!অতীতের চিন্তাহীন মধুর জীবনকে কে না মিস করে!
ইদানিং কিছু ডেভলোপার সেই সোনালি দিনের গেইম গুলোর এন্ড্রয়েড ভার্সনে ডেভলোপ করেছেন।এজন্যে তাদের জানাই অসং্খ্য ধন্যবাদ।
সো আর দেরি কেনো, এখনি ডাউনলোড করে নিন ছেলেবেলার হাজাড়ো স্মৃতিবিজড়িত অসাধারণ সেইসব গেইমগুলো একটি মাত্র গেইমের ভিতরেই!!!
.
●গেইম পরিচিতি:
⏩গেইমের নাম:Nokia Classic Games 99
⏩ডেভলোপার :
⏩সাইজ:12.4. MB
⏩রিকোয়ারমেন্টস:Android 2.3 & Up
.
পোস্টের এটাচে যে স্ক্রিনশট গুলো দেখতে পাচ্ছেন এই তিনটি গেইম ঈ পাবেন এই অ্যাপটিতে।সেই সাউন্ড,সেই গেইমপ্লে,সেই একই সাদাকালো গ্রাফিক্স। সত্যিই এক অন্যরকম অভিজ্ঞতা হবে আপনার,নস্টালজিক হয়ে যাবেন বারবার।
কত বকুনি,কত পিটানি খেয়েছি সেইসময় এই গেইম খেলার জন্য।হাতের কাছে মোবাইল পেলেই গেইম খেলা শুরু!বারবার না করা সত্বেও লুকিয়ে লুকিয়ে!!আসলেই রবি ঠাকুরের সুরে বলতে হয়”পুরানো সেই দিনের কথা ভুলবি কিরে হায়” হ্যা আসলেই ভুলতে পারিনি,বারবার ফিরে যেতে ইচ্ছে হয় সেসময়ে।হয়ত সবারই তাই ই হয়।
━━━━━━━━━━━━━
●ডাউনলোড লিংক: Download Nokia Classic Games
━━━━━━━━━━━━━
.
এছাড়া টিউন টি ভাল লাগলে সবার সাথে শেয়ার করবেন আশা করি।
ধন্যবাদ সবাইকে 🙂