Site icon Trickbd.com

[Game] মাথা নষ্টঃ গণিতের খেলা by Riadrox

Unnamed

[Game] মাথা নষ্টঃ
গণিতের খেলা by Riadrox

আজ আপনাদের সামনে নিয়ে
এসেছি একটা গেম রিভিউ।
গেমের নাম মাথা নষ্ট।

নামটা একটু অদ্ভুত হলেও গেমটা
মোটামুটি আপনার মাথা নষ্ট
করে দিবে। কারণ গেমটার
বিষয়বস্তু হল গণিত। বুঝছেন এইবার
নামকরণের সার্থকতা কি?

এবার একটু গেমটা নিয়ে
বিস্তারিত বলি। গেমের
চেহারা আহামরি সুন্দর কিসু না

হলেও খেলাটা খুবই
চেলেঞ্জিং, আর কঠিনও।

নিশ্চিত আপনি খেলে যথেষ্ট
মজা পাবেন, আর এই গেম এর
সবচে ভালো দিক হলো এটা
আপনার ব্রেনের টনিক হিসেবে
কাজ করবে। দ্রুততর সময়ের মধ্যে
গাণিতিক সমীকরণের সত্যতা
যাচাই করে সিদ্ধান্ত দিতে
হবে আপনার মস্তিষ্ককে।
এই গেমে তিনটি ধাপ আছে,
যেভাবে ছবিতে দেখছেন,
একটার চে আরেকটা
চেলেঞ্জিং!

ছোটোখাটো গেম, কিন্তু খুবই
ব্রেইনস্টরমিং!

মাত্র 3.14 mb এর এই গেইম খেলে

দেখেন, আপনার মস্তিষ্ক কত দ্রুত
কাজ করতে পারে!!


Download

By Riadrox…


….

Exit mobile version